![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।
******** This post may contain spoilers ********
প্রলয় ২০১৩
মিমি চক্রবর্তীকে মনে আছে তো?
হ্যাঁ, সেই মিমি চক্রবর্তীই যে কিনা মাত্র ২টা মুভি (বাপি বাড়ি যা ও বোঝেনা সে বোঝেনা) করেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
আসছে তার নতুন ছবি প্রলয় ২০১৩।
ভাবছেন শুধু মিমি আছে বলেই ছবির রিভিউ লিখতে বসেছি?
তা কিন্তু নয়। তাহলে এই মুভির বিশেষত্ব কি? আসুন দেখা যাক।
এতদিনে ইন্ডিয়ার পাঞ্জাবে "gang rape festival" এর ঘটনা এবং ইন্ডিয়ার আরও অনেক জায়গায় একই রকম উতসব প্রচলনের খবর হয়তো অনেকেই শুনেছেন। এই ২১ শতকের সভ্য জগতে এর চেয়ে বীভৎস মানসিকতা আর কি হতে পারে?
ঠিক এই ব্যাপারটাই বেশ কিছুদিন যাবত ঘুরপাক খাচ্ছিলো পরিচালক রাজ চক্রবর্তীর মাথায়। ভাবলেন এর প্রতিবাদেই বানাবেন ছবি।
চিন্তা করলেন কাল্পনিক কোন কাহিনী অবলম্বনে বানানোর চেয়ে যদি বাস্তবিক কোন কাহিনীকেই চলচিত্রের মাদ্ধমে তুলে ধরা হয় তাহলে এর বীভৎসতা বাস্তবিক অর্থেই সবার কাছে আরও প্রস্ফুটিত হবে।
২০০০ সালের দিকে হঠাত করেই ইএ গনধর্ষণের ব্যাপারটা ইন্ডিয়াতে খুব বেশী বেড়ে যায়। তৎকালীন সময়ে ২০০৩ সালের দিকে ইন্ডিয়ার সুটিয়ায় টানা বেশ কিছু গণধর্ষণের প্রতিবাদে আগিয়ে আসেন এক সাহসী এক স্কুল শিক্ষক বরুণ বিশ্বাস। তার নেতৃত্বে গড়ে ওঠে "প্রতিবাদ মঞ্চ"। কিছুদিনের মধ্যেই টনক নড়তে শুরু করে প্রশাসনের। কিন্তু দুষ্কৃতিকারীদের তো বিচার করা সম্ভব না। তারা ক্ষমতাশালী রাজনৈতিক দলেরই পোষা কিছু কুকুর। তাহলে এই আন্দোলন বন্ধের উপায় কি? "বরুণকে সরিয়ে দাও।" - সোজা হিসাব। হোলও ঠিক তাই। ২০১২ সালের ৫ জুলাই দুষ্কৃতিকারীদের হাতে নিহত হন বরুণ বিশ্বাস।
ঠিক এই কাহিনী নিয়েই হচ্ছে ছবিটি। ছবিটির আরও ২ টি বড় আকর্ষণ হচ্ছে এতে বরুণের চরিত্রটি চিত্রায়ন করেছে বর্তমান সময়ে টালিউড কাঁপানো অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সাথেই আছেন আরেক কিংবদন্তী অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়।
আসছে ৯ আগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি। দেখছেন নিশ্চয়ই??
এমন আরও রিভিউ পেতে ও দিতে আমাদের সাথে যোগ দিন।
২| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৩
সাদা রং- বলেছেন: ছবিটি দেখতে হবে।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৫০
বটের ফল বলেছেন: পরমব্রত কে ভালো লাগে। ছবিটি দেখতে হবে।
ধন্যবাদ আপনাকে চমৎকার রিভিউ এর জন্য।
ভালো থাকবেন।++++++++++++++++