নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
বাংলাদেশ-ওমান ম্যাচের একদিন আগে ওমান ক্রিকেট দলের অধিনায়ক জোর গলায় বলেছিল, তারা বাংলাদেশকে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার টেন এ পা রাখবে।
তো, বাংলাদেশ-ওমানের বিশ্বকাপের সুপার টেন এ পা রাখার মূল ম্যাচ শুরু হল, আমি চুপ ছিলাম।
তামিম শতক করেছে, আমি চুপ ছিলাম।
বাংলাদেশ ওমানকে ১৮০ টার্গেট ছুঁড়ে ছিল, আমি চুপ ছিলাম।
ওমান শুরু থেকেই ব্যাট বিপর্যয়ে পড়ে, তখনো আমি চুপ ছিলাম।
ধর্মশালায় বৃষ্টির কারনে ৪ ওভার কমিয়ে ১৬ ওভারে করে, তখনো আমি চুপ ছিলাম।
পরে আবার ম্যাচ শুরু হয়ে ওমান একটা ৪ মারে, পরের বলে একটা উইকেট হারায়। এতএব আবার বৃষ্টি হল, এবং রান রেটের দিকে বাংলাদেশ জিতে যায়, তখনো আমি চুপ ছিলাম!
হ্যাঁ! বলতে গেলে ওমান-বাংলাদেশ ম্যাচে আমি পুরোই চুপ ছিলাম! চুপ থাকার কারণ হচ্ছে- ম্যাচ শুরু হওয়ার এক ঘণ্টা আগে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমিয়ে থাকার কারণ, হঠাৎ করেই অসুস্থ! অসুস্থ বলতে প্রচুন্ড মাথা ব্যাথা, হালকা সর্দি! তাই ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠলাম! সময়টা যে ঘুমের মধ্যে কখন চলে গেলো একটুও টের পাইলাম না!
এতপর, প্রিয় খেলোয়াড় তামিম বদ্দার বুমবুম চার-ছক্কা শর্ট দেখা থেকে বঞ্চিত
যাই হোক, তামিম আর সাকিবময় ম্যাচে ওমানকে উড়িয়ে দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে উঠলো বাংলাদেশ।
অভিনন্দন তামিম বদ্দা...
অভিনন্দন টিম টাইগার্স...
১৪ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: ভাউ, এ হাসির রহস্য কি তা বুঝলাম না?
২| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৮
রাজু বলেছেন: দোয়া করি আল্লাহ জেন সব সময় চুপ না রেখে সুস্থ রাখে....
৩| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৯
রাজু বলেছেন: দোয়া করি আল্লাহ জেন সব সময় চুপ না রেখে সুস্থ রাখে....
৪| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৭
বিজন রয় বলেছেন: মিস করেছেন।
৫| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার সুস্থতা কামনা করছি। ঘুমিয়ে থেকে ম্যাচের তথ্যগুলো জানলেন কীভাবে?
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ২:৩২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: