নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
চট্টগ্রাম নগরীতে আগামীকাল থেকে এসি বাস সার্ভিস চালু হচ্ছে
নগর পরিবহন ব্যবস্থায় স্বস্তি আনতে এবার চালু হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস। একটি বেসরাকারি কোম্পানি নগরীর যাত্রী পরিবহনে শীতাতপ নিয়ন্ত্রিত এই এসি বাস চালুর উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে নিটল টাটার ২০টি বাস দিয়ে আগামীকাল (শনিবার) থেকে যাত্রা শুরু হবে এসি বাস সার্ভিসের।
৩৫ সীটের প্রতিটি বাসে সিটের অতিরিক্ত যাত্রী নেয়া হবে না। বাসের যাতায়াত রুট হবে কাপ্তাই রাস্তার মাথা থেকে সি-বিচ। মাঝখানে স্টপেজ থাকবে আটটি। স্টপেজ সমূহ হচ্ছে, বহদ্দারহাট, জিইসি মোড়, লালখান বাজার, দেওয়ানহাট, আগ্রাবাদ, কাস্টম হাউস মোড়, ইপিজেড ও বিমান বন্দর। প্রতি তিন কিলোমিটারে ভাড়া হবে ২০ টাকা। তবে কাপ্তাই রাস্তার মাথা থেকে সি-বিচ পর্যন্ত সরসরি ভাড়া ৮০ টাকা।
আশা রাখি কর্মজীবী যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এ ধরণের উদ্যোগ সহায়ক হবে। এ উদ্যোগের সফলতা কামনা করছি, উদ্যোগ দীর্ঘজীবী হোক...
©somewhere in net ltd.