নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

এ বালতি অব আফসোস ফর দেম হু রিড অনলাইন নিউজ!

২৫ শে জুন, ২০১৬ রাত ১০:১৬

কথায় আছে, “সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক” আর আমাদের বাংলাদেশের সে জাতির বিবেক এর আজকের বিভিন্ন পত্রিকার সুপার ডুপার হিট নিউজের শিরোনাম গুলো হচ্ছে...

#স্ত্রী হত্যার ছক নিজেই কেটেছিলেন এসপি বাবুল আক্তার! -বাংলাদেশ প্রতিদিন

#রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসপি বাবুলের চাঞ্চল্যকর তথ্য! 'স্ত্রী হত্যায় জড়িত তিনি। -বাংলানিউজ২৪ডটকম

#পারিবারিক কলহের জের ধরে নিজে পরিকল্পনা করে স্ত্রীকে হত্যা করিয়েছেন, বাবুল আক্তার গ্রেপ্তার। -স্বাধীনবাংলা

#স্ত্রী হত্যার নির্দেশদাতা এসপি বাবুল নিজেই! রিমান্ডে এসপি বাবুল। -নতুন সময়

#এসপি বাবুল আক্তার পুলিশ হেফাজতে স্ত্রী হত্যার ছক নিজেই কেটেছিলেন। -ইউটুব
(অলরেডি ইউটুব নাটকও বানাই ফেলাইছে :| )

ঘটনা সত্য বা মিথ্যা যাই হোক, জাতির সামনে তুলে ধরার আগে রিপোর্ট করার আগে যাচাই বাছাই বা সঠিকটা করার দরকার ছিল না? নাকি শুধু পত্রিকা ভরপুর লেখা ও পত্রিকা হিটের কাজেই তাদের প্রধান!

সাংবাদিকদের এসব সংবাদে আমি আবাল বনে গেলাম!!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৬ রাত ১১:১৬

অশ্রুকারিগর বলেছেন: আপনি যে শিরোনাম দিলেন এ বালতি অব আফসোস ফর দেম হু রিড অনলাইন নিউজ!

এখন বলেন, বাংলাদেশের জনগন কোন নিউজটা পরবে বা বিশ্বাস করবে ? অমুকরেডিও, তমুকরেডিওর কথা বলতেছিনা যেখানে প্রথমসারির নিউজ পোর্টাল বিডিনিউজ, বাংলানিউজ, বাংলাদেশ প্রতিদিনকে বিশ্বাস করা যায় না ? বিটিভির নিউজ ??

অনেকে দেখলাম ভাব নিচ্ছেন জনগন একটা নিউজ বিশ্বাস করায় ( ভিত্তি আবার একই পোর্টালের পরবর্তী নিউজ, তো আগেরটা বিশ্বাস না করলে পরেরটা কেন করবে ?)

২| ২৫ শে জুন, ২০১৬ রাত ১১:৪৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: এইসব ফোরটুয়েন্টিটি(পড়ুন ২৪) অনলাইন নিউজপেপার গুলি একদমই পড়ি না।ওনলি প্রোলো & বিবিসি।এরা কোনদিন উল্টাপাল্টা নিউজ ছাপলে ফেসে যাব মাইরি!

৩| ২৬ শে জুন, ২০১৬ রাত ১:২৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, খারান ভাই, আগে একটু হেসেনি। :D

তারপর বলি,
এইসব বা*মার্কা অনলাইন নিউজ গুলা পড়া ছেড়ে দিছি অনেক আগেই। এরা মাঝে মাঝে এমন ও নিউজ দে, যা আদৌ কোন ভিত্তি নেই।। X(

৪| ২৬ শে জুন, ২০১৬ রাত ২:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই সামুতে এক ব্লগারের একটা পোস্টের শিরোনাম মনে পড়ে গেল - "আমি বেশ্যা দেখিনি, সাংবাদিক দেখেছি"

৫| ২৬ শে জুন, ২০১৬ রাত ২:২৫

বন্যলোচন বলেছেন: ধুউর, পাব্লিক এখন চিন্তা করে কিছু করে না, তাঁদেরকে সংবাদ যেইটা মুখে তুইলা খাওয়ান হবে সেইটাই সত্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.