নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
এতিম তো তারাই, যাদের মা-বাবা দুনিয়াতে নাই তারা।
এখন আমিও এতিম! আমার মা আমাদের ভাই-বোনকে এতিম করে চলে গেলো না ফেরার দেশে!
ও মা তোই তো বলেছিলি ডিসেম্বরের ১২ তারিখ আমি দেশে গেলে তুই পাকা ঘরে ঘুমাবি, কিন্তু আমি না যেতেই কেন তোই মাটির ঘরে ঘুমাতে গেলি মা!
ও মা, মা রে তোই আমাকে মাফ করে দিস। আমি পারলাম না মা তোই স্বপ্ন পুরন করতে :'( আমি ব্যর্থ সন্তান রে মা! এ দুনিয়াতে আমার কোন থাকার অধিকার নাইরে মা! আমিও আসবো মা তোর পাশে ঘুমাতে!
গত সোমবার সকালে বাড়ি থেকে ফোন আসার পর যখন শুনলাম আমার মা আর নাই। তখনি আমি অজ্ঞান হয়ে যায়। তারপর কোম্পানির স্টাপরা আমাকে আবুধাবি আল নুর হাস্পাতালে নিয়ে যায়। প্রায় ৬ ঘন্টা পরপর আমার জ্ঞান আসা যাওয়া করেছিল নাকি। তা আমি জানি না। অদিকে ২৪ ঘণ্টা অপেক্ষার পর মাকে দাফনকাজ শেষ করে ফেলে! আমি মাকে শেষবারের মত দেখতে পারলাম না (হায়রে প্রবাস!)
মেডিকেলের ডাক্তার'রা আমাকে আমার মা জননীকে দেখতে দিলো না!
কেন ডাক্তার রা আমার জ্ঞান ফিরিয়ে আনলো! তারা আমার মাকে বাঁচাতে পারেনি, কেন আমাকে বাচালো! কেন আমাকেও মৃত ঘোষণা করলো না! আমিও আমার মায়ের পাশে ঘুমাতাম!
২| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫০
সুমন কর বলেছেন: দুঃখজনক ঘটনা !!
৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাই, মৃত্যু এমন সত্য না চাইলে মানতে হয়। আমরা সবাই যাব যেখানে মা গিয়েছেন। মাতম না করে তাওবা আসতাগফার করে মা'র জন্য মাগফিরাতের দোয়া করলে সকলের মঙ্গল হবে।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪০
চাঁদগাজী বলেছেন:
আপনাদের পুরো পরিবারের জন্য সমবেদনা হলো; আপনি পরিবারের সবার সাথে যোগাযোগে থাকুন; পরিবারের লোকজনদের শান্ত্বনা দেয়ার চেস্টা করুন; আপনার কষ্টের সময়ে আমরা আপনার পাশে আছি।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩২
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনাকে সান্তনা দেবার ভাষা আমার জানা নেই।মনকে শক্ত করুন।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৫০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন কিছু বলেই আপনাকে সান্তনা দেয়া যাবে না। এটা জীবনের একটা অধ্যায়। আমাদের সবাইকে মোকাবেলা করতে হবে। আপনি ভেবে দেখেন আপনি যদি আপনার মায়ের আগে মারা যেতেন তাহলে উনার কেমন কষ্ট লাগত? তাই উনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানী সাগিরা...
৭| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০১
আল ইফরান বলেছেন: আল্লাহ আপনার আম্মাকে সর্বোচ্চ জান্নাত নসীব করুন, আমীন।
আপনি এমন একজন মানুষকে হারিয়েছেন যার বিপরীতে কোন সান্তনা বাক্যই আসলে যথেস্ট না।
ধৈর্য্য রাখুন, আমাদের সবাইকে আল্লাহর কাছে হাজির হতে হবে- আজ না হয় কাল।
৮| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সমবেদনা ছাড়া আর কিছুই জানাতে পারছি না। আপনার মা'কে আল্লাহ জান্নাত নসীব করুন এবং আপনার পুরো পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন।
৯| ২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭
শহিদুল ইসলাম মৃধা বলেছেন: আল্লাহ্পাক তাকে বেহেশত্ নসীব করুন। আর আপনাকে এই শোক সইবার শক্তি দিক।
১০| ২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
ভুয়া মফিজ বলেছেন: কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব ওয়াজে বলেছিলেন, মা-বাবা বা কেউ চলে গেলে কান্নাকাটি বা দুঃখ করা ঠিক না। কারন এটা আল্লাহর সিদ্ধান্ত এবং উনি বলেই দিয়েছেন এটা সবার বেলায়ই ঘটবে। তাই এটা নিয়ে দুঃখ করা মানে আল্লাহর সিদ্ধান্ত নিয়ে দুঃখ করা। বরং উনার জন্য নামায পড়ুন, দোয়া করুন। আল্লাহ্পাক উনাকে বেহেশত্ বাসী করুন। আমিন।
১১| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ও মা তোই তো বলেছিলি ডিসেম্বরের ১২ তারিখ আমি দেশে গেলে তুই পাকা ঘরে ঘুমাবি, কিন্তু আমি না যেতেই কেন তোই মাটির ঘরে ঘুমাতে গেলি মা!
মা হারা সন্তানের কি যে কষ্ট বলে বুঝানো যাবেনা।
আপনার মাকে আল্লাহ বেহেশত দান করুক।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫০
সচেতনহ্যাপী বলেছেন: সময় হলে যেতেই হবে, প্রকৃতির নিয়মেই।।
প্রবাসীরা অর্থ উপার্জন করে অনেক মূল্যের বিনিময়ে।।