নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেপান্তর মন

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed .

তেপান্তর মন

বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।

তেপান্তর মন › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত কিছু মানসিক রোগ ...............

১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

১. Paris syndrom:

Paris syndrome নামক একটা মজার রোগ আছে। এটা হয় যারা প্যারিস এ ছুটি কাঁটাতে যায় বা ঘুরতে যায় তাদের। বিশেষ করে প্রায় সব জাপানিরাই প্যারিস এ ঘুরতে যেয়ে এই রোগে ভোগেন। জাপানিরা তাদের দেশের সাথে প্যারিস এর এই ব্যাপক কালচারাল ও আচরণগত পার্থক্য খুব বেশিদিন নিতে পারেনা। খুব দ্রুত তাদের mental breakdown ধটে এবং তারা দেশে ফিরে যেতে বাধ্য হয়। জাপানিরা সাধারনত হয়ে থাকেন খুব polite ও শান্ত শিষ্ট। অন্যদিকে ফরাসিরা তার সম্পূর্ণ উল্টা। তারা খুব Rude বা রুঢ় হয়ে থাকে। এই ব্যাপারটাকে এককথায় বলা যায় ‘culture shock’. এবং এই ‘culture shock’. সবথেকে বেশী প্যারিস এই ঘটতে দেখা যায়। একেই বলে Paris Syndrome।



২. Stendhal Syndrome:

কিছু মানুষ আছে যারা Art এর প্রতি এতই দুর্বল যে খুব সুন্দর কোন ছবি বা ভাস্কর্য বা কোন আর্ট এর সৌন্দর্য তারা সহ্য করতে পারেন না। তারা বেশী সুন্দর আর্ট দেখলেই অসুস্থ হয়ে পড়েন। তাদের হার্টবিট বেড়ে যায়, মাথা ঝিম ঝিম করে এমনকি extreme case এ hallucination হয়। এই রোগটার নাম Stendhal Syndrome।



৩. Jerusalem Syndrome:

Jerusalem Syndrome এমন একটা অবস্থা যখন কোন একজন ধার্মিক ব্যাক্তির এমন ধরণের ডিলুসন হতে থাক যে সে feel করতে থাকে বা দেখতে থাকে তাকে যে করেই হোক জেরুজালেমে যেতে হবে। এটা হতে পারে যে সে দেখছে যীশু নিজে টার ঘরে উপস্থিত হয়ে তাকে জেরুজালেম যেতে বলছেন।



৪. Capgras Delusion:

Capgras Delusion একটা অদ্ভুত রোগ যেখানে কোন একজন মানুষ মনে করেন তার পরিবারের কোন একজন বা সকল সদস্য একি রকম চেহারার কোন দুরবিত্ত দাড়া replaced হয়ে গেছে। মোট কথা তার মনে হতে থাকে তার পরিবার অথবা বিশেষত তার স্ত্রী আসলে তার স্ত্রী নয়। অন্য কেউ তার স্ত্রী এর রুপ ধরে এসে তার সাথে বসবাশের চেষ্টা করছে।



৫. Cotard Delusion:

এই রোগের ফলে কোন একজন মানুষ তার চার পাশের অন্য কোন একজন মানুষকে অথবা পারপাশের সবাইকে মৃত মনেমকরে। সে বিশ্বাস করে এরা কেউ এখন বেঁচে নেই, সে ভুল দেখছে, এরা বহু আগেই মারা গেছে।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

ভুল্কিস বলেছেন: খাইছে-

২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪২

একাকী বালক বলেছেন: তারা বেশী সুন্দর আর্ট দেখলেই অসুস্থ হয়ে পড়েন। তাদের হার্টবিট বেড়ে যায়, মাথা ঝিম ঝিম করে

>>> বেশী সুন্দরী মেয়ে দেখলে মাঝে মাঝে এমন হয় আমার। এইডা কোনডার ভিতর পরে ভাইডি? :#>

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

তেপান্তর মন বলেছেন: হম সুন্দরী মাইয়াও একটা আরটিস্টিক জিনিস। আপনেরও Stendhal Syndrome আছে :P

৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

লিংকন১১৫ বলেছেন: খাইছে আমারে

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০

তেপান্তর মন বলেছেন: কেডা খাইল? B:-/

৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

মাক্স বলেছেন: ঞঁ

৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৩

শুঁটকি মাছ বলেছেন: ওফ বাবা বাচা গেল।আমার তাইলে প্যারিস গেলে কোনো সমস্যা হবে না B-) B-) B-) B-)

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৮

তেপান্তর মন বলেছেন: কেন? কেন?

৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৮

শুঁটকি মাছ বলেছেন: আমিতো খাস বাঙ্গালী।আমি কি এত ভদ্র জাপানী নাকি যে আমার রোগ হবে?

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

তেপান্তর মন বলেছেন: ওগো যেখানে সেখানে অবাধ যৌনাচার আর পাগলের মতো মদ খাওয়া দেখলে আমি পাগল হইয়া যাবেন :P

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১

তেপান্তর মন বলেছেন: ওগো যেখানে সেখানে অবাধ যৌনাচার আর পাগলের মতো মদ খাওয়া দেখলে আপনিও পাগল হইয়া যাবেন *

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.