নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

প্রবারণা পুর্নিমা বা ফানুশ উড়ানোর দিনে...

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৬

ছোট্টবেলায় অনেক দিন আগে থেকেই খবরা-খবর রাখতাম, কোন দিন ফানুশ উড়াবে(প্রবারণা পুর্নিমার দিন)। আর ফানুশ যেদিন উড়াবে সেদিন সন্ধ্যে বেলায় বন্ধুদের নিয়ে রাস্তায় দাড়িঁয়ে দাড়িঁয়ে তা দেখা আর গুনতাম, হঠাৎ আশেপাশে পড়লে তো কথায় নেই, নেওয়ার জন্য সবাই মিলে ভো-দৌঁড়।

আর তখন প্রতিবছর ফানুশ উড়ানোর দিন আমাদের ঘরে আমার মা চাউল ভাজা, শুকনো শিমের বিচিসহ বিভিন্ন রকমের বিচি ভাজতো, তা নারিকেল দিয়ে খেতাম। প্যান্টের পকেটে নিয়ে হাটতে হাটতে খেতাম :D

তখন ছোটদের মাঝে আমাদের এলাকায় একটা প্রচলন ছিল যে, ফানুশ উড়ানোর দিন, চুরি করা যায় ;) এই যেমন ধরুন, আমরা করেছি, কারো গাছের পেয়ারা, নারিকেল, পেপে, ডাব ইত্যাদি! আর যেখান থেকে চুরি করতাম সেখানেই খেতাম :D

মাঝে বড় হওয়ার সাথে সাথে কিছুটা হারিয়ে যায় দিনগুলো, তার উপর প্রবাসী হলাম, ব্যস চিরতরেই সব হারিয়ে ফেলি!

আর এখন ফেবুতে এসে জানতে পারি আজ নাকি প্রবারণা পুর্নিমা দিনন, আর সারা বাংলায় আকাশে ফানুশও উড়েছে কিন্তু প্রবাসী হওয়ার দেখার সুযোগ আর ইচ্ছা কোনটায় এখন আগের মতো নেই এবং হয়ও না :/

কত সুন্দর, মজার দিন ছিল, সে হারানো দিনগুলী :(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.