নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

বিজিবির গুলিতে কি কখনো কোন ভারতীয় নাগরিক মারা গেছে?

১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ২:১৯

আমি আমার এই ছোট্ট জীবনে জন্মের পর থেকে এখনো পর্যন্ত ভুলেও কখনো শুনি নাই যে, "বিজিবির গুলিতে ভারতীয় কোনো নাগরিক মারা গেছে"!

কিন্তু সব সময় যেটা দেখছি বা শুনছি তা হলো, "বিএসএফ এর গুলিতে বাংলাদেশি মারা গেছে বা ধরে নিয়ে গেছে বা মেরে কাঁটা তারে ঝুলিয়ে রেখেছে"!

এখানে অনেকে বলেছেন/বলবেন, ভালো হয়েছে, যায় কেন অবৈধ পথে? কে বলে চুরি করে গরুর ব্যবসা করতে?

মানলাম অবৈধ পথে গরু আনছে, আচ্ছা বাংলাদেশীরা গরুটা কি সরাসরি ভারতের গোয়াল ঘর থেকে চুরি করে আনে?? নাকি সেখানের ভারতীয় দালালের মাধ্যমে আনে??

নিশ্চয়ই বলবেন ভারতীয় দালালের মাধ্যমে আনে। তাহলে কই কোনদিন এই তো শুনি নাই যে চোরা পথে বাংলাদেশে গরু পাচার করার কারনে বিএসএফ বা বিজিবির গুলিতে ভারতীয় নাগরিক নিহত! (?)

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিজিবি তথা বাংলাদেশীদের মন বড়, তাই প্রথমেই গুলি করে না। কিন্তু ভারতীয় বর্ডার ফোর্সের সেনাদের মন ছোট। পায়ে গুলি করার কথা থাকলেও তারা মনে হয় খুন করার তালে থাকে...

২| ১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:



বিএসএফ'এর হাতে যারা মারা পড়ে, ওরা মনে হয়, আপনার লেভেলের ভাবনাচিন্তার মানুষ।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৬

রাজীব নুর বলেছেন: কোনো দিন তো শুনি নাই, নিয়ম মেনে পাসপোর্ট ভিসা নিয়ে কেউ ভারতে গেছে আর বিজিবি গুলি করে মেরেছে।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৯

নতুন বলেছেন: যারা ঐখানে গুলি করে মানুষ মারে জেনেও যারা নিজের জীবনের পরোয়া নি করে যায় এবং গুলি খায় তাদের কি বলবেন আপনি?

বেশির ভাগই চোরাচালান করতেই যায় তাই না?

কেন যায়?

৫| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:


নিজে যা বুঝেন না, সেটা নিয়ে কিছু বলতে চান, এগুলো লেখা হয় না।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৫

বিজন রয় বলেছেন: আমি কোন দিন শুনিনাই।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৭

যাযাবর চখা বলেছেন: সে সম্ভাবনাও নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.