নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

জনগণের রক্তচোষা টাকায় হজ জায়েজ কি? এই হজ কবুল হবে তো?

২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

জনগণের রক্তচোষা টাকা বা কর এর টাকা(সরকারি অর্থে) দিয়ে ৪০০ সরকারি কর্মকর্তা হজে যাচ্ছেন!

যতটুকু জানি, হজ সবার জন্য নয়। ইসলামের বিধান অনুযায়ী একজন ব্যক্তির যদি উল্লেখিত সামর্থ্য থাকে তাহলে তিনি হজ পালন করতে পারবেন। এমনকি হজ করতে যাওয়ার আগে পাওনাদারদের পাওয়া অর্থ একদম পরিশোধ করেই হজে যেতে হবে। অন্যের টাকা দিয়ে হজ করা ইসলামে এই ধরণের কোন বিধান নেই!

তবে, পুত্র-পিতার, মা বা আত্মীয় পরিজনের অর্থ সাহায্য করতে পারেন। কিন্তু জনগণের অর্থে হজ পালন করাটা ইসলাম ধর্মের বিধানের মধে পড়ে না!

গতকাল নিউজে দেখেছিলাম, এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেশ একটা যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন এই ধারা অনেক বছর ধরে চলে আসছে, এটা নতুন কিছু নয়। তাছাড়া এ নিয়ে কেউ আপত্তি তো তুলছে না। তাহলে অসুবিধা কোথায়?

মাননীয় প্রতিমন্ত্রীর এমন কথায় মানুষের মনে বিভ্রান্তি তৈরি হতে পারে। একটা অনিয়ম অনেক দিন ধরে চলতে থাকলে সেটি নিয়ে কেউ আপত্তি না তুললেই সেটি বৈধ নিয়মে পরিণত হবে? তাহলে নীতি আর নৈতিকতা বলে কি কিছু থাকতে নেই? ওনার নিজের বিবেক কি বলে? আর আপত্তির কথা যদি বলতে হয়, তাহলে বলবো, প্রতিবছর এনিয়ে অনেক আপত্তি ওঠে, প্রশ্ন ওঠে। কিন্তু ওনারা পাত্তা দেন না!

হজ প্রতিটি সামর্থ্যবান মুসলমানের জন্য ফরজ। কিন্তু এভাবে জনগণের অর্থে, জনগণের অনুমতি না নিয়ে হজে গেলে, সে হজ কবুল হবে তো?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

ইনাম আহমদ বলেছেন: আপনারে তো মিয়া অস্কার দেয়া উচিত।
এই পোস্ট স্টিকি করার আবেদন জানাচ্ছি ব্লগ কর্তৃপক্ষের কাছে।

২| ২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


জাতির প্রতিনিধি হিসেবে যাচ্ছেন, পুরোজাতির হজ্ব হয়ে যাওয়ার কথা; ব্লগার নকিব সাহেব এই ব্যাপারে বলতে পারবেন।

৩| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ৮:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: না।

৪| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এদের মধ্যে অনেকেই আছেন যারা দ্বিতীয় বার বার তৃতীয়বারও যাচ্ছেন। গত সপ্তাহে এ নিয়ে একটি প্রতিবেদন পড়েছিলাম ঢাকার কোন একটি পত্রিকায়। আমি ব্যাপারটি অবশ্যই দৃষ্টিকটু এবং দূষণীয়।

৫| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪২

মোগল সম্রাট বলেছেন: মোচ ধোয়া পানি খাওয়া হারাম তাই মোচ জাগিয়ে ধরে মদ খাই হে হে হে :)

৬| ২৫ শে জুলাই, ২০১৯ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: যে দেশে শিশু উপেক্ষিত, নারী উপেক্ষিত, শিক্ষা উপেক্ষিত, আইন উপেক্ষিত, এমনকি, জনগণদ্বারা রাষ্ট্র---সরকার উপেক্ষিত, সে দেশের গন্তব্য কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.