নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

সেই নবীনতম দেশটি আজ অনেক চাড়াই উতড়াই পার হয়ে একটি দল হিসেবে বিশ্বে তাদের শক্তি জানান দিতে পেরেছে।

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৮

১৯৮৬ সালের এশিয়া কাপে অংশগ্রহনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখে। এটা সেই দলের ছবি।
[ এটা বর্তমান ২০১৬ সালের সব আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখে দলের ছবি।]

আজ ১ এপ্রিল, ৩০ বছরে পা দিলো আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট। ১৯৮৬ সালের ৩১ শে মার্চ এশিয়া কাপ দিয়ে প্রথম ওয়ানডে ক্রিকেটে লাল-সবুজদের পদচারণা শুরু হয়েছিলো পাকিস্তানের সাথে। এই ৩০ বছরে লাল-সবুজ পতাকা নিয়ে দেশ বিদেশে বাংলাদেশকে অনেকবার বিজয় উল্লোসে মাতিয়েছেন আমাদের টিম টাইগার'রা। এখন আমাদেরকে ক্রিকেট এর জন্মদাতা পর্যন্ত ভয় পায়, আরও ভয় পায় বাঘা বাঘা দল গুলো... এটাই কি আমাদের জন্য কম পাওয়া?

সেই নবীনতম দেশটি আজ অনেক চাড়াই উতড়াই পার হয়ে একটি দল হিসেবে বিশ্বে তাদের শক্তি জানান দিতে পেরেছে। মোট খেলার ম্যাচ হিসেবে জয় কম হলেও প্রতিটি জয়ই ছিলো লাল সবুজদের উপরে উঠার একেকটি পারদ। একটি জয় আমাদের কাছে মনে হয়েছে একটি স্বাধীনতা B-)

শুরুতেই প্রথম অধিনায়ক ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু এবং বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, যাকে আমরা আদর করে ম্যাশ বলি তাছাড়া এরই মধ্যে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ একটি ক্রিকেট পাগল জাতি হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে।

অনেক অনেক শুভ কামনা রইলো- সেই ছোট থেকে বড় হওয়া বীর ক্রিকেট যোদ্ধাদের জন্যে, যারা লাল-সবুজ পতাকাকে বিশ্বে বার বার পরিচয় করিয়ে দিয়েছে/দিচ্ছে একেকটি জয়ের মাধ্যমে। এগিয়ে যাক লাল-সবুজ পতাকা এগিয়ে, যাক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

জয় পরাজয় যাইহোক না কেন, আমি/আমরা আজীবন বাংলাদেশ জাতীয় ক্রিকেটদলের পাগলা সমর্থক ছিলাম/আছি/ থাকবো...

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৮

এরশাদ বাদশা দ্যা ওয়ারিয়র বলেছেন: হারি-জিতি, তোমাদের সাথেই আছি।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম! হারি-জিতি, তাদের সাথেই আছি/ছিলাম/থাকবো।

২| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২১

বিজন রয় বলেছেন: জয় পরাজয় যাইহোক না কেন, আমি/আমরা আজীবন বাংলাদেশ জাতীয় ক্রিকেটদলের পাগলা সমর্থক ছিলাম/আছি/ থাকবো..

এই কথা বলার দরকার কি? জন্মগতভাবেই তো আমরা বাংলাদেশী।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২১

চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম, জন্মগতভাবেই তো আমরা বাংলাদেশী। তবুও বললাম আর কি হয়তো টাইগারদের আরও একটু বেশি উসসাহ দিতে চেষ্টা করেছি মাত্র।

৩| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো অনেক শুভ কামনা ।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: এগিয়ে যাও বাংলাদেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.