নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
মাষ্টার'দা সূর্যসেন বীর চট্টলার অহঙ্কার! ব্রিটিশ বিরোধী বিপ্লবের অমর নায়ক। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনসহ বহু বিপ্লবের অধিনায়ক। ব্রিটিশবিরোধী আন্দোলন ও দেশকে স্বাধীন করার স্বপ্নে মাস্টার দা সূর্যসেন জীবন বিসর্জন দিতেও আপস করেননি। তাই মাস্টার দা সূর্যসেন আজও দেশপ্রেমের চেতনা ও আত্মত্যাগের বাতিঘর। তবে, শুধু চট্টগ্রাম নয়, আমাদের স্বাধীন দেশে লাল সবুজের পতাকা উড়িয়ে আমরা নিজেদের আত্ম পরিচয় বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পেরেছি মাষ্টার'দার আত্মদানের পথ বেয়ে! আশা করি ওনার সম্পর্কে আর বিস্তারিত তেমন না বললেও চলবে, কারণ হয়তো ওনার সম্পর্কে এখানে আমরা সকলেরেই জানা আছে...
বিপ্লবী ব্রিটিশবিরোধী আন্দোলনে চট্টগ্রামের অহঙ্কার মাস্টার দা সূর্যসেনের জন্ম দিবসে প্রনাম ও শ্রদ্ধাঞ্জলি এবং লাল সালাম!
যেখানেই থাকুন ভালো থাকুন,
মাষ্টার দা সূর্যসেন চিরজীবি হোক।
(জন্ম: ২২ মার্চ, ১৮৯৪ – মৃত্যু: ১২ জানুয়ারি, ১৯৩৪)
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩২
চাটগাইয়া জাবেদ বলেছেন: দুঃখিত! সময়ের কারনে সঠিক সময়ে মন্তব্য দেখতে পারিনি! ঠিক আছে আমি খুঁজে দেখবো, যথা সত্বর পেলেই আপনাকে জানাবো
২| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জন্মদিনে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জন্য ফুলেল শুভেচ্ছা।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনার পোস্টটা দেখেছিলাম, ভালোই লেগেছে কিন্তু সময়ের অভাবে মন্তব্য করতে পারি নাই!
৩| ০৩ রা মে, ২০১৬ সকাল ১১:০০
বাড়িতারবাংলা বলেছেন: Do and Die by Manini Chatterjee মাস্টারদার জীবনের সাথে জড়িত একটি বই যেটার ওপর ভিত্তি করে হিন্দি সিনেমা হয়েছিল " খেলে হাম জী জান সে"। অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন ও দিপিকা পাড়ুকোন। একবার কলকাতার কাগজে পড়েছিলাম চট্টগ্রামের অনেক মানুষই নাম শোনেননি মাস্টারদার, এটা জেনে ভাল লাগছে যে এখনো মাস্টারদা কে মনে রেখেছে বাংলাদেশের মানুষ।
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
হাসান মাহবুব বলেছেন: সালাম হে বীরযোদ্ধা।
উনাকে নিয়ে লেখা কোন ভালো বইয়ের নাম দিতে পারবেন? জীবনীভিত্তিক উপন্যাস হলে ভালো হয়।