নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
পতাকায় নামাজ পড়া নাজায়েজ, তা পতাকার অবমাননা। কিন্তু, রমনীর পশ্চাদ্দেশ ঢাকা জায়েজ, কুকুরকে পতাকাবৃত করা জায়েজ। পতাকার সম্মান বাড়ে!!
ছবি কার্টিস: জি এম ইকবাল
২| ২৬ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:১৬
মানবী বলেছেন: পতাকার উপর নামায পড়লে পতাকার অবমাননা হয় এমন ভাবনা নিতান্তই নির্বুদ্ধিতা! একথা যারা বলে তাদের না হছে পতাকার প্রতি সন্মান না আছে দেশপ্রেম।
উন্নত বিশ্বে পতাকার ছবি ব্যবহার করে বানানো হয়না এমন কোন পণ্য নেই। এমনকি আন্ডার গার্মেন্ট, জুতা, স্যান্ডেল সব কিছুতেই পতাকার প্রিন্ট ব্যবহৃত হয়ে থাকে। সেখানে পতাকা জায়নামাজ বানিয়ে নামাজ পড়া হলে প্রকান্তরে পতাকার সন্মান করাহি হয়ে থাকে।
আর ঠিক একই কারনে পোস্টে ব্যবহৃত ছবির মাঝেও কোন দোষের কিছু নেই। নিতান্ত সমালোচনা করলে বলা যায় ফ্যাশন ডিজাইনারের রুচিবোধ ভালো না হওয়ায় পতাকার ছবি ব্যবহার করে সুন্দর একটি শাড়ি উপস্থাপনে ব্যর্থ হয়েছে।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৪
কলাবাগান১ বলেছেন: আপনাকে দেখি খুজে ফিরে কোথায় মুক্তিযুদ্ধ, পতাকা কে প্রশ্নবিদ্ধ করা যায় তেমন ছবি নিয়ে আসেন কিন্তু এটা বুঝি যে আপনার উদ্দেশ্য পতাকার সন্মান না...লক্ষ কোটি লোক পতাকার সন্মান দিচ্ছে, তার মাঝে একজন দুজনের অসাবধানবশত ব্যবহার কে হাইলাইট করার কারন না বুঝার কথা না।
কাল পোস্ট নিয়ে আসুন মুক্তিযোদ্ধার ছেলে রিকশা চালাচ্ছে....
৪| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫১
সাদা মনের মানুষ বলেছেন: আমি মনে করিনা পতাকা নির্মিত কোন পোষাক পড়লে সেটা পটাকার অবমাননা, আমেরিকানরা ওদের জুতায়ও পতাকা অংকন করে।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:০২
মূল-উপদল বলেছেন: শুধু শুধু সমালোচনা করে কি লাভ! পতাকার উপর নামাজ পড়লে পতাকার অসম্মান হয়, এটা চুলকানিবাদীদের চুলকানি, ওরা না মানে ইসলাম, না আছে ওদের দেশপ্রেম, ওরা শুধু উপ্রে উপ্রে প্রগতিবাদী। তয় আপ্নেও কম যান না।
৬| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৯
রক্তিম দিগন্ত বলেছেন:
পতাকার রঙের পোশাকে দোষের কিছু নেই। নামাজ পড়ায়ও বাঁধা নেই। যদিও পতাকায় পা লাগানো নিষিদ্ধ। মাটিতে ফেলে রাখা নিষিদ্ধ। যদি অন্য কোন মাধ্যম না থাকে, তাহলে পতাকায় নামাজ পড়া যায়।
ফ্যাশন হিসেবে পতাকা ব্যবহার করা যাবে না। তবে দেশের পরিচায়ক হিসেবে পতাকার পোশাক পড়াটা দোষের না। সবদেশেই এমনটা প্রচলিত আছে। আমেরিকায় তো আন্ডারগার্মেন্টসও আছে পতাকার।
ছবিতে উপস্থাপনটা ভাল হয়নি - কিন্তু লাল বৃত্তের অংশটা শাড়ির আঁচলই মনে হয়। কাপড় মাথায় রাখলেই সেটা উপরে চলে আসবে।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪২
নির্ঝরের_স্বপ্ন বলেছেন: পতাকার স্মমান ক্যাম্নে করতে হয়, তা এই চেতনাবাজের কাছ থেকে শিখুন
পতাকার স্মমান ক্যাম্নে করতে হয়, তা এই চেতনাবাজের কাছ থেকে শিখুন
৮| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৩
সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: যিনি ডিজাইন করেছেন তাকে ধন্যবাদ দিতেই হয়। কারণ তিনি চেয়েছেন সমালোচনা হউক। আর সেটাই হয়েছে। কারণ এটা দেখে ধর্মকামীরা (?) সমালোচনার কিছু একটা পেয়েছেন আর মুত্রমনারা এর ডিফেন্স করার জন্য নানা রকম উদ্ভুদ যুক্তি ধার করাচ্ছেন।
আসল কথায় আসি-
পতাকা আমার
দেশ আমার
আমি আমার পতাকে যেখানে ভালো মনে করি(পতাকার মর্যাদা ও সম্মান রক্ষা করে) সেখানেই ব্যবহার করব। সেটা জায়নামাজ হউক আর শাড়ি হউক। তাতে ধর্মমনা আর মুত্রমনাদের এত চুলকানি কিসের?
চুলকানির আগে বলেন, দেশে প্রচলিত আইনের কত ধারায় কত বিধানে তা আইন বর্হিভূত।
যদি বলতে না পারেন তাহলে চুলকানি বন্ধ করেন।
চুলকানি বন্ধ করতে না পারলে বলেন মলমের ব্যবস্থা করে দেই।
৯| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৩
নির্ঝরের_স্বপ্ন বলেছেন:
১০| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৫
নির্ঝরের_স্বপ্ন বলেছেন:
সোনার ছেলেরা তাদের মাগনা পাওয়া স্বাধীনতাকে ব্যবহার করে পতাকার প্রতি সম্মান দেখিয়ে
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:১৯
অঞ্জন ঝনঝন বলেছেন: এত চুলকানীর কি আছে! পতাকার রং এ পোষাক বানাইছে। খালি পশ্চাৎদেশই চোখে পড়ল ক্যন আপনার