নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেপান্তর মন

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed .

তেপান্তর মন

বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।

তেপান্তর মন › বিস্তারিত পোস্টঃ

আশা করি এটা দেখার পর তাদের মুখ বন্ধ হবে।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

আজ ২ দিন ধরে দেখছি সাম্প্রতিক মালালা ইসু নিয়ে পুরো ব্লগে ঝড় উঠেছে। কিছু সংখ্যক extreme দেশপ্রেমিক পারলে মালালাকে ছিঁড়ে খায়। প্রথমেই বলে নেই, মালালার জন্য আমার ব্যক্তিগতভাবে কোন দুর্বলতা নেই। কিন্তু সবাই একটা ভুল তথ্য জানবে আর তা নিয়ে একজনকে যা ইচ্ছে তাই গালাগাল করবে আর অভিশাপ দেবে এটাও কোনভাবেই মেনে নেয়া যায় না। কিছু মানুষের মূর্খতা কেন অন্য আরেকজনের ঘাড়ে গিয়ে পরবে?



আপনারা এটা নিয়ে তর্ক-বিতর্ক, গালাগালি করার আগে কি একবারও ভেবে দেখেছেন এটা আসলেই মালালারই টুইট কি না? আপনারা কীভাবে এত নিশ্চিত যে এটা মালালারই টুইট? এইরকম টুইট আমি মিনিটে আপনাদের একটা করে বানিয়ে দেখিয়ে দিতে পারি। যেমন এই টুইট টা আমার বানানো।







এখানে এরকম আর কিছু টুইট দেয়া হোল। আগেই বলে রাখি এগুলো একদমই দৈবচয়নে বাছাইকৃত মন্তব্য যার আদৌ কোন সত্যতা নেই বা কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমি নিজেই এইগুলো বানিয়েছি শুধু এটা দেখানর জন্য যে সাধারণ একটা ব্যাপার নিয়ে আপনারা শুধু সুধুই এত হইচই করছেন।





বারেক ভাই প্রতিদিনই সামু পড়েন :)







আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো হাসিনা আপা। B:-/







রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন খালেদা নানী। ;)

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

আশিকুর রহমান টিংকু বলেছেন: কি জানি কি ব্যাপার । তবে এই জিনিষ যে কেউ বানাতে পারবে । কিন্তু একটা কথা বলুন তো, অজথাই কেন একজন এইরকম কিছু বানাবেন ? যেখানে বাংলা মিডিয়া মালালাকে এত হাইলাইট করল, সেখানে তারা তাঁর বদনাম কেন করবে ?

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

তেপান্তর মন বলেছেন: করার কারণ অসংখ্য থাকতে পারে। অনেকেই স্রেফ মজা করার জন্যই বানিয়ে থাকতে পারে। কারণ এটা বানাতে অনেকেরই এক মিনিটও লাগবে না। আবার অনেকেই উদ্দেশ্যমূলক ভাবেই এই মালালা character টাকে villain বানাতে চায়। কারণ কিছুদিন আগেই একটা গোস্টির কাছে মালালা এক মস্ত বড় হিরো ও আরেকটা গ্রুপ এর কাছে villain ছিল। তারা চাইতেই পারে যেন একে পুরোপুরি villain ও পরিণত করা যায়।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

বিবর্ণ ক্যানভাস বলেছেন: এরা সবাই কি মিথ্যা রটাইতেছে???

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

তেপান্তর মন বলেছেন: আমি সত্য মিথ্যা কোন বেপারেই নিশ্চিত নই। তবে এইটুকু বলতে পারি শুধু একটা টুইট এর ছবি কিছু প্রমান করে না। এই ফালতু একটা ছবির উপর ভিত্তি করে একজনকে এত বড় দোষারোপ করা ঠিক নয়। ঘটনা সত্য হলে আরও কিছু প্রমান এমনিতেই বের হয়ে আসতো, যেমন টুইটটির ডিরেক্ট টুইটার লিঙ্ক ইত্যাদি।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

বিবর্ণ ক্যানভাস বলেছেন: এর মানে দাঁড়ালো আমি যদি আপনাকে গালি দিয়ে একটা পোস্ট দেই।। কিছুক্ষন পর আবার যদি পোস্টটি অপসারন করি, তার মানে দাঁড়াবে আমি আপনাকে কখনই গালি দেই নি, তাইতো???
ভাল বলছেন!!!!!!! /:) /:) /:) পত্রিকায় কি তাহলে মিথ্যা কথা রটে গেল??
দরকার হলে মালালার ফেবু পেজগুলা দেখেন।। ওইগুলা নিশ্চয়ই কোন পাকিস্তানি চালায়। তাদের তো আর লাভ নাই মালালার নামে মিথ্যা কথা রটানোর।। #:-S #:-S

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

তেপান্তর মন বলেছেন: জী ভাই আপনে বিশাল বুঝা বুঝে গেছেন। পত্রিকায় মিথ্যা রটবে কেন? বাংলাদেশের পত্রিকায় কি কখনও মিথ্যা রটে? ইহা তো অসম্ভব, তাইনা?

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

গোপাল ভাঁড়ের গল্প বলেছেন: হায় হায়! আমি যে ওরে ভারতে নিয়া বাসে চড়ায় দিতে চাইসিলাম, তাইলে?!

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

তেপান্তর মন বলেছেন: ভারত এখন গরম। ভারতে বাসে এখন মাইয়া দেখলে পোলারা মাথা নিচু কইরা রাখে। ঠেলার নাম বাবাজী।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

বিবর্ণ ক্যানভাস বলেছেন: ভাই ধন্যবাদ।।বুঝতে পারলাম। কিন্তু সত্য মিথ্যার দোটানা তো থাকতেছেই।।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

তেপান্তর মন বলেছেন: আমার ব্যক্তিগত মতামত হল।
" Extraordinary claims require extraordinary evidence."

তাই যতক্ষণ পর্যন্ত নিশ্চিত প্রমান না পাচ্ছেন ততক্ষণ তাকে accuse করা বন্ধ রাখুন।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭

শূন্য পথিক বলেছেন: অবস্থা টাইট! ৫০-৫০ হয়ে গেল। হতেও পারে নাও পারে!

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

তেপান্তর মন বলেছেন: হুম সেটাই

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লিখলেন

দৃষ্টি আকর্ষণ

বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত । এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।



ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।

গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।

লেখক বলেছেন: পশুদের পাশবিকতা

এম জি আর মাসুদ রানা কবি

: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়

যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।

এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
হতে হবে উপযুক্ত বিচার ।





বন্ধু অপূর্ণের আহবান

সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।

প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । '


আমি কবি মাসুদ রানা

***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন

সচেতনতা গড়ে উটুক সাহসি চেতনায়
বীর বাঙ্গালির আওয়াজ আসুক রুখে অন্যায় ।।

ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।



.

আপনার মন্তব্য লিখুন

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

তেপান্তর মন বলেছেন: প্রতিবাদ সফল হউক। রাস্তায় নামতে পারবো কিনা জানিনা কিন্তু virtually সব সময় active আছি এবং থাকব। আপনাকে ধন্যবাদ।

By the way, কবিতাটি অসাধারন ছিল। :)

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৪

বাংলার হাসান বলেছেন: আপনার কথায় যুক্তি আছে।

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

ডাইস বলেছেন: লাভ নাই। যদি একাউন্ট টা মালালার হয়ে থাকে তাইলে আমি জ্যান্ত সাক্ষী মালালার টুইট দেখসি। পাকি গুলারে বাঁচানোর এই চেষ্টার হেতু কি?

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

তেপান্তর মন বলেছেন: মালালা আমার ভাবি লাগে, তাই। X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.