নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সব পাসপোর্টের আবেদনকারী বিচারপতির পরিবারের মানুষ নন!

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৬

খবরঃ এক বিচারপতির স্ত্রীর কাছে তাঁদের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ দাবি করায় পুলিশের এক এএসআইকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বাহ, একেই বলে ‘পড়বি তো পড় একেবারে মালির ঘাড়ে’! তা বিচারপতির স্ত্রীর বেলায় বিচার, আর আমরা কোটি কোটি সাধারন নাগরিকের বেলায় কেন কিছু হয়না!

সাধারন পাসপোর্ট প্রার্থী সকল নাগরিকের কাছ থেকে ভেরিফিকেশনের সময় টাকা দাবি করে। না দিলে রিপোর্ট খারাপ দিবে বলে হুমকি দেয়। হয়তো জানত না তিনি উচ্চ আদালতের এক বিচারপতির স্ত্রী বলেই এএসআই এর মতো লোককে ধরা সম্ভব হয়েছে। না হলে এমন কেউ নেই যে, টাকা না দিয়ে পার পেয়েছে! পেয়েছেন কি কেউ? আমি পায়নি তাদের ঘুষ দিতেই হয়েছে!

বাংলাদেশের সাধারন নাগরিক পাসপোর্ট করতে গিয়ে ভেরিফিকেশনের সময় পুলিশের ঘুষ বাণিজ্যের শিকার হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া বিরল! কখনো কখনো তো এটা রীতিমত চাঁদাবাজির পর্যায়ে পৌঁছায়। কিন্তু দুঃখের বিষয় এদেশের সব পাসপোর্টের আবেদনকারী বিচারপতির পরিবারের মানুষ নন। তাই কোনো ঘুষখোর পুলিশ অফিসার কখনো গ্রেফতারও হয় না!

এবার একটু ভাবুন তো, উনাদের মত লোকদের কাছে যদি পুলিশ ঘুষ চায়, তাহলে আমরা সাধারন মানুষের কাছে ওরা কি চায় ?

হাইকোর্টের কাছে প্রশ্ন রাখছি, আমাদের কাছে ঘুষ চাইলে কি এভাবে সহজে অভিযোগ উত্থাপন ও অভিযোগ আমলে নেয়া হবে? এরকম আমরা সাধারন মানুষের ক্ষেত্রে হবে কি? কাগজ- কলমে নয়, বাস্তবের কথা বলছি... এখানেই আমরা সাধারন জনগন অসহায়!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৬

বিজন রয় বলেছেন: আহারে, আমি যদি বিচারক হতাম!!

খবরটি দেখেছি।

২| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৫

আশাবাদী অধম বলেছেন: পুলিশ ঘুষ চায় না, কি জানি খরচ আছে ওনাদের, সেই পয়সাটাই চায়। ভেরিফিকেশনের শুরুতেই এরা ভয় পাইয়ে দেয়, অতপর খরচ-পাতি.........

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন ফাটাকেষ্টই এই ভেরিফিকেশন বাণিজ্য বন্ধ করতে পারছে না...

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৯

রায়হানুল এফ রাজ বলেছেন: উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৭

করুণাধারা বলেছেন: ঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.