নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

বোঝেনা সে বোঝে না, সত্যিই নারীরা বুঝে না!

০২ রা মে, ২০১৬ বিকাল ৩:৪১

খুলনায় ভারতীয় সিরিয়াল দেখতে না দেওয়ায় স্বামীর সঙ্গে রাগ করে গৃহবধূ টুম্পা রায়(২১) বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা।

আচ্ছা, জীবন বড় নাকি ভারতীয় সিরিয়াল বড়?
কিন্তু এসব দেখেই বুঝা যাচ্ছে আমাদের বাংলাদেশের কিছু কিছু মা-বোন, স্ত্রী-মেয়েদের কাছে তাদের জীবনের চেয়ে ভারতীয় সিরিয়ালেই বড়! X((

হায়রে আমার বাঙ্গালির অাবেগ! এতই সস্তা হয়ে গেল!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ বিকাল ৩:৪৯

আমি ভাল মানুষ বলেছেন: আহারে মাত্র ২১!! ধীরেধীরে বুঝাতে হবে, ওগুলো সামাজিক মুল্যবোধের ১২টা বাজায়।

০২ রা মে, ২০১৬ বিকাল ৪:০১

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! অবশ্যই একুশে গৃহবধূ হলেই এমনিই হয়! ধীরেধীরে বুঝাতে হবে, ওগুলো সামাজিক মুল্যবোধের ১২টা বাজায়।

২| ০২ রা মে, ২০১৬ বিকাল ৪:১২

বাড়িতারবাংলা বলেছেন: সিরিয়াল বড় নয়। এখানে অপমানটা বড়। দেখতে দেব না- যেন প্রভু তার ক্রীতদাসী কে দেখতে দিচ্ছে না। মাঝে মাঝে মেয়েরা ভাবে কিছুই কি তাদের মর্জি মত করতে পারবে না? এমনকি একটা সামান্য সিরিয়ালও স্বামীর অনুমতি নিয়ে দেখতে হবে? কোন স্বামীকে কি স্ত্রীর অনুমতি নিতে হয় ক্রিকেট ম্যাচ দেখতে? এই ভাবনা থেকেই আসে হতাসা ও অভিমান এবং সেখান থেকেই আত্মহত্যার চিন্তা। এখানে সিরিয়াল না হয়ে সাজের জিনিস কেনা নিয়েও হতে পারত ঝগড়া। সিরিয়ালটা উপলক্ষ মাত্র।

২৫ শে মে, ২০১৬ ভোর ৪:৩৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: বিষয়টা আপনি যতোই সামান্য মনে করতেছেন ততোটা সামান্য নয়। তাছাড়া ঐ সব থেকে বর্তমান দেশের অবস্থা কি পর্যায়ে আশা করি জানেন, এবং এ আত্মহত্যাও করার সাহস ও বুদ্ধি ঐ সিরিয়াল এ থেকে পাওয়া। তো কোন স্বামী টার স্ত্রীর অমঙ্গল চায়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.