নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট "জিয়াউর রহমান" যিনি ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে খুন হওয়ার পর যখন দুর্ভিক্ষ পীড়িত বাংলার জনগণ শুধু অনিশ্চয়তা আর হতাশা ছাড়া আর কিছুই চোখে দেখছিল না, ঠিক তখনই শহীদ জিয়াউর রহমান দেশবাসীর বুকে আশার আলো জ্বালিয়ে ছিলেন।
তিনি বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন। ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়ীতে জন্ম গ্রহন করেন। এবং ১৯৮১ সালের ৩০ মে আজকের এই দিনে চট্টগ্রামের সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুথানে নিহত হন ইতিহাসের এ মহা নায়ক জিয়াউর রহমান। পরে তাকে রাজধানীর শেরে বাংলা নগরে দাফন করা হয়।
বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে এটাই শহীদ জিয়ার স্বপ্ন ছিল।
আজকের এই দিনে সালাম ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার এই মহা নায়ক'কে
এবং ওনার আত্নার মাগফেরাত কামনা করছি।
২| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:৫১
এইচ এম রাইহান বলেছেন: বঙ্গবন্ধুর ভিড়ে আজ অন্য নেতারা হারিয়ে যাচ্ছে। ধন্যবাদ জিয়াউর রহমানকে (লেখার মাধ্যমে) ফিরিয়ে আনার জন্য।
৩| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:০৭
চাঁদগাজী বলেছেন:
৩০০ মুক্তিযোদ্ধাকে ফাঁসী দেয়ার কারণে জেনারেল জিয়াকে হত্যা করতে বাধ্য হয়েছিল মুক্তিযোদ্ধা অফিসারেরা
৪| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৩
চলতি নিয়ম বলেছেন: উনি কেন শহিদ? একটু বিসতারিত বলতে পারেন ?
৫| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৫:২৬
তানভীর আহমেদ সম্রাট বলেছেন: আমি, জিয়া হত্যার বিচার চাই !!!
বিএনপি বা জিয়ার আদর্শে বিশ্বাসীরা কেন বিচার চায়না সেই প্রশ্নেরও জবাব চাই ?
৬| ৩০ শে মে, ২০১৬ রাত ৮:৫১
তিক্তভাষী বলেছেন: জিয়া হত্যাকারীদের সাথে চাঁদগাজীর যোগাযোগ আছে মনে হচ্ছে।
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:১৪
বিপরীত বাক বলেছেন: ওনার আত্নার মাগফেরাত কামনা করছি।