নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
এটা তনু না! এটা আমার-তোমার-আমাদের কারো বোন না এবং এ মেয়েটি কলেজে পড়তো না ও ধর্ষণ হয় নাই!
সরকারী পুলিশ গুলি করেছে মরে গেছে মাত্র,
তা, পুলিশ গুলি করে কেন মারলো?
ঐ যে কেবল বাপ-দাদার ভিটা বাড়িতে থাকতে চাইলো এবং মাছ-শাকসবজী-লবণ চাষ করে দুইবেলা দু'মুটো খেয়ে বেঁচে থাকতে চেয়েছিলো! এটাই ছিল তার ও তাদের অপরাধ!
ব্যস, এখানের সুশীলরা নীরব! এখানের কোন প্রতিবাদ হবে না!
এখানে শুধু উন্নয়নের স্লোগান হবে, শুধুই উন্নয়নের!
তাই, এখানেই আমাদের কোন খারাপ লাগার কথা না! এরকম মেয়েরা মরলে মরুক আমাদের কি? আমরা তো বেঁচে আছি, আমাদের বাপ-দাদার ভিটা বাড়ি তো ঠিক আছে! দেশ তো আগাইতাছে উন্নয়নের জোয়ারে, সেখানে এদের মত ছোট-গরীব লোকের কয়েকটা জীবন গেলেও কারো কোন চুল হবে না, গরীবের ১৩/১৪টা লাশ সেটা তেমন কিছু না!!
ঘটনাঃ গতকাল সোমবার কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে ৬জন নিহত হয়েছেন এবং অর্ধশতাধিক আহত![এলাকাবাসী বলেছে মৃতের সংখ্যা আরও বেশি!]
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনি কোন মানুষ গুলোর কথা বলেছেন?
সরকারের লাইসেন্সধারী দালাল পুলিশের কথা কথা বলেছেন? নাকি রাষ্ট্র প্রধানের স্পেশাল মানুষ গুলোর কথা বলেছেন?
সবাই ঠিক আছে শুধু গরীব ও সাধারন মানুষ গুলো মানুষ না! বাকিরা সবাই মানুষ!
২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৮
রিপি বলেছেন:
আপরাধী যেই হোক না কেন তারা সবাই অমানুষ। আর এই অমানুষদের কাজকর্ম গুলো আমাদের মত সাধারন মানুষদেরও অমানুষ করে দিচ্ছে দিনে দিনে। এখন এসব ঘটনা আর কারো মনে তেমন করে নাড়া দেয়না আগের মত। এসব ঘটনা নিত্যদিনের ডালভাতের মত হয়ে যাচ্ছে। ডাল ভাতেরও দাম আছে এখন এগুলোর দাম নাই।
গরীব ও সাধারন মানুষ গুলো মনে হয় কোনোকালেই মানুষ ছিলনা।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম! গরীব ও সাধারন মানুষ গুলো মনে হয় কোনোকালেই মানুষ ছিলনা এবং নাই!!
৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৩
চাঁদগাজী বলেছেন:
এই মেয়েকে হত্যা করার পর, আলম গ্রুপের ব্যবসা বাংলাদেশে আজীবনের জন্য বনদ্ধ হওয়ার দরকার।
প্রধানমন্ত্রীকে এর বিচার করতে হবে!
০১ লা মে, ২০১৬ বিকাল ৩:০৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: সব দোষ কি আলম গ্রুপের?
৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৫
চাঁদগাজী বলেছেন:
আলম গ্রুপকে ঠেকাও, এরা যেন এদেশে ব্যবসার নামে আর দখল চালাতে না পারে।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৭
বিজন রয় বলেছেন: চলুক।
৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৭
safu বলেছেন: বোধহয় চলনগতি কম। চলনের নিচে চাকা লাগায় দেন!
দেখবেন, আমার আপনার বুকে গুলি চলবে।! :্
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১৯
রিপি বলেছেন:
বলার কিছু নাই। মানুষ আর মানুষ নাই।