![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।
খুলনার শিববাড়ি মোড় এ রাজাকারদের একদফা ফাঁসির দাবিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহনকারিদের একাংশ। গান, কবিতা, গীটার আর শ্লোগানে মুখরিত পুরো চত্বর। সব বয়সী, সব ধরনের মানুষ। সবার মুখে একি কথা। ফাঁসি, ফাঁসি ও ফাঁসি। আজ আমি অবাক হয়ে তরুণ সমাজের উদ্দীপনা দেখলাম, তাদের সাহস দেখলাম, দেশের প্রতি ভালবাসা দেখলাম। এরা কেউ ৫২ দেখেনি, ৭১ দেখেনি, ৯০ তে অনেকেই হাঁটতে শেখেনি। কিন্তু তারা যুদ্ধ বোঝে, স্বাধীনতা বোঝে। অনেকেই দেখলাম শ্লোগান দিতে দিতে গলা ভেঙ্গে আর আওয়াজ বের হচ্ছে না, তাও তার শ্লোগান বন্ধ হয় নি। এই তরুণ সমাজ যতদিন থাকবে ততদিন বাংলাদেশ সগর্বে বিশ্বের দরবারে মাথা উঁচু করেই থাকবে। কোন ষড়যন্ত্রই এই জাতীয় চেতনাকে নস্যাৎ করতে পারবে না
©somewhere in net ltd.