নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
সময়টা ২০০৮ সালের ৮ আগস্ট, রোজ শুক্রবার ছিল। ঠিক আজকের এই দিনে আমার পরিবার থেকে মা-বাবার বড় আদরের সন্তান- ভালোবাসার হাত পরশ থেকে ও ঘরের একটি রুম খালি করে অস্থায়ীভাবে বিদায় নেন একটি সন্তান!(কেউ আবার ভাববেন না যে মারা গেছে!)
হ্যাঁ, সেই দিন অনেক অনেক কান্নার শব্দ হয়েছে আমার পরিবারে তা আমি নিজ চোখে দেখেছি! আমি নিজেও কেঁদেছি! এমনকি আমি কয়েকবার অজ্ঞানও হয়ে গেছিলাম! কারণ একটাই, গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, মায়া মাখা বড় বোন, আদরের ছোট ভাই-বোনকে ও বহু আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবাইকে এমনকি নিজের জন্মস্থান চট্টগ্রাম ও জন্মভূমি বাংলাদেশকেও ত্যাগ করেই সুদূর প্রবাসে পাড়ি জমান!
সে কারণেই, আজ ৮ আগস্ট আমার পরিবারের জন্য শোকের দিনেই বটেই। আর জাতি ৮ আগস্টকে স্মরণ না করলেও কিছুক্ষণ আগে মোবাইল ফোনে আলাপের মাধ্যমে আমার পরিবার ঠিকেই কান্নার সাথে স্মরণ করেছে তাদের সন্তানকে! দেখতে দেখতে কিভাবে যে ৮টা বছর পার হয়ে গেলো নিজেও জানি না!
অবশ্যই, স্মরণের সাথে সাথে হয়তো আজকের এই দিনে আমার পরিবারের সদস্যরা মিস করছে একটি সন্তানকে! কিন্তু সেই সন্তানটা মিস করছে পরিবারসহ পুরো দেশকে!
সব সময় ভালো থেকো প্রিয় মা-বাবা ও পরিবার। ভালো থেকো প্রিয় শহর চট্টগ্রাম, ভালো থেকো প্রিয় দেশ বাংলাদেশ!
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এর মধ্যে ছুটিতে যাননি?