নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

ইতিহাস হয়ে থাকুক না রাষ্ট্রের এই কলঙ্ক!

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা দেশে আসতে চেয়েছেন। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বারবার বলেছেন আমাকে আমার জন্মভূমিতে নিয়ে যাও! তিনি তার হাতেই স্বাধীন করা বাংলাদেশে মৃত্যুবরণ করতে চেয়েছিলেন!

একজন মুক্তিযোদ্ধার স্বপ্ন ছিল; তার শেষ নিশ্বাসটা যেন তার জন্মভূমিতেই হয়! কিন্তু তা হয়নি!

তো, জীবিত থাকতে যেই মুক্তিযোদ্ধাকে দেশহীন রাখা হল, এখন দরকার নাই মরনের পর তাকে করুণা করে লাশ দেশে আনার!

ইতিহাস হয়ে থাকুক না রাষ্ট্রের এই কলঙ্ক!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

আমার গল্প বলেছেন: আজব এর দেশের বাসিন্দা আমি

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৯:২১

আহমেদ জী এস বলেছেন: চাটগাইয়া জাবেদ,



দুঃখজনক নিঃসন্দেহে যদি তার দেশে ফেরার আবেদন এর আগে প্রত্যাখ্যাত হয়ে থাকে।
দলমত নির্বিশেষে এই মূহুর্তে এটাই প্রার্থনা হওয়া উচিৎ, দেশের এই সূর্য্যসন্তান তার জন্মভূমিতে ফিরে আসুক।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তার পরিবার চাইলে ট্রাভেল ডকুমেন্টের মাধ্যমে এটা করা সম্ভব।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:০৪

জগতারন বলেছেন:
সাদেক হোসেন, খোকা;
বাংলাদেশের জনগনের কষ্টে অর্জিত
হাজার হাজার কোটি টাকা লুটকারী
এবং ২৩ বছরের কারাদন্ডপ্রাপ্ত একটা চোর।
যে কারাভগের সাস্তি ভয়ে সেচ্ছায় দেশ ত্যাগকারী মোনাফেক।
তার জন্য জাহান্নামই উপযূক্ত হওয়া উচিৎ।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৪

খাঁজা বাবা বলেছেন: মুক্তিযুদ্ধের শক্তির চেয়ে পক্ষের শক্তির চেতনা এখন শক্তিশালী

৬| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৩৫

অনল চৌধুরী বলেছেন: একজন প্রকৃত মৃক্তিযোদ্ধা কখনোই হাজার কোটি টাকা চুরি করেন না বা তার ছেলে-মেয়েকেও নিজের মতো চোর বানান না,যেটা সাদেক করেছে।এসব করার পর তার আর নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবী করার কোনো অধিকার নাই। সরকার সাদেককে দেশছাড়া করেনি। সে নিজেই কারাগারে যাওয়ার ভয়ে জামিন নিয়ে বিদেশে পালিয়েছে।সে একটা কূখ্যাত অপরাধী ও সন্ত্রাসীদের গডফাদার। এ্যামেরিকাতে বসেও সে মান্নার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলে দেয়ার টেলিফোন ষড়যন্ত্র করেছিলো,যা সারা দেশের মানুষ শুনেছে। এসব গোপন রেখে একটা অপরাধীকে মহান বানানোর প্রচেষ্টা ধিক্কারযোগ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.