![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।
গণজাগরণের মঞ্চ বা প্রজন্ম মঞ্চ সম্পূর্ণরূপে politicize হয়ে যাওয়ায় নিজের মধ্যে প্রচন্দ ক্ষোভ অনুভব করছি। নিজে সকাল দুপুর এর রোদ ঘণ্টার পর ঘণ্টা মাথায় করে এই প্রজন্ম মঞ্চে শ্লোগান দিয়েছি। এই শ্লোগান আমার কোথায় মিলিয়ে গেলো? এক দাবী নিয়ে মাঠে নেমেছিলাম, উঠে আসার সময় দাবী দাঁড়িয়েছিল ১৮টি (মাহমুদুর রহমানকে গ্রেপ্তার এর দাবী সহ অন্যান্য unofficial দাবী মিলিয়ে ) তে। তাই জাগরণের মঞ্চ আপাতত ত্যাগ করলাম। সাথে করে হাজার ক্ষোভ দুঃখ সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরলাম। প্রজন্ম চত্তরে বসে আমার নিজের অনেক স্বপ্ন চোখের সামনে ধূলিসাৎ হয়ে যেতে দেখলাম। খুব সুচতুরভাবে ধিরে ধিরে সাধারণ জনগন এমনকি মিডিয়ার চোখ ফাকি দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর প্রজন্ম মঞ্চ দখল করে নেয়া নিজের চোখের সামনে দেখলাম। দাবী দাওয়া গুলোও বিভিন্ন পলিটিকাল ইস্যুতে মোর নিতে দেখলাম
প্রজন্ম মঞ্চ এখন অনেকটাই জনপ্রিয়তা হারিয়েছে। এটা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ফন্দি ফিকিরও করা হচ্ছে। কি কি করা হতে পারে টা নিয়ে বিভিন্ন কানাঘুসাও আসছে। আর আজ এই ব্যাপারে একটা বেশ মজার কথা শুনলাম। দেখা যাবে প্রজন্ম চত্বর থেকে কয়দিন পর নতুন একটি রাজনৈতিক দলের নামই ঘোষণা করা হল। নাম দেয়া হল "বাংলাদেশ গণজাগরণ ঐক্যজোট" বা এই টাইপ এর কিছু। উদ্দেশ্যঃ দেশের বাহ্যিকভাবে দেখানো যে প্রচলত কোন রাজনৈতিক দলের সাথে আমরা নাই। ভেতরে ভেতরে ঠিকই একটি রাজনৈতিক দলের মদদ কাজ করবে। চেয়ারপারসন আপাতত ইমারন এইচ সরকারকেই করা হল ধরুন। শ্লোগান হবে "জয়য়য় জনতা"।
এরকম কিছু হলেও আমি এখন অবাক হবনা। এতে করে আবার কিছুদিনের জন্য জনসমর্থন মিলবে জাগরণের মঞ্চের। পরে দরকার হলে তাদের পেছনথেকে মদদদাতা দলের সাথে হাত মিলিয়ে জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহন করবে। এতে সাপও মরল, লাঠিও ভাঙল না।
অনেকে ভেবে অবাক হচ্ছেন এমনও হওয়া সম্ভব কিনা? ভাই, বাংলাদেশ হল সব সম্ভব এর দেশ। ভুলে গেলেন নাকি?
১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫
তেপান্তর মন বলেছেন: হুঁশিয়ার, সাবধান !!!!!
২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৭
আশিকুর রহমান ১ বলেছেন: এক সরকারের জ্বালায় জনগন অতিষ্ঠ তার উপর আবার গজব হিসেবে আসলো আরেক সরকার! তারুন্যের জয়গানে গর্জে ওঠা একটি গন আন্দোলন তলিয়ে গেল একটি বিশেষ মহলের পদলেহন এবং গোলামিতে।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
তেপান্তর মন বলেছেন: চেয়ে চেয়ে দেখা ছাড়া আমাদের আর কি করার আছে? আমরা তো আম জনতা।
৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
কিংবদন্তী হাসিব বলেছেন: প্রথম দিকে যেয়ে আমারও খুব ভাল লেগেছিল। মাঝে একদিন যাওয়ার পর দেখি স্লোগান গুলো কেমন পাল্টে গেল, সন্দেহ হল। এখন তো খালি চোখেই দেখছি হাল
১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
তেপান্তর মন বলেছেন: আমারও একই অবস্থা, ভাই।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৫
নীলমেঘ আমি বলেছেন: দেখা যাবে প্রজন্ম চত্বর থেকে কয়দিন পর নতুন একটি রাজনৈতিক দলের নামই ঘোষণা করা হল। নাম দেয়া হল "বাংলাদেশ গণজাগরণ ঐক্যজোট" বা এই টাইপ এর কিছু। উদ্দেশ্যঃ দেশের বাহ্যিকভাবে দেখানো যে প্রচলত কোন রাজনৈতিক দলের সাথে আমরা নাই। ভেতরে ভেতরে ঠিকই একটি রাজনৈতিক দলের মদদ কাজ করবে। চেয়ারপারসন আপাতত ইমারন এইচ সরকারকেই করা হল ধরুন। শ্লোগান হবে "জয়য়য় জনতা"।