নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
একটা দলের(ভারত ছাড়া) জয়রথ এবং একজন উঠতি ভালো মানের খেলোয়ারকে ধ্বংস করতে একমাত্র আইসিসি নামের ইন্ডিয়া ক্রিকেট কাউন্সিল এ যথেষ্ট!
তো ভাইয়েরা, কথা হচ্ছে, খেলা শুধু আইসিসি এ বুঝে আমরা কি বুঝি না?
এই যে এখানে আমি যা বুঝলাম- তাকসিনের একশনে ব্যাপক ত্রুটি আছে, জটিল মারাত্তক ত্রুটি…
ছবি দুইটাতে ভালো কৈরা দেখুন, তাসকিন বাম হাত কিভাবে বাঁকা করে বোলিং করছে, আর বুমরাহ এর হাতটা দেখুন একদম সোজা করে বোলিং করছে (হায়রে আইসিসি এত বিনোদন আর সহ্য করতে পাচ্ছি না)
অতএব, তাসকিন এর একশনে অবৈধ!
বুমরাহ এর একশনে বৈধ!
সুতরাং, ইন্ডিয়া ছাড়া বাকি সব দেশের বোলারদের সমস্যা আছে.... এইটা মেনে নিতে হবে!
১১ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০১
চাটগাইয়া জাবেদ বলেছেন: সেটা ব্যক্তিগতভাবে গতকাল আমিও ভেবেছিলাম, করা যায়/যেতে পারে কিন্তু মনে হয় অর্থ নিয়ে সমস্যা হবে! আমার জানামতে আইসিসির টাকা ইন্ডিয়া বহন করে, কিন্তু ইন্ডিয়ার মত যদি কেউ থাকতো তাহলে তো আর কোথাও ছিল না!
যাইহোক, ক্রিকেট ভদ্র মানুষের খেলা যত দিন উপরর মহল এর অভদ্র গুলারে টেনে মাঠিতে না নামানো যাবে তত দিন ক্রিকেট এর জয় হবে না। তবে ইনশাআল্লাহ এমন একদিন আসবে সত্যি ওদের মাটিতে নামিয়ে আনা হবে।
জয় হোক ক্রিকেটের।
২| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তিন মোড়লের বাইরে অন্যান্য টেস্ট প্লেয়িং নেশন এবং আইসিসির সহযোগী সদস্যদের নিয়ে আলাদা ক্রিকেট প্রশাসন গড়ে তোলার সময় হয়েছে।
১১ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০২
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! ইতিমধ্যে আইসিসির সকল ধরণের ভাঁওতাবাজি ধরা পড়ে গেছে, এখন শুধু অপেক্ষায় আছে কোন দেশ যদি উদ্দ্যেগটা নিলেই হয়!
৩| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫২
বিজন রয় বলেছেন: ওরা ক্রিকেটটাকে ধ্বংস করছে। আবার বলে ক্রিকেট ছড়িয়ে দেবে। গত কয়েক বছরে ক্রিকেট ছড়িয়ে যাওয়ার বদলে ঘরে ঢুকেছে বেশি।
১১ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: সব নষ্টের মূল ইন্ডিয়া! তারা চাই সব ধরণের কাপ তাদের ঘরেই থাকুক। সেটা খেলে না, এভাবেই করে!!!
৪| ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৫
অগ্নিবেশ বলেছেন: ফুটো পাওয়া গেছে রে, ফুটো পাওয়া গেছে।
১২ ই মার্চ, ২০১৬ রাত ৩:৪৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: পাইলেন তো? এবার কিছু করেন ফুটো দিয়ে!
৫| ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: (হায়রে আইসিসি এত বিনোদন আর সহ্য করতে পাচ্ছি না)
শৈইম ইন্ডিয়া শেম...
ল্যাং দিয়ে প্রতিপক্ষকে ফেলে দৌড়ে জেতার স্টাইলটা এবার ছাড় না ..................
১২ ই মার্চ, ২০১৬ রাত ৩:৪৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: ইন্ডিয়াদের আবার লজ্জা আছে নাকি!! লজ্জা থাকলে তো আর এতবার এভাবে করত না! কুত্তারও লজ্জা আছে কিন্তু তাদের নাই!!
৬| ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৪
জনৈক শ্রেয়াস বলেছেন: স্টেস্টের রেজাল্ট ওরা জালিয়াতি করলে অবাক হমু না । রেন্ডিয়া সব করবার পারে
১২ ই মার্চ, ২০১৬ রাত ৩:৫২
চাটগাইয়া জাবেদ বলেছেন: অবাক হওয়ার মত আর তেমন কিছু বাকি রইল না! তাদের কাজকারবারে মানুষ আর অবাক হয়না। শুধু দিক্কার জানাই অমানুষগুলোদের! যেখানে তারা আইসিসি চালাতে পারে, সেখানে তারা সবই পারে!!
রিপ আইসিসি!!
৭| ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২০
জে.এস. সাব্বির বলেছেন: আয়ারল্যান্ড তো অলরেডি নতুন ক্রিকেট কাউন্সিল গঠন করার ডাক দিয়েই ফেলছে.... সময় হইছে মুন করে ।
১২ ই মার্চ, ২০১৬ রাত ৩:৫৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: সত্যি নাকি? তাহলে তো খবই ভালো হবে। বিশ্ব জনপ্রিয় ক্রিকেট খেলা প্রতিটা মানুষ সানন্দে উপভোগ করবে।
তা, সাব্বির ভাই, আপনি এ নিউজ কোথা থেকে পেলেন বা কিভাবে জানলেন? একটু বিস্তারিত জানালে খুশী হব, বা কোন লিঙ্ক থাকলে দেন? প্লিজ
৮| ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৩
অদিতি আফরিন বলেছেন: এখন থেকে সকল দেশে বোলার সরবরাহের কাজ ভারত নিয়ে নিক
১২ ই মার্চ, ২০১৬ রাত ৩:৫৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: ঠিক বলেছেন, সব দল শুধু ব্যাটিং করবে, আর বোলিং করবে ভারত, কিন্তু তখন আবার ব্যাটিং শর্ট অবৈধ বলবে নাতো?
৯| ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩২
অগ্নি কল্লোল বলেছেন: দালাল মুক্ত ICC চাই।
১২ ই মার্চ, ২০১৬ রাত ৩:৫৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: কাকে বলবেন/বলবো?
যারা শুনবে তারাই তো দালাল! তো বলে কোন লাভ হবে বলে মনে হয়না, হলে সেটা অনেক আগেই হত। তবে ভারতকে বাদ দিলেই সব ঠিক হয়ে যাবে!
১০| ১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৬
স্বাধীনতাকামী বলেছেন: অগ্নি কেল্লার সঙ্গে আমি সহমত
১২ ই মার্চ, ২০১৬ ভোর ৪:০৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: ওনার সাথে আমিও একমত!
কিন্তু কাকে বলবেন/বলবো? যারা শুনবে তারাই তো দালাল! তো বলে কোন লাভ হবে বলে মনে হয়না, হলে সেটা অনেক আগেই হত। তবে ভারতকে বাদ দিলেই সব ঠিক হয়ে যাবে!
তবুও, বলবো, দালাল মুক্ত আইসিসি চাই।
১১| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৬
কামরুন নাহার বীথি বলেছেন: অগ্নি কেল্লার সঙ্গে আমিও সহমত!!!!
১২ ই মার্চ, ২০১৬ ভোর ৪:০৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: ওনার সাথে আমিও একমত!
কিন্তু কাকে বলবেন/বলবো? যারা শুনবে আমাদের ডাক, তারাই তো দালাল! তো বলে কোন লাভ হবে বলে মনে হয়না, হলে সেটা অনেক আগেই হত। তবে ভারতকে বাদ দিলেই সব ঠিক হয়ে যাবে!
তবুও, বলবো, দালাল মুক্ত আইসিসি চাই।
১২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:১০
অণুষ বলেছেন: ICC= Indian Cricket of Corruption আর কিছু বলার নাই।
১২ ই মার্চ, ২০১৬ ভোর ৪:০৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! তাইতো, ইন্ডিয়া ছাড়া বাকি সব দেশের বোলারদের সমস্যা আছে, এইটা মেনে নিতে হবে!
১৩| ১২ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৯
সচেতনহ্যাপী বলেছেন: মুরুলীধরনকে কয়বার টেষ্ট দিতে হয়েছিলো?? সে তুলনায় আমরাতো শিশু।।
১২ ই মার্চ, ২০১৬ ভোর ৪:০৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম! কিন্তু টেষ্ট ইন্ডিয়া কোন খেলোয়াড়দের দিতে হয়না একদম, তাহলে তারা কি?
১৪| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ৭:০১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সমস্যা টমস্যা কিছু না - আসল কথা হচ্ছে ইন্ডিয়া ছাড়া বিশ্বের আর কোনো দেশের লোকজন ক্রিকেট খেলতেই পারে না !
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম! ঠিক বলেছেন, তাছাড়া পারলেও খেলতে পারবে না! তারা মনে করে আর কি!!
১৫| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৪
রাতুল রেজা বলেছেন: ক্রিকেট এক সময় ভদ্রলোকের খেলা ছিল। এখন ভারতীয় অভদ্র এবং ব্রিটিশ চামচা গুলোর কারনে পুরোপুরি অভদ্রদের খেলায় পরিনত হয়েছে। এতটাই নোংরা হয়ে গেছে ক্রিকেট যে ভাষায় প্রকাশ করা যায়না। ভারত এবং ব্রিটেন এরা যাদের বল খেলতে পারেনা এবং তাদের বলার রা যে ব্যাটস্মানের কাছে মার খায় তাকেই সরিয়ে দিতে চায়। কারন এরা তো ফাকা মাঠের বাহাদুর, এরা চায় ই ফাকা মাঠে ভাল খেলে বাহবা কুড়াবে। এর কারন হল ভারতের বিশাল ক্রিকেট বাণিজ্য। আর এর কারনেই ভারতীয়রা বাইরের মাঠে কুনোব্যাং হয়ে যায়। আপাতত মনে হয় কিছুই করার নেই এদের নোংরামি কমানোর জন্য যতদিন না ৩ তিন অভদ্র দেশ আইসিসির প্রধান ক্ষমতা ছারছে।
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪০
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনি একদম মূল জায়গাতেই হাত দিয়েছেন! ইতি বাস্তব কথা। আপনার সাথে শুধু সহমত না, আমি জোর করে বলবো, আপনার কথা সম্পূর্ণ বাস্তব, আপনি কি আইসিসির কেউ নাকি?
১৬| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৮
সিদ্ধার্থ. বলেছেন: আমি ক্রিকেট বেশি দেখি না ।
কিন্তু " টেষ্ট ইন্ডিয়া কোন খেলোয়াড়দের দিতে হয়না একদম, তাহলে তারা কি?" এটা বাজে কথা --
অনেক উদাহরণ আছে ।এই যেমন হরভাজন শিং কেও এই পরীক্ষা দিতে হয়েছিল ।তাই আপনার পোস্ট টি অবান্তর ।
১৭| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ২:৪২
মিহির মিহির বলেছেন: সিদ্ধার্থ. বলেছেন: আমি ক্রিকেট বেশি দেখি না ।
কিন্তু " টেষ্ট ইন্ডিয়া কোন খেলোয়াড়দের দিতে হয়না একদম, তাহলে তারা কি?" এটা বাজে কথা --
অনেক উদাহরণ আছে ।এই যেমন হরভাজন শিং কেও এই পরীক্ষা দিতে হয়েছিল ।তাই আপনার পোস্ট টি অবান্তর ।
এই পোস্ট টি যথেস্টই "বান্তর" যুক্তিযুক্ত। এক্সেপশন ক্যান্ট বি এক্সামপল। বরং আমি এটা বলব যে ইন্ডিয়া কোনোদিনও আমাদের বন্ধু ছিলনা।আর বন্ধু ইন্ডিয়া প্রচারণা নিছকই সর্বস্ব বিলীন করে টিকে থাকবার মতো।সামান্য একটা উঠতি ক্রিকেট সেখানেই এতো ক্রিমিনালী!! "আইছিছি:" নামক ক্রিকেটঅপরাধীর পতন চাই। খুব ভালো লাগতো বাংলাদেশ টি২০ ইন্ডিয়াকাপ যদি বৃদ্ধাংগুলি দেখিয়ে বর্জন করতো।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ২:৪৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: সিদ্ধার্থ ভাই, আপনি ক্রিকেট দেখেন না, কিন্তু হরভাজন শিং কেও এই পরীক্ষা দিতে হয়েছিল! তাতে কি বুঝালেন? আপনি ক্রিকেট দেখেন না, কিন্তু ক্রিকেট এর অংশ বিশেষ গুলো দেখেন? তাইলে আমার জ্ঞান বলে আপনি একজন পাক্কা ক্রিকেট ভক্ত! যাইহোক সে বিষয়ে যাচ্ছি না আর, কথা হল হয়তো হতে পারে আমার পোস্ট অবান্তর কিন্তু বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট জানা ও দেখা ভক্তদের চিন্তা ধারা বা জ্ঞান কি অবান্তর?
বর্তমান আইসিসি ও ইন্ডিয়াদের সম্পর্কে ক্রিকেট বিশ্ব সবই জানেন, হয়তো চামচামির জন্য কেউ কিছু বলে না! সেখানে না বোলার কারণ হচ্ছে তাদেরও লাভ, কিন্তু আমরা বলছি কারণ আমাদের দেখেন কিভাবে ধ্বংস করতে চাই তারা সে জন্য!
১৪ ই মার্চ, ২০১৬ রাত ২:৫৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: মিহির মিহির ভাই, আপনার সাথে আমিও সম্পূর্ণ একমত! ইন্ডিয়া কোনোদিনও আমাদের বন্ধু ছিলনা।আর বন্ধু ইন্ডিয়া প্রচারণা নিছকই সর্বস্ব বিলীন করে টিকে থাকবার মতো।সামান্য একটা উঠতি ক্রিকেট সেখানেই এতো ক্রিমিনালী!! "আইছিছি:" নামক ক্রিকেটঅপরাধীর পতন চাই।
১৮| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
সিদ্ধার্থ. বলেছেন: হয়ত আপনারাই ঠিক ।আমার এই বিষয়ে আলোচনা করবার মতো জ্ঞান নেই ।মাইনা নিলাম ।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ২:৫৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: না রে ভাই! এ বিষয়ে আমারও জ্ঞান ক্ষুদ্র, তবে খেলা একটু দেখি বলে জানা আর কি।
পরিশেষে ধন্যবাদ এবং ভালো থাকবেন
১৯| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
গোধুলী রঙ বলেছেন: পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, ইংরেজরা তাদের কুশাসনের সীমায় পৌছে ইন্ডিয়ানদের কাছে যেমন বাধ্য হয়ে ক্ষমতা ছেড়েছিলো, ইন্ডিয়াও অনেক ক্ষেত্রে একই রকম ব্যবহার শুরু করেছে। বেশিদিন নেই, ইন্ডিয়ানরাও একঘরে হয়ে যাবে ক্রিকেটে, ইংলিশরাও এখন যেমন পড়তির দিকে ক্রিকেটের কৌলিন্যের ক্ষেত্রে।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ৩:০১
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! সেদিন আর বেশিদিন নেই, ইন্ডিয়ানরাও একঘরে হয়ে যাবে ক্রিকেটে, ইংলিশরাও এখন যেমন পড়তির দিকে ক্রিকেটের কৌলিন্যের ক্ষেত্রে।
তখনি হয়তো আইসিসি একটি দালাল মুক্ত হবে!
অপেক্ষার সেদিনের!!!
২০| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৫
রাফা বলেছেন: ইন্ডিয়া ,অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের কাছে এখন ক্রিকেট শুধুই ক্রিকেট নয়।এটা একটা জুয়ার আসর এবং বানিজ্যও ।কাজেই তারা আধিপত্য করতে চাইবেই।ইন্ডিয়ানরা এমন একটা জাতি প্রয়োজনে ব্যাশ্যাবৃত্তি করে হলেও তাদের াবৈধ বানিজ্য বহাল রাখতে হবে।
অসুবিধা নেই আমরা স্রোতের বিপরীতে সাতার কেটেই জয় করবো ক্রকেট বিশ্ব।আরো বেশি দেশ যখন যুক্ত হবে এই প্রতিযোগিতায় তখন তাসের ঘরের মতই উড়ে যাবে ৩ মোড়লের আধিপত্য।ওরা চক্রান্ত করে ১৫জন নিয়ে খেলে জিততে চাইবে আর আমরা ব্যাটে-বলে ওদের নাজেহাল করে জবাব দিয়ে যাবো ।তাসকিনকে পরীক্ষা নিয়েও আটকে রাখতে পারবেনা ইনশা-আল্লাহ।জয় সব সময় সত্যেরই হয়।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৩৯
নীল আকাশ ২০১৬ বলেছেন: বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের উচিত আলাদা একটা ক্রিকেট কাউন্সিল গঠন করা, যেখানে কেবল বাণিজ্য নয়, সত্যিকারের একটা বিশ্বব্যাপী জনপ্রিয় খেলা হিসেবে ক্রিকেট প্রতিষ্ঠিত হবে।