নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

সাঁড়াশি অভিযান \'ঈদ স্পেশাল বকসিস\'!

১৪ ই জুন, ২০১৬ রাত ১০:৫৭

পুলিশ জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানের নামে গ্রেপ্তার বাণিজ্য তো দেখি ভালোই চলছে ও চালাচ্ছে৷ পত্রিকা রিপোর্ট এর হিসাবে, চারদিনে মোট ১২ হাজার ৬৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ১৪৫ জনকে৷

আর বাকি ১২ হাজার ৫০২ জনকে 'ঈদ স্পেশাল বকসিস' সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে হয়তো।

ঈদের মৌসুম আসছে বুঝেন না ? সামনে ঈদ তো তাই তাদের বিবি বাচ্চাদের শপিং করাতে হইবে না? তাই হাতের কাছেই যাকে পেয়ে ধরা হচ্ছে সেগুলো বখসিস মাত্র!
আর, যাদের ধরেছে এবং ধরবে তাদের বলবে, 'দু'একদিনের মধ্যে ছাড়ব দু লাখ, পিটাব না ১ লাখ, চালান দিমুনা ৩ লাখ এরকম হিসাব আর কি! ঈদে সকলে ব্যবসা সফল করবে, ফুলিশ কেন বাদ যাবে? অবিরত চলতে থাকুক ঈদের ফুলিশি ব্যবসা!

দেশের জনগন মনে করছে আমাদের জনগনের বন্ধু পুলিশি 'ঈদ স্পেশাল বকসিস' আরও বাড়বে। ইনশাআল্লাহ্‌ ...
এ 'ঈদ স্পেশাল বকসিস' সাঁড়াশি অভিযান অব্যাহত থাকুক এবং বকসিস বাড়তে থাকুক এ কামনায় করি। আমীন!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৬ রাত ২:৪৩

মহা সমন্বয় বলেছেন: এবারের ঈদে পুলিশের পকেট ভারী হবে। :-P

২১ শে জুন, ২০১৬ রাত ১০:৫৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! পুলিশ জনগনের বন্ধু বলেই কথা, না হয়ে যাবে কই?!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.