নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেপান্তর মন

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed .

তেপান্তর মন

বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।

তেপান্তর মন › বিস্তারিত পোস্টঃ

মুভি রেভিউঃ দা পেইন্টেড ভেইল ২০০৬

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

**** this post may contains spoilers****

The Painted Veil 2006







আহ, কি দেখলাম!! গত কয়েকদিন কিছু ফাউল মুভি বিশেষ কইরা গতদিন FAF6 দেইখা মেজাজ পুরাই বিগড়ায় ছিল। এই মুভিটা দেইখা ঠাণ্ডা হইছে।

এটি একটি রোম্যান্টিক ড্রামা ফিল্ম। British author W. Somerset Maugham এর একই নামের বিখ্যাত একটি উপন্যাস থেকে নেয়া হয়েছে মুভিটির কাহিনী। ব্রিটিশ শাসনামলে চিনে কলেরা ছরিয়ে পরা একটি গ্রামে স্বপ্রণোদিত হয়ে সেবা করতে যান একজন মেধাবী ব্যাক্টরিওলজিস্ট ওয়াল্টার ফেইন (এডওয়ার্ড নরটন)। সাথে যেতে একরকম বাধ্য হয় তার বিশ্বাসঘাতক স্ত্রী কিটি (নাওমি ওয়াটস) যে কিনা তারই এক ঘনিস্ট বন্ধুর সাথে শারীরিক স্থাপন করে ধরা পরে তার কাছে। তাদের পারিবারিক সম্পর্ক, মানসিক ভালবাসা এবং সেই সাথে সেই চিনা গ্রামের কলেরার প্রাদুর্ভাব এবং ব্রিটিশ শাসনের উত্তেজনার মধ্যে দিয়ে খুব সহজ, সাধারণ ও প্রাণবন্ত প্লটের মধ্যে দিয়ে এগিয়ে চলে মুভির কাহিনী। মুভির সিনেমাটোগ্রাফি,এডওয়ার্ড নরটন এর অনবদ্য অভিনয় এবং মুভির প্লটের realism দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই।







যদিও পুরো মুভিটা অনেকটা ড্রামাটিক মুডে সাজানো কিন্তু আমি এটাকে pure romantic film ই বলবো।

মুভিটাকে বলা হচ্ছে - "প্রতিদানবিহীন ভালবাসা, আত্মত্যাগ, আত্মমর্যাদা ও বিশ্বাসঘাতকতা এই চারের মিশ্রণে তৈরি এক দুর্লভ প্রেমের গল্প।"







পুরো মুভিটিই অরিজিনাল লোকেশনে সুট করা হয়েছে। মুভির অসাধারন ব্যাকগ্রাউন্ড আপনাকে মনিটর থেকে চোখ ফেরাতে দেবেনা।

বাকিটা না হয় নাই বললাম। মুভিতেই দেখে নেবেন। :)







IMDB rating 7.5

My rating 8.0



720p টরেন্ট ডাউনলোড লিঙ্ক



এইরকম আরও রিভিউ পেতে বা লিখতে আমাদের সাথে যোগ দিন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪০

বলাক০৪ বলেছেন: ভাই এই বইটা পড়ছিলাম আজ থেকে মিনিমাম দশবছর আগে। খুব ভালো লেগেছিল। একটা লাইন এখনও মনে পড়ে, 'the sky was clear like a child's heart' এত সুন্দর তুলনা। ছবিটা দেখবো।

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:০২

তেপান্তর মন বলেছেন: বইটা পড়া হয়নি, তবে অনেক সুনাম শুনেছি :)

২| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দেখা দরকার..........

৩| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৭

ল্যাটিচুড বলেছেন: দারুন মুভি ..............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.