নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
এ প্রথমবারের মত কন্যা সন্তানের বাবা হলেন রেলমন্ত্রী মজিবুল হক। রাজধানীর স্কয়ার হাসপাতালে আজকে ৩টা ৪৫মিনিটে স্ত্রী হনুফা বেগম ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন। আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে রেলমন্ত্রী বলেন, মেয়ের বাবা হয়ে আমি দারুণ খুশি আমি।
রেলমন্ত্রী মজিবুল হক ৬৭ বছর বয়সে ২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার মেয়ে হনুফা আক্তারকে বিয়ে করেন। দেশের অন্যতম আলোচিত ঘটনা ছিল সেই জাকজমকপূর্ণ বিয়ে। বরযাত্রী ছিলেন ৬ জন মন্ত্রী, এমপিসহ ৭০০ জনের বিশাল গাড়িবহর। পরে ঢাকায় সম্পন্ন হয় বিবাহোত্তর সংবর্ধনা।
২০১৪ সালে বিয়ের আগে যেভাবে মিডিয়া আর অনলাইনে ওনার "বয়স" নিয়ে খুবই চিন্তিত ছিল এবং সগোরবে রেলমন্ত্রির বিয়ে নিয়ে কথা উঠেছে, "৬৭ বছরের পুরনো রেল লাইনে ২৫ বছরের নতুন ট্রেন চলতে পারবে তো?"
অভিনন্দন মেয়ের বাবা ও মাকে...
২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০২
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! আশার আলো যে মানুষ মরনের আগ পর্যন্ত জ্বালাতে পারে সেটা তিনি সমালোচকদের দেখিয়ে দিয়েছেন।
২| ২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১২
মার্কোপলো বলেছেন:
উনাকে অভিনন্দন।
রেলের অবস্হা এমন খারাপ যে, উনার মন্ত্রীত্ব ছেড়ে দিয়ে বাচ্ছার যত্নে মন দেয়া উচিত।
৩| ২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
রোষানল বলেছেন: কলিকাতা হারবালের উর্বর ক্ষমতা আছে মাইরি
৪| ২৮ শে মে, ২০১৬ রাত ৮:১২
আবুলের বাপ এখন রাজকন্যার বাপ বলেছেন: ভাগ্যিস লীগের মুক্তিযোদ্ধারা খবর পায়নি।
ভাগ্যিস লীগের মুক্তিযোদ্ধারা খবর পায়নি।
৫| ২৯ শে মে, ২০১৬ রাত ২:২৬
বাংলা গান শুনুন বলেছেন: অভিনন্দন মেয়ের বাবাকে এবং মা মেয়ের সুস্থতা কামনা করছি।
♥ আমি ব্লগে নতুন এসেছি,আমার পোষ্টগুলো দেখার আহবান জানাচ্ছি ♥
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৯
আমি নবপ্রজন্মের মুক্তিযোদ্ধা বলেছেন: এই তো আশার আলো।