নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

শুধু স্মৃ‌তির পাতায় অম্লান হ‌য়ে থাক‌বে শৈশ‌বের সেই দিন গু‌লো!

১১ ই জুন, ২০১৮ রাত ১২:৫৯

কোথায় হারিয়ে গেলো শৈশবের রোজা রাখার স্মৃতিগুলো, আজ আর নেই! আজ আর নেই!

কতই বোকাইনা ছিলাম ছোট বেলায়। রোজা রে‌খে লু‌কি‌য়ে লু‌কিয়ে খেতাম কেউ যে‌নো না দেখে। কোথায় গে‌লো সেই দিন গু‌লো ? ছোট বেলায় অা‌মি বাবার কা‌ছে ঘুমাতাম, রা‌তে যখন বাবা সেহ‌রি খে‌তে উঠতো বা‌তি অন করতোনা অা‌মি য‌দি উঠে যাই। সকাল বেলা মায়ের অাচল টে‌নে কাপর খু‌লে ফেলতাম অামা‌কে উঠায়‌নি কে‌নো! য‌দি কোন দিন রোজা রাখতাম তবে অামার অাপু, মা-বাবা সবাই বল‌তো, "পনা হানা হাইলি রোজা ন ভাঙ্গে"(শুক্ন খাবার খে‌লে রোজা ভা‌ঙ্গেনা =D ) ভাত খেলে ভাঙ্গে। অামাকে নিয়ে সবাই এমন করতো।

কোথায় গেলো সেই দিন গু‌লো আজ। জীব‌নের তা‌গিদে রিজিকের সন্ধানে চ‌লে এলাম ভিনদেশে কর্মস্তলে। শুধু র‌য়ে গে‌ছে স্মৃ‌তি গুলো, কতো সুন্দর ছি‌লো সেই যৌথ প‌রিবার। অাজ অার নেই, অাধু‌নিকতার সা‌থে সা‌থে পা‌ল্টে গে‌ছে সব‌ কিছু! য‌দি ফিরে পেতাম সেই দিন গু‌লো, জানি তা কখনো পা‌বো না। শুধু স্মৃ‌তির পাতায় অম্লান হ‌য়ে থাক‌বে শৈশ‌বের সেই দিন গু‌লো। যা কখনো ভুলবার নয়!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ রাত ৩:২৬

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: ছোটবেলার সেই অর্ধেক রোজা আর রাখা হয় না।

২| ১১ ই জুন, ২০১৮ সকাল ৮:৪৯

লাবণ্য ২ বলেছেন: চমৎকার রমযানের স্মৃতিচারণ।

৩| ১১ ই জুন, ২০১৮ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: শৈশব বারবার ফিরে আসে সৃতির পাতায়।

৪| ১১ ই জুন, ২০১৮ সকাল ৯:১৪

জুন বলেছেন: ইদানীং ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে ভীষন । ভালোলাগা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.