নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

তবে কি ছোটবেলা অনেক দূরে ফেলে এসেছি ?

১৬ ই জুন, ২০১৬ ভোর ৬:৪৮

ছোটবেলায় রোজা রাখি বা না রাখি কিন্তু কয়টা রোজা শেষ হয়েছে বা কয়টার সেহরি খেতাম, তা কিন্তু পাক্কা হিসাব রাখতাম :D বিশেষ করে বন্ধুদের কাছে যেন শুনতে না হয় যে আমি রোজা রাখিনি, তাই তখন খুবই হিসাবী ছিলাম রোজা নিয়ে। অথচ এখন যে কয়টা রোজা শেষ হল বা কয়টার সেহরি খেলাম তা জাতির কাছ থেকেই জানতে হয়!

একটা বিশেষ দরকারে কিছুক্ষণ আগেই ফেসবুকের প্রবাসী এক ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম যে রহমতের দশ রোজা শেষ করে আজকে মাগফিরাতের প্রথম রোজার সেহরি খেলাম!

তবে কি ছোটবেলা অনেক দূরে ফেলে এসেছি ?

যাইহোক, কথা হচ্ছে যে, আলহামদুলিল্লাহ্‌, মহান আল্লাহ্‌র অশেষ মেহেরবানে সুস্থ্য শরীরে পবিত্র রমজানের রহমত দশকের শেষ দিন বিদায় দিয়ে আজ মাগফিরাতের সেহরি খেয়ে সালাত আদায় করলাম মাত্র। আজ থেকে শুরু হলো মাগফিরাতের দশ রোজা। রহমতের এ দশকে আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে রহমত অর্জনের তওফিক যাদের হয়েছে, আমরা তারা খুবই ভাগ্যবান।

মহান আল্লাহ আমাদের মাগফিরাতের দিনগুলোতে জীবনের সব গুনাহ মাফ করিয়ে সুস্থ্য শরীরে মাগফিরাতের দশ দিন রোজা রাখার ও নামাজ পড়ার তৌফিক দান করুন। আমীন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৬ সকাল ৭:৩৬

helpless boy বলেছেন: ছোটো বেলার দিনগুলো অনেক মজার ছিল

২১ শে জুন, ২০১৬ রাত ১০:৫০

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! হারিয়েই খুঁজি ফিরি সেই হারানো দিনগুলো!!

২| ১৬ ই জুন, ২০১৬ সকাল ১০:২৮

অংকুর জেসফি বলেছেন: আসলেই দারুণ ছিল দিনগুলি

২১ শে জুন, ২০১৬ রাত ১০:৫২

চাটগাইয়া জাবেদ বলেছেন: জীবনের খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ দিন ছিল সেদিন গুলো! আজ হারিয়েই বুঝি :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.