নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ে এলাম। শুরুতেই সামহ্যোইয়ার ইন ব্লগ পরিবারের মধ্যপ্রাচ্যসহ সকল প্রবাসী ভাই-বোন ব্লগারদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা.. ঈদ মোবারক
প্রবাসের ঈদ আনন্দহীন, পরিবার পরিজন ছেড়ে ঈদ যদিও কষ্টের তারপর হাসিমুখে ঈদ পালন করতে হয় রিতিমত প্রত্যেক বছরই! আসলে দেশের আত্মীয়স্বজনেরা অনেক সময় জানতে চায় তোদের ঈদ কেমন কাটে? তোরা কি চাঁদরাতে বা তার আরো আগে থেকে ঈদের বাজার করতে মার্কেটে যাস? ঈদের দিন নতুন জামা পড়ে ঘুরে বেড়াস ? একে অন্যের কাছে গিয়ে ফিরনি সেমাই খাস ? এইসব বিষয়ে জানার আগ্রহ থাকে দেশের অনেক আত্মীয়স্বজন এর মধ্যে। তাই স্বাভাবিক আমরা প্রবাসীদের বেশিরভাগ মানুষের ঈদ কেমন কাটে তার সামান্য ইঙ্গিত দেয়ার চেষ্টা করছি আমার জানাজ্ঞান থেকে।
এখানে ঈদটা একেক জনের কাছে একেক রকম। অল্প কিছু মানুষের কাছে এখানে ঈদ আনন্দের হলেও অধিকাংশ প্রবাসীর কাছে ঈদ মানেই কান্না। সারা বছরের জমিয়ে রাখা কান্নার বাঁধভাঙ্গা স্রোত যেন ঈদের দিন আর কোনো বাঁধা মানতে চায় না। দু চোখ বেয়ে ঝরে পড়ে বিরহের অশ্রু। বুকে চেপে বসে কষ্টের হিমালয়। কান্নার গতি যেন থামতেই চায় না। জোর করে থামাতে চাইলে গলায় কিছু একটা এসে আঁটকে থাকে। খানা খেতে বসলে চোখের পানি ঝরে পাড়ে ভাতের উপর। হায়রে কপাল, আমি আজ কোথায়?কোথায় আমার বাবা মা? তারা কি নতুন জামা কাপড় কিনেছে? ফিরনি সেমাই রান্না করেছে তো? আমার কথা কি তারা স্মরণ করছে? আমার অনুপস্থিতি তাদের কাছেও কি কষ্টের? এইসব ভাবতে ভাবতে ভেজা চোখেই ঈদের দিনটা শেষ হয়। পর দিন কারো ছুটি আছে আর কারো নাই। আবার শুরু হল হাড়ভাঙ্গা পরিশ্রম। উদ্দেশ্য আমার কষ্ট হলেও আমার আত্মীয়স্বজন যেন একটু সুখ পায়। বাবাকে যেন আর কষ্ট করতে না হয়। কয়েক বছর পরে বাড়িতে এসে যেন সবাইকে নিয়ে একটু সুখে থাকতে পারি। তাই আমার জীবনের কয়েকটা বছর আত্মীয়স্বজনদের জন্য যেন উৎসর্গ করে দিলাম। নিজের সুখ ত্যাগ করলাম স্বজনদের সুখের জন্য। এটাই প্রবাস। এটাই নিয়তি।
ঈদের আগের দিনগুলোতে এখানে বাজার সদায় করার কোনো রকমের ধুম পড়ে না। এখানে এদেশের মানুষের কাছেই শুধু ঈদ আসে। আমাদের কাছে আসে না। আমাদের কাছে স্বাভাবিকভাবে একপ্রকার নিজের অজান্তেই ঈদের তারিখটা শুধু আসে। যারা দোকানে কাজ করে তাদের জন্য এই রাতে কিছুটা বাড়তি সময় দোকানে থাকতে হয়, আর সকালে ঈদের জামাতে নামাজ পড়তে হয়, এই ছাড়া অন্য কোনোভাবেই ঈদের লক্ষণ তাদের কাছে প্রকাশ পায় না।
আবারো, ঈদ উল ফিতরের অনেক অনেক প্রিতি ও শুভেচ্ছা রইল, আনন্দে কাটুক সকলের ঈদ "ঈদ মোবারক"
০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০২
চাটগাইয়া জাবেদ বলেছেন: ধন্যবাদ, আপনাকেও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
আপনিও ভালো ও সুস্থ্য থাকুন।
২| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৮
কলাবাগান১ বলেছেন: নিরবাসের সাথে ফারাজ এর ছবির কেন রিমুভ করলেন। নাকি ফেইক ছবি দিয়ে জল ঘোলা ...।
০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০১
চাটগাইয়া জাবেদ বলেছেন: ভালো কথা মনে করলেন, আমিও পোস্ট টা খুজতেছিলাম। কিন্তু পাচ্ছি না। হয়তো সামু কৃতপক্ষ পোস্ট রিমুভ করে দিয়েছে হয়তো!!! আমি এখন এসেই দেখি পোস্ট টা নাই। দেখি কোন নোটিশ আসছে কিনা। তারপর আপনাকে জানাবো, কে রিমুভ করেছে!
০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১১
চাটগাইয়া জাবেদ বলেছেন:
দেখুন, কে ডিলেট করেছে। আর ছবিটা ফেসবুক থেকেই নেওয়া হয়েছিলো। তাছাড়া ছবিটা আমার জানামতে কোন প্রকার এডিট নাই!! তবুও তারা ডিলেট করে দিয়েছে!!
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৩
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
ভাল থাকনে এই শুভকামনা।