নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
প্রবাস একটি জীবনের নাম! যে জীবনে প্রত্যেকটি প্রবাসী একেকটি প্রতিযোগী। যেখানে চলতে থাকে পরিবারপরিজনদের সুখে রাখার প্রতিযোগিতা। সময় চলে যায় প্রাকৃতিক নিয়মে কিন্তু শেষ হয়না সেই প্রতিযোগিতা!
কারণ ভালোবাসার টানে তারা ভুলে যায় তাদেরও একটি জীবন আছে, আছে কিছু সুন্দর মুহুর্ত!!
২| ১০ ই জুন, ২০১৮ রাত ৮:১১
আহমেদ জী এস বলেছেন: চাটগাইয়া জাবেদ ,
এরা পরিবারের জীবনটাকে স্বচ্ছলতায় ভরে দিতে বিদেশ -বিভূঁয়ে ঘাম ও রক্ত বিক্রি করে ।
ঠিকই বলেছেন , সংসারটাকে সুখে রাখার বিনিময়ে এরা নিজের জীবনের সুন্দরতাকে মুছে দেয় ।
অল্প কথা কিন্তু গভীর তাৎপর্যময় ।
৩| ১০ ই জুন, ২০১৮ রাত ৯:৪৯
রাজীব নুর বলেছেন: পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটানো অনেক বড় ব্যাপার।
এই আণন্দে প্রবাসীর কষ্ট বিলীন হয়ে যাওয়ার কথা।
৪| ১১ ই জুন, ২০১৮ রাত ১:০১
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ, কিন্তু সে আমরাই আমাদের যথাযথ সম্মান পাইনা! বিশেষ করে বাংলাদেশ এয়ারপোর্ট এ!!
৫| ১১ ই জুন, ২০১৮ রাত ১:০২
চাটগাইয়া জাবেদ বলেছেন: জ্বি ভাই! আমি নিজেও একজন প্রবাসী!!
৬| ১১ ই জুন, ২০১৮ রাত ১:০৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: জ্বি ভাই, সেই আনন্দে আমার কষ্ট গুলো বিলীন হয়ে যায়। যখন শুনি যে আমার উপার্জিত আয়ে আমার পরিবারপরিজন সুখে আছে, তখনেই দুনিয়ার সব কস্ট এই ভুলে যায়
আমি নিজেও একজন প্রবাসী!
৭| ১১ ই জুন, ২০১৮ রাত ৩:২৮
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: দেশের জন্যও করে যাচ্ছে নিদারুণ প্রতিযোগিতা!
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
চাঁদগাজী বলেছেন:
সরকারের শ্রমিক মৌমাছির দল, রেমিটেন্স আনার দল