![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।
আমি সবসময়ই বলি যে একটা আন্দোলনের outcome অনেক। একটা প্রধান অর্জন হয়তো থাকে কিন্তু সাথে থাকে আরও ক্ষুদ্র ক্ষুদ্র অনেক অর্জন। অনেক কিছু সেখায়, অনেক ভুল শুধরে দ্যায়, অনেক নতুন সম্ভাবনার দ্বার উন্মচিত করে। প্রজন্ম চত্বরের এই আন্দোলন নিয়ে অনেক আগে থেকেই অনেকেই এমনকি আমার অনেক ঘনিষ্ঠ বন্ধুরাও বলছিল কি হবে এই আন্দোলন করে? কেন করছি এই আন্দোলন? কতদিন আর এরকম রাস্তায় পরে থাকিব ইত্যাদি ইত্যাদি।
দাবী দাওয়া কতদুর কি পূরণ হবে আমি জানিনা। কিন্তু এর বাইরেও এই আন্দোলনের অনেক অর্জন রয়েছে। তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে এই আন্দোলন বাংলাদেশের মানুষকে বিশেষত তরুণ সমাজকে রাজনীতি সচেতর করে তুলছে। একটা জাতি যদি রাজনীতি সচেতন হয় তাহলে তাদের রাজনৈতিক মারপ্যাঁচ এ ফেলে ধোঁকা দেয়া অনেক কঠিন হয়ে পরে। বাংলাদেশের মতো দেশের জন্য সবার মাঝে রাজনীতি সচেতনতা থাকা খুব জরুরী।
অনেকেই হয়তো এর আগে রাজনীতি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ছিলেন। অনেকেরই ফেসবুক profile এ এখনো হয়তো লেখা আছে "not interested in politics"। কিন্তু এই আন্দোলনের পরে তারাও রাজনৈতিক ব্যাপার গুলো ধরার চেষ্টা করছেন। কে কোন দলের, এক কোন স্বার্থে কি উদ্ধেশ্যে কাজ করছেন। কেন করছেন? তাদের মধ্যে রাজনৈতিক মিল অমিল টা ঠিক কোথায় বোঝার চেষ্টা করছে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের অতিত ও ভবিষ্যৎ জানার আগ্রহ প্রকাশ করছে, প্রধান দলগুলোর propaganda বুঝতে চেষ্টা করছে। কোন দল ভালো আর কোন দল খারাপ তা নিজের যুক্তি, বুদ্ধি, বিবেচনা দিয়ে যাচাই বাছাই করছে। যার ফলে তাদের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হচ্ছে।
যেমন আজ একজন হঠাত আমাকে জিজ্ঞেস করছে যে ভাই এই যে খালেদা জিয়া কথায় কথায় ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলতেছে এই ফ্যাসিবাদ জিনিস টা আসলে কি। খায় না মাথায় দ্যায়? ফ্যাসিবাদ সম্পর্কে আমি হালকা পাতলা জানতাম। কিন্তু আমারও তেমন to the point clear জ্ঞান ছিল না। তাই তাকে ব্যাপারটা clearly বোঝাতে গিয়ে আমারও একটু পড়াশোনা করতে হল। এই ব্যাপারটা খুব ক্ষুদ্র মনে হলেও আমার মনে হয় এইটা আমাদের তরুণ প্রজন্ম যারা কিনা এই বছরখানেক পরেই তাদের ভোটাধিকার প্রয়গ করতে যাচ্ছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারা এইবার রাজনীতি সম্পর্কে কিছুটা জ্ঞান নিয়েই এইবার ভোটকেন্দ্রে যাবে। এবং আমি আশা করব অন্ধের মতো তারা এইবার প্রতিক দেখেই ব্যালট পেপারে ছাপ মেরে দিবে না।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৭
তেপান্তর মন বলেছেন: সর্বাবস্থাতেই রাজাকারদের বিচার চাই । সহমত
২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:০৯
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: আপনার কথাগুলো কাগজের পেপারে আসা দরকার বলে মনে করি । যেন সবাই জানতে পারে । আর ভাল লেখা চাই ।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৬
তেপান্তর মন বলেছেন: ধন্যবাদ। আরও ভালো কিছু দেবার চেষ্টা সবসময়ই থাকবে।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৪৯
ঘর জামাই বলেছেন: শাহবাগীরা দেশে নৈরাজ্য সৃষ্টিকারী, শান্তিশৃংখলা বিনষ্টকারী, মন্দির লুন্ঠনকারী, ২০১৩’র গণহত্যার জন্য শাহবাগীরা ১০০% দায়ী । রাজাকারদের বিচার চাই, সেই সাথে ২০১৩ সালে দেশে গনহত্যার জন্য শাহবাগীদেরকে বিচারের আওতায় আনা হোক ।
সর্বাবস্থাতেই রাজাকারদের বিচার চাই ।