নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

মা রে বলনা টাকা পাইছিস কিনা? আমি যে তোর মিসকলের আশায় বসে আছি মা :((

০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

প্রতিমাসের ১ তারিখে সালারী পাওয়া মাত্রই মাকে বলতাম, মা সালারী পেলাম আজকে এবং কালকে পাঠিয়ে দেব।

এরপর, বাড়িতে টাকা পাঠানোর পরেই মাকে বলতাম টাকা পাঠাইছি, পাইলে মিসকল দিস!

তারপর, দু'একদিন পর টাকা পেলেই মা ফোন করে বলতো- বাপরে টাকা পাইছি!

দীর্ঘ প্রবাস জীবনের এ প্রথমবারেই মাকে বলতে পারিনি মা আজকে সালারী পাইছি, টাকা পাঠাইছি। পেলে মিসকল দিস! দেশে টাকা গেলো আজকে দুইদিন হয়ে গেলো মা আমার এখনো বলেনি, বাপরে টাকা পাইছি! :(( :(

মা রে বলনা টাকা পাইছিস কিনা? আমি যে তোর মিসকলের আশায় বসে আছি মা :((

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


এখন পরিবারে কেহ উনার শুন্যস্হানে আসবেন, আপনি সময় নেন, ভালো থাকুন।

২| ০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

সুমন কর বলেছেন: সময় দেখবেন সব জোড়া লাগিয়ে দেবে..........

৩| ০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইটা কখনো পূরণ না হওয়া শূন্যতা।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৮

খালিদ আহসান বলেছেন: ভাই ধৈয্য ধরেন। মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.