নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার পেলে একটা লাভ, না-পেলে দুইটা লাভ!
দুইটা লাভের কথা শুনে প্রধানমন্ত্রীবিরোধীরাও আমার বিরোধী কথা বলবে। কারণ তারা খুব মানবিক।
পেলে যে লাভটা হবে সেটা হচ্ছে, আমরা বলতে পারব আমাদের প্রধানমন্ত্রী নোবেল পাইছে। আরও বলতে পারব, আমাদের দেশে দুইজন নোবেলবিজয়ী আছেন।
না-পেলে যে দুইটা লাভ, তার একটা হচ্ছে- প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ব্যাপারে একটা সিদ্ধান্তে আসবেন। এখন তিনি যে অবস্থানে আছেন সেটা বিশেষ কারণে।
রোহিঙ্গাদের তিনি রাখবেন নাকি ফিরিয়ে দেবেন! কারণ এতগুলো লোকের লালন-পালন, ভরণ-পোষণ কঠিন ব্যাপার। দুই-তিনমাস রাখা যায়, কিন্তু বছরের পর বছর তো সম্ভব নয়। তিনি নোবেল না-পেলে একটা সিদ্ধান্তে আসবেন, যেটা সর্বোপরি বাংলাদেশের জন্য চারদিক দিয়ে মঙ্গলজনক হবে।
জানি, অনেকেই আমাকে নতুন করে গালাগাল করবেন, উম্মাহ শেখাবেন। কিন্তু যে বেড়াজালে বাংলাদেশ জড়াতে যাচ্ছে সেটা চিন্তা করুন, আমাদের ভবিষ্যৎ কী হতে পারে সেটা ভাবুন।
আরে ভাই আমার ঘরে 'চেরাগ' নেই, অন্যের ঘরে কুপি জ্বালানোর আমি কে?
আর ২য় যেটা লাভ, সেটা তিনি ক্ষমতা থেকে যাওয়ার পর আমি-আপনি এমনকি বিশ্ববাসী জানতে পারবে। তাই সেটা আর বললাম না!
(আরকানুল ইসলাম[মামু])
২| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২১
চাঁদগাজী বলেছেন:
আপনি যেই নোবেল প্রাইজ নিয়ে কথা বলছেন, উহার নাম "শান্তিতে নোবেল প্রাইজ" ; নোবেল প্রাইজ বলতে, ফিজিক্স, কেমেস্ট্রি, মেডিসিন, সাহিত্য ও অর্থনীতিতে বুঝায়।
শেখ হাসিনা রিফিউজী নিয়ে "শান্তিতে নোবেল প্রাইজ" পাবেন না; কখনো রিফিউজী নিয়ে "শান্তিতে নোবেল প্রাইজ" দেয়া হলে, সেটা পাবে বাংলাদেশ, কিংবা জার্মানীর মারকেল।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৩
ঢাকার লোক বলেছেন: এখন ইন্টারনেট ঘেটে নোবেল শান্তি পুরস্কার যারা পেতে পারেন তাদের ভিতর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাম কোথাও দেখিনি, পোপ ফ্রান্সিস, মার্কেল, হোয়াইট হেলমেটস, একোয়াস ইত্যাদি চোখে পড়েছে, অবশ্য আশা করতে ক্ষতি কি ?
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২১
আবু তালেব শেখ বলেছেন: চিন্তা ডুকাইলেন মশাই