নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর
আল্লাহ্ আকবর, আল্লাহ্ আকবর।
খোদার তরফ থেকে এলো বড়ই খুশ খবর
আল্লাহ্ আকবর, আল্লাহ্ আকবর।
আল্লাহ্ পাকের দেখ বড়ই মেহেরবানী
তারেই শ্রেষ্ঠ বানী পবিত্র কোরানখানি,
পাঠাইছিলেন কদর রাতে নবীজীর(সঃ) উপর
আল্লাহ্ আকবর, আল্লাহ্ আকবর।
বলেছেন কোরআনে সূরা কদরে
প্রতিটি আমল দিবেন সত্তরটি করে,
আমল যদি কর বান্দা ভয় নাই পরকাল
আল্লাহু আকবর, আল্লাহু আকবর।
এই রাতে বেশী করে নামাজ-কোরআন পড়
সালাম-দরুদ পড় নবীজীর(সঃ) উপর,
নবীর(সঃ) সুপারিশে পাবে জান্নাতের খবর
আল্লাহ্ আকবর, আল্লাহ্ আকবর।
হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদর আজ। মহিমান্বিত এই রজনীতে মহান আল্লাহ্তায়ালা পবিত্র কোরআন অবতীর্ণ করেন। হেরা গুহায় ধ্যানরত রাসূলে পাক (সাঃ)-এর কাছে প্রথম পৌঁছান মুক্তির বাণী 'ইক্রা বিস্মি রাব্বিকাল্লাজি খালাক'।
হে আল্লাহ্ আমাদের জীবনের গুনাহ ও পবিত্র রমজান মাসের ইবাদত কবুল করুন। এবং আল্লাহ্ তুমি আমাদের দেশকে সব জান্ত শত্রু থেকে রক্ষা কর! আমীন।
০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: ধন্যবাদ, পড়েছিলাম
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
রিহাব বলেছেন: লাইলাতুল কদর সম্পর্কে বিস্তারিত এখানে পাবেন।