নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

শিক্ষকের বেতের বারি অনেক মহৎ...

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২০

শ্রদ্ধেয়/শ্রদ্ধেয়া শিক্ষকরা, আজো ভুলি নাই, আপনার/আপনাদের নরম হাতের পরম গরম বেতের বারি গুলো, যে বেতের বারি সে সময় আঘাত করেছিল শরীরে, আজ অদবি আঘাত করে মনে!

আমার ছোটকালের শিক্ষকদের কথা আজ মনে আছে, পড়াশোনা না করলে, দুষ্টুমি করলে রাগে কাঁপতেন অনেক শিক্ষক। তখন হয়তো আমাদের বাংলাদেশে ভালো কোন সুশীল সমাজে জন্ম হয়নি। হলেও গ্রামের বাহিরেই তাহাদের বসবাস। রেগে গেলে তাই শিক্ষকেরা পেটাতে পারতেন আমাদের। বেত দিয়ে পেটানোর সময় অনেক স্যার গর্জে উঠতেন এবং বলতেন: "মানুষ হবি না তোরা, মানুষ হবি না!"

তখন শিক্ষকদের মার খেয়ে শরীরে আঘাত লাগতো একটু। মাঝেমধ্যে একটু রাগ হতো। এত মারার কারণও বুঝতে পারতাম না! অবশ্যই আমাকে অতো বেশি মার খেতেও হয়নি, আমার চাচাতো ভাই অনেক বেশি মার খেত, একবার তো সসে আমাদের এক প্রাইভেট শিক্ষকের মাইরের জবাবও সাথে সাথে দিয়ে দিয়েছিল কলার ধরে -_-

এতোটা বছর পর এখন মনে হচ্ছে, আমাদের সবাইকে আরও ভালো করে পেটানো উচিত ছিল তখন! আরও গর্জে উঠে বলা উচিত ছিল: "মানুষ হবি না?"

শিক্ষকের বেতের বারি অনেক মহৎ(তবে অমানবিকভাবে পিটানো কখনো সমর্থন যোগ্য না!)

শিক্ষক দিবসে একটাই প্রার্থনা, সুস্থ থাকুক, ভাল থাকুক, পৃথিবীর সকল শিক্ষকরা...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যিই এতোটা বছর পর এখন মনে হচ্ছে, আমাদের সবাইকে আরও ভালো করে পেটানো উচিত ছিল তখন! আরও গর্জে উঠে বলা উচিত ছিল: "মানুষ হবি না?"





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫১

প্রামানিক বলেছেন: সে সব এখন স্মৃতি হয়ে আছে।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৮

ওমেরা বলেছেন: একটু একটু পিটানো ভালই ।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৪

মানিজার বলেছেন: বেতের বারি খাওয়া ভালু ব্যাপার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.