নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

নভেম্বর রেইন- গরীব ও চাষীদের জন্য হয়ে গেলো জীবনের পেইন!

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৪৬

"আল্লাই চোগে দেহাইয়ি, কিন্তু দইরতু ন দে"!(আল্লাহ্‌ চোখে দেখালো কিন্তু ছুঁতে দিল না!) চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আমার বাবার কথা!

কিছুক্ষণ পুর্বে আব্বার সাথে কথা বলে জানতে পারলাম বাম্পারফলন হওয়া ধানক্ষেত টানা দুইদিনের বৃষ্টিতে পানির নিচে তলে গেলো সব ধান!

আব্বা বলল, এত লোকজন দিয়ে ও এত টাকা পয়সা খরচ করে চাষ করলাম, ফলনও হয়েছে মোটামুটি ভালো, কিন্তু ধান কেটে বাড়িতে আনার আগেই সব শেষ! আর কয়েকটা সপ্তাহ পর বৃষ্টিটা হত কিংবা একদিন বৃষ্টি হয়ে থেমে যেত তাহলে এত ক্ষতি হত না।

শুধু আমার আব্বার গুলো না, এভাবে সবার গুলোই মাটিতে বৃষ্টির পানির সাথে মিশে গেছে!

আল্লাহ্‌র গজবি বৃষ্টি! এ বৃষ্টি অনেকের জন্য আনন্দদায়ক হলেও গরিবের জন্য গজব! তাই কিনা নয়?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:১৮

ডঃ এম এ আলী বলেছেন: এত সাধের কামনার,, বাসনার , কবিতায় সাহিত্যে গল্পে বৃস্টিকে নিয়ে যে কত সুন্দর সুন্দর গান আর ভাল লাগা তাকে কিনা বলছেন গজব , বলতেই পারেন যার উপর দিয়া যায় সেই বুঝে । তবে একে অাল্লার গজব হিসাবে মেনে নেয়ার জন্য কোন জায়গায় , কোন তারিখে কখন, কত ইঞ্চি বৃস্টিপাত হয়েছে দুই দিনে এই অাশ্বিনে জানান দিলে খুশী হব । আবহাওয়া অধিদপ্তরকে ধরা যাবে ঠেসে , কেন তারা এত বড় ধরনের বৃষ্টপাতের ফোরকাস্ট করতে ব্যর্থ হলো, নস্ট হলো গরীব চাষীর কস্টের ফসল , দু:খে ভারাক্রান্ত হলো সামুর পাতা , আমরা অগনিত পাঠক হলাম মর্মাহত , এর বিহিত জরুরীভাবে হওয়া দরকার !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.