নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেপান্তর মন

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed .

তেপান্তর মন

বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।

তেপান্তর মন › বিস্তারিত পোস্টঃ

কথোপকথন ১৪/০৩/১৩

১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

এক ফ্রেন্ড এর বাসায় গেছিঃ

আমিঃ কি রে? তোর পিসিতে বাংলা গান নাই?

বন্ধুঃ বাংলা গান? কাম অন ডুড। ওই ভাওয়াইয়া, ভাটিয়ালি গান? impossible!!!!!

আমিঃ শুধু ভাওয়াইয়া, ভাটিয়ালি হবে কেন? বাংলা ব্যান্ডগুলোও তো এখন অনেক ভালো।

বন্ধুঃ ইউ মাস্ট বি কিডিং, রাইট? কোথায় মেটালিকা, আয়রন মেইডেন আর কোথায় বাংলা ব্যান্ড।

আমিঃ আমার সাথে আবার হেভি মেটাল যায় না। আমি সফট জেনার বেশী পছন্দ করি। :P

বন্ধুঃ সফট জেনার মানে কি? অইজে রোম্যান্টিক ছেকা খাওয়া টাইপ এর গানগুলো? ওইগুলা সোনার বয়স কি আছে নাকি?

আমিঃ এইডা তোরে কে কইল যে সফট জেনার মানেই ছেকা খাওয়া গান? বাংলা অনেক ব্যান্ডই এখন সফট জেনার এ জীবনমুখী গান গাচ্ছে। গান গুলোর composition ও অস্থির। তোকে আমি কিছু বাংলা ব্যান্ড এর নাম বলি, তুই গান গুলি সুনিস। শুনে তারপর খারাপ লাগলে আমি আর কিছু বলব না।

বন্ধুঃ থাক ভাই, তুই শোন। বাংলা শুইনা কান পচানোর ইচ্ছা নাই। তবে বাংলা মুভি দেখি। আব্দুল জলিল রকজ।

আমিঃ আব্দুল জলিলটা আবার কে?

বন্ধুঃ বলিস কি? আব্দুল জলিল রে চিনিস না? তুই এতো backdated হইলি কবে? উনি তো এখন দেশের হিট নায়ক।

আমিঃ ও অনন্ত জ্বলিল?

বন্ধুঃ ওই হইলো। একি কথা। সিনেপ্লেক্স এ যাইয়া উনার কিছু মুভি দেখছি। সেইরকম মজা।



মন্তব্যঃ ভালো জিনিশের কদর আমগো দেশে নাইক্কা। X(

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

লিংকন১১৫ বলেছেন: ;)

২| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কানাপটির নীচে কইসা থাপ্পর লাগান নাই!!!

ডিজুসগো ধইরা বাংলা কাঁদায় একবেলা চুবায় রাখলে ঠিক হইয়া যাইব!!!!

অবশ্য তার রুচিতো পম গানায়। সে আর এরচে ভাল ভাববে কিভাবে?

শুরু করুনা করা যায়- কিংবা কবির ভাষায়
তিরস্কার
যে জন বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী
সে সব কাহার জন্ম নির্ণয় না জানি!!!

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৯

তেপান্তর মন বলেছেন: এদের কিছু বইলা কোন লাভ হয় না, চর একখান মারতে খুন মুঞ্চাইছিল। কিন্তু তাতে শুধু বন্ধুত্বই নষ্ট হতো। আর কোন লাভ হতো না। X((

৩| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

সাদা মাটা গরীব ছেলে বলেছেন: সত্য কাহিনি নাকি গল্প :|| যেই পোলায় মেটালিকা শুনে উই জলিল এর মুভি জীবনেও দেখবেনা । বিকারগ্রস্ত হইলে আরেক কথা।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

তেপান্তর মন বলেছেন: গল্প নারে ভাই গল্প না। আপনারও তো দেখি ওই একি অবস্থা। মেটালিকা শুনলেই টারে খুব high class ছেলে মনে করেন। :-/

৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:০০

শাকিল ১৭০৫ বলেছেন: যাক বাবা জলিল একটা ভক্ত পাইলু

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

তেপান্তর মন বলেছেন: জলিল এর ভক্তের ভাই অভাব নাই। আমি নিজেও জলিল এর একজন বিরাট ভক্ত। =p~

৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৩

মাক্স বলেছেন: :|

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭

তেপান্তর মন বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.