নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

একটি জরুরী সতর্কতামূলক পোস্ট!!

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ২:১১

চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার এর ডিএপি-১ এর এ্যামোনিয়া ট্যাংক লিকেজ হয়েছে। আশেপাশে এলাকা থেকে লোকজনকে সরে যেতে মাইকিং করা হচ্ছে। চট্টগ্রামের আনোয়ারার সারখানায় বিস্ফোরনের কারনে সৃষ্ট লিকেজে এই মুহুর্তে চট্টগ্রামের বাতাসে তীব্র অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে। অন্তত চট্টগ্রামের পতেঙ্গা হতে শুরু করে আনোয়ারা, হালিশহর, দামপাড়া পর্যন্ত এই গ্যাস ছড়িয়ে গেছে। বাতাস খুব ভারী হয়ে আছে আর তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত গ্যাস লিকেজ নিয়ন্ত্রনে আনতে পারার কোন ঘটনা শোনা যায়নি।

বিষাক্ত আমোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে আশেপাশে । দরজা জানালা বন্ধ রেখে নিরাপদে থাকুন। যারা চট্রগ্রামের আনোয়ারার বদপুরা, ১৫ নং ঘাট, পতেংগা, নেভাল এদিকে আছেন উনারা সরে যান।

নাকে বা দেহে প্রবেশ না করলে সমস্যা হবেনা৷ ফ্লোরে শুতে হবে, জানালা বন্ধ করে৷ এমোনিয়া উদ্বায়ী গ্যাস৷
কমপক্ষে ১০০ এর উপর লোক ইতিমধ্যে অসুস্থ হয়েছে, সাবধানে থাকুন. যাদের বেশি সমস্যা হচ্ছে তারা ভেজা কাপড় দিয়ে শ্বাস নিন। খুব খারাপ লাগলে ভিনেগার অথবা কলা খান। বার বার পানির ঝাপটা দিন।

আল্লাহ সবাইকে রক্ষা করুন। আমিন

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:



এখন কি অবস্হা?

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: দুঃখিত! সময় মত উত্তর দিতে পারিনি বলে! আসলে এখনও মানুষ অসুস্থ হয়ে আছে। তবে বাকি সব স্বাভাবিক হয়ে গেছে।

২| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৩

রানা আমান বলেছেন: টিভিতে দেখলুম চিটাগাং এর সিভিল সার্জন বলছেন দরজা জানালা বন্ধ না রেখে খুলে দিতে , যাতে এটি পাতলা হয়ে বাতাসের সাথে মিশে যায় , নাকে মুখে বার বার পানির ঝাপটা দিতে ।

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: আসলে সময় ও অবস্থা বুঝে দুইটায় করা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.