নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

এবার স্বদেশি সাকিব আল হাসানকেও ছাড়িয়ে টি-টোয়েন্টি বোলার ক্যাটাগরিতে শীর্ষে আল-আমিন হোসাইন।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৬


এইতো, এখন আমাদের সব টাইগারদের একে একে সব দিকেই শুরু।
অভিনন্দন... আল-আমিন হোসাইন।

আগেই বলেছিলাম,
রমণীদের পছন্দ আমিন জুয়েলার্স
আর আমাদের পছন্দ আল-আমিন ক্রিকেটার :D

এবার সাকিব'কে ছাড়িয়ে শীর্ষে আল-আমিন। এশিয়া কাপের গতবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নিয়ে ‘কুলেস্ট প্লেয়ার অব দ্য সিরিজ’ হওয়া টাইগারদের পেসার আল আমিন হোসাইন বর্তমান সবশেষ আইসিসির টি-টোয়েন্টি বোলার ক্যাটাগরিতে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। বর্তমানে আল আমিন পেসার বোলারদের ক্যাটাগরিতে উঠে এসেছেন ছয় নম্বরে :)

ক্যারিয়ার সেরা ৬৩৩ রেটিং পয়েন্ট পাওয়া টাইগার আল আমিন এশিয়া কাপের আসরেও প্রতিপক্ষের জন্য ছিলেন রীতিমতো ভয়ঙ্কর। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১১ উইকেট তুলে নেন আল আমিন।

শীর্ষ ছয়ে উঠে আসতে আল আমিন পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গা, ভারতের রবীন্দ্র জাদেজা, দ. আফ্রিকার কাইল অ্যাবোট আর আমাদের স্বদেশি সাকিব আল হাসানকে। সাকিব রয়েছেন আট নম্বরে। ৩০ নম্বরে মাশরাফি আর ৪০ নম্বরে রয়েছেন মুস্তাফিজুর রহমান। ৬০ নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ আর ৭০ নম্বরে রয়েছেন গতির ঝড় তোলা টাইগার পেসার তাসকিন আহমেদ।

চলতি টি-টুয়েন্টিতে আরও ভালো করবে সে আশাই রাখি, অনেক অনেক শুভ কামনা...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৪

মুদ্‌দাকির বলেছেন:
ওরা সবাই ভালো করুক, অনেক অনেক ভালো..................।।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৪০

চাটগাইয়া জাবেদ বলেছেন: ইনশাআল্লাহ্‌ ওরা সবাই এখন ভালো করবে। কারণ আমাদের টাইগারদের শুরু তো হয়েছে মাত্র...

২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৯

ফেরদাউসুর রহমান বলেছেন: এই আল-আমিনেরও একদিন তাসকিনের মতো অ্যাকশন অবৈধ হয়েছিলো। অ্যাকশন শুধরে আসার পর আমরা অন্য এক আল-আমিনকে দেখতে পাচ্ছি। আরলি ব্রেক থ্রুতে বর্তমান বিশ্বে আল-আমিনের জুড়ি নেই। আর তাই তার প্রাপ্য সম্মান সে পেয়েছে। যাই হোক তাসকিনও আল-আমিনের মতো পরীক্ষা দিয়ে বৈধ অ্যাকশন নিয়ে বিশ্বের সেরাদের কাতারে দাড়াবে। আরো ভয়ংকর হয়ে উঠবে ওর বল। আর এমনই প্রত্যাশায় রয়েছি। অভিনন্দন আল-আমিন হোসাইনকে। অভিনন্দন টাইগার টিমের সকল সদস্যকে।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনার সাথে আমিও পুরোপুরি এমনই প্রত্যাশায় রয়েছি।
অভিনন্দন আল-আমিন হোসাইনকে এবং অভিনন্দন টাইগার টিমের সকল সদস্যকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.