![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।
আজ আশরাফুল এর আউট নিয়ে আশরাফুলপুরাজিদের মন্তব্য ছিল আজ তার লাক খারাপ, রান আউট হইলে কি করার আছে? আউট ফিল্ড স্লো ছিল ইত্যাদি।
সেটা বুঝলাম, কিন্তু why always আশরাফুলই bad luck এর স্বীকার হয়? বল, পিচ, environment এসব বুঝে খেলাও একজন ভালো খেলোয়াড় এর বৈশিষ্ট্য। ভালো খেলোয়াড় হতে হলে এই গুন গুলো থাকা আবশ্যক। নয়ত বাংলাদেশে এরকম অনেক অনেক খেলোয়াড় আনাচে কানাচে পরে আছে যারা ৬ বল এর ৬ টাই বাউন্ডারি হাকাতে সক্ষম। জাতীয় দলে খেলার জন্য এই যোগ্যতা পর্যাপ্ত নয়। তারপর সেটা যদি হয় শ্রীলঙ্কার মতো কোন দল যাদের ৩২ বছর টেস্ট ক্রিকেট এ দাপিয়ে বেরানোর অভিজ্ঞতা আছে তাহলে তো কথাই নেই।
Moral: Stupid people always brings badluck of their own.
অপেক্ষায় রইলাম ব্লকবাসটার পারফর্মার এর নেক্সট হট পারফরমান্স এর। আর তো মাত্র ৫০-৬০ টা ম্যাচ। বিএসসি টা পাশ করতে করতে চলে আসবে।
থাক খুব বেশী না বলি, পরে by chance যদি পরের ম্যাচ এ একটা হাফ সেঞ্চুরিও কইরা ফালায় তাইলে আশরাফুলপূজারীদের পকপকানিতে দেশে থাকা যাইব না।
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
তেপান্তর মন বলেছেন: জী অবশ্যই। আমি নিজেও এরকম বহুত পোলাপাইন দেখছি চালাঞ্জ কইরা বাজি ধইরা ৬ বল এ ৬ টা বাউন্ডারি মারছে। আমাগো এলাকায়ি এইরকম ৫-৬ টা আছে।
এমন বলারও আছে পেস ১৪০ কিমি পর্যন্ত উঠে কিন্তু বল এর কোন লাইন লেংথ নাই। এইগুলা যেমন বলার বলা যায় না তেমনি যারা ধরে খেলতে পারে না, ৩ বলে ৩ টা বউন্দাড়ি হাকাইয়া পরের বল ক্যাচ তুলে দ্যায় বা পার্টনার এর লগে communication এর অভাবে টেস্ট ম্যাচ এ রান আউট হয় এইগুলারেও ভালো খেলোয়াড় বলা যায় না।
২| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩১
দেশপ্রেমিক পোলা বলেছেন: এতো কথা না কইয়া খেলা দেখার লিংক দেন।
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪
তেপান্তর মন বলেছেন: আমি এইখানে দেখি
http://www.jagobd.com/
৩| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩২
ভুদাই আমি বলেছেন: ভাই, ঝড়ে বক পড়ে আর ফকিরের কেরামতি বাড়ে।।
আমার লেখাটি পড়তে পারেন ।।
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪২
তেপান্তর মন বলেছেন: সেইটাই, মেজাজ খারাপ। 1st down এতো তাড়াতাড়ি ভাইঙ্গা গেলে টেস্ট ম্যাচ আর ধইরা রাখা যায়? দিলো শালা ম্যাচ খাইয়া।
৪| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪১
ভবঘুরে তানিম বলেছেন: আবারো শুরু করছেন?.।।। পোলা টা কই যাবে???
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩
তেপান্তর মন বলেছেন: ভাই মেজাজ খারাপ। 1st down এতো তাড়াতাড়ি ভাইঙ্গা গেলে টেস্ট ম্যাচ আর ধইরা রাখা যায়? দিলো শালা ম্যাচ খাইয়া।
৫| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪১
s r jony বলেছেন:
মাত্র ১টা ম্যাচ গেল, আশরাফুলকে আরো ৯টা ম্যাচ এভাবেই খেলতে হবে। এরপর পাবলিক খিচ্চা গাইল দিবে, গাইল গুল "টনিক" হিসেবে কাজ করবে, তখন ১০তম ম্যাচে আশরাফুল আবার ভাল খেলবে
আমরা আমাদের হারানো ঐতিয্য ফিরে পাচ্ছি।
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭
তেপান্তর মন বলেছেন: এইরকম প্লেয়ার এর জাতীয় দলে দরকার নাই যে কিনা পাবলিক এর ক্রিটিসিজম নিতে পারে না, একটুতেই নার্ভাস হইয়া যায়, যার কিনা কোন মেন্টাল স্টাবিলিটি নাই। সোজা কথা .............
৬| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২
বিত্তবান ফকির বলেছেন: মেজাজটা চরা কইরা দিলেন।
আপনি খেলা দেখছেন? আউট ফিল্ড স্লো এটা তো শুধু আশরাফুলের জন্য না সবার জন্যেই। এই জন্যেই তামিম বড় বালছুর মারমুখী ও একটা বাউন্ডারী মারতে পারেনাই।
আশরাফুল এর এই আউটের পিছনে বড় দোষ হল জহুরুল এর। যার কিনা ক্রিজে আসার পর বড় কাজ হল লাফালাফি করা। লাফালাফি কইরা আশরাফুল রে আউট করছে।
"ভুদাই আমি" বলেছেন ফকিরের কেরামতি। ১৯০ রান, ৪১৭ বল খেলাকে আপনি ঝড়ে বক বলছেন?
৭| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২
বিত্তবান ফকির বলেছেন: মেজাজটা চরা কইরা দিলেন।
আপনি খেলা দেখছেন? আউট ফিল্ড স্লো এটা তো শুধু আশরাফুলের জন্য না সবার জন্যেই। এই জন্যেই তামিম বড় বালছুর মারমুখী ও একটা বাউন্ডারী মারতে পারেনাই।
আশরাফুল এর এই আউটের পিছনে বড় দোষ হল জহুরুল এর। যার কিনা ক্রিজে আসার পর বড় কাজ হল লাফালাফি করা। লাফালাফি কইরা আশরাফুল রে আউট করছে।
"ভুদাই আমি" বলেছেন ফকিরের কেরামতি। ১৯০ রান, ৪১৭ বল খেলাকে আপনি ঝড়ে বক বলছেন?
৮| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫১
আবিদ ফয়সাল বলেছেন: ভাইজান,
সমালোচনা গঠনমূলক হওয়া উচিৎ । আজকের ম্যাচে মমিনুল ছাড়া আর কেউ ই কিছু খেলতে পারে নাই এখন পর্যন্ত । অথচ আপনি শুধু একজনের সমালোচনায় মেতে উঠেছেন যে কিনা গত টেষ্টে বাংলাদেশকে সম্মানজনক ড্র এনে দিয়েছে (আরো অনেকের সাথে) ।
মাহমুদুল্লাহ তো দুই টেষ্টেই ডাব্বা । অথচ তাকে নিয়ে তো কোনো কথা বললেন না । সব দোষ আশরাফুলের ! থাক , এ নিয়ে আর কথা বলতে চাই না ।
পুনঃশ্চ : আশরাফুল যদি কোনোদিন লারার ৪০০ রানের রেকর্ড ভেঙ্গে দেয় , সেদিন ও কিছু মানুষ আশরাফুলের সমালোচনা এবং গালাগাল করবে - এটা নিশ্চিৎ ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩১
বিপদেআছি বলেছেন: সমালোচনা করা পৃথিবীর সহজ কাজগুলোর একটা ।
"নয়ত বাংলাদেশে এরকম অনেক অনেক খেলোয়াড় আনাচে কানাচে পরে আছে যারা ৬ বল এর ৬ টাই বাউন্ডারি হাকাতে সক্ষম।"
তাই নাকি ??!!!