| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাটগাইয়া জাবেদ
প্রবাসী মন!
আমাদের অনেকে রোজা রাখি, কিন্তু নামাজ পড়িনা। এটা আমাদের অনেকের প্রধানতম সমস্যা। কিন্তু আমরা বুঝতেই পারিনা যে, ইবাদাতবিহীন রোজা কেবলই উপোস থাকার শামিল!
রমজান মাস হলো ইবাদাতের মাস। এ মাস পরবর্তী ১১ মাসের জন্য নিজেকে পরিশুদ্ধ করার মাস। এ মাসের সারমর্মই হলো 'ইবাদাত'। কিন্তু আমরা অনেকে রোজা রাখলেও, নামাজ ধারে কাছেও নাই!
২|
২৯ শে মে, ২০১৮ রাত ১২:২৭
ইব্রাহীম আই কে বলেছেন: খুব সুন্দর বিষয় নিয়ে লিখেছেন। তবে আর একটু বিস্তারিত লিখলে ভালো হত।
আগামিকাল এই বিষয়ে আমি একটা লেখা পোস্ট করব। আশা করি সেটা পরবেন।
৩|
২৯ শে মে, ২০১৮ রাত ১:২৪
অর্থনীতিবিদ বলেছেন: অনেকেই এটা করে। কিছু কিছু মানুষ আছে রোযাকে ডায়েটিং করার কৌশল হিসেবে ব্যবহার করে।
৪|
২৯ শে মে, ২০১৮ রাত ৩:৫০
ওমেরা বলেছেন: চমৎকার !
৫|
২৯ শে মে, ২০১৮ ভোর ৫:৩৩
হাসান কালবৈশাখী বলেছেন:
যে যতটুকু পারে সে ততটুকুই করবে।
এসব নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না।
৬|
২৯ শে মে, ২০১৮ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: সহমত।
৭|
২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৩৪
সাইন বোর্ড বলেছেন: অাপনার লেখার শিরোনামের সাথে একমত হতে পারলাম না কারণ রোজাও ইবাদতেরই অংশ । অার নামাজ পড়তে পারলে তো অবশ্যই ভাল কথা, কিন্তু রোজা রাখার অর্থ কি প্রকৃত ক্ষুধার্থ মানুষের ক্ষুধাটাকে অনুভব করা নয় ?
৮|
২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৫৬
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর বলেছেন।
৯|
২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৫৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: সহমত পুরোপুরি না
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৮ রাত ১২:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেকে এই ১ মাসের জন্য নামাজও পড়ে! কিন্তু ঈদের পরই হাওয়া...