নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

বীর চট্টলা তার প্রকৃত অভিভাবক হারিয়ে ফেললো! :((

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪

বীর চট্টলা আজ এতিম! হারিয়ে ফেললো তার প্রকৃত দরদী! এমন চট্টলা দরদী আর হবে না কেউ! :(

চট্টলার একজন ঝানু রাজনীতিবিদ, মেয়র শব্দের মানেই ছিলেন তিনি। একজন প্রিয় নাগরিক অভিভাবক!


বীর চট্টলার অবিসংবাদিত নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী আর নেই!

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমীন।

ভালো থাকুন চট্টল দরদী মহিউদ্দিন চৌধুরী!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


চট্টগ্রাম বন্দর এক মাফিয়ার হাত থেকে সাময়িকভাবে বেরিয়ে এসেছে হয়তো কিছুদিনের জন্য; মহিউদ্দিন বাগদাদের চোর ছিল না, ছিল চট্গ্রাম পোর্টের মালিক; সে পোর্টকে নিজের বাড়ীর জেটি মনে করতো; সে, নোমান ও বিএনপি'আরেক ডাকাত মেয়র ছিলো, নাম ভুলে গেছি, এরা পোর্টে সারা বাংলাদেশের শিপমেন্টকে জিম্মি করে রেখেছে ৪৭ বছর।

১৯৭১ সালের ডিসেম্বরে চট্রগ্রাম মুক্ত হো্যার পর, নিউমার্কেটের পাশের মেসিনারিজ মার্কেট থেকে সবকিছু নিয়ে যায় ট্রাকে ট্রাকে; চশমাহিল, শত্রু পরিত্যক্ত বাড়ী, যা সরকারের সম্পদ, সেটা দখল করে, সেই বাড়ী থেকেই পরপারে গেছেন। বাড়ীটা সরকারের নিয়ে নেয়া উচিত।


চট্টগ্রাম কিছুদিনের জন্য মানসিক মুক্তি পাবে।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

নূর-ই-হাফসা বলেছেন: জানাজায় দেখলাম অনেক মানুষ হয়েছে । ভাবলাম ভালো মানুষ হয়তো । চাঁদগাজী ভাইয়ের মন্তব্য দেখে ধারণা পাল্টে গেল ।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


হাজার হাজার ডাকাত, ভুমিদস্যু, চাঁদাবাজ সৃষ্টি করে গেছে; জানাজায় ওরাই এসেছিল

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

নূর-ই-হাফসা বলেছেন: এটি এন নিউজ চ‍্যানেলে অনেক ক্ষন ওনাকে নিয়ে প্রতিবেদন দেখালো ।
মারা গিয়েছেন তাই কিছু না বলাই ভালো । আর তেমন কিছু ওনার সম্পর্কে জানিও না ।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


বীর চট্টলাকে এতিম না বলে, বলুন, মুক্ত হলো!

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:



চশমাহীল বাড়িটা সে কিভাবে পেলো? উহার বর্তমান দাম কতো? আপনার কয়টা চশমাহীল আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.