নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেপান্তর মন

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed .

তেপান্তর মন

বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।

তেপান্তর মন › বিস্তারিত পোস্টঃ

Before Midnight (2013): বাস্তবতার এক অসাধারণ উপাখ্যান।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭

********* some minor spoilers only **********

Before Midnight (2013)

Rotten Tomatoes 98% Fresh

My Rating 10/10

যা দেখলাম সেটা ভাষায় প্রকাশ করার মত না। একগাদা ফিলোসফি, ideology আর ইনফর্মেশনের এর সংমিশ্রণে বানানো এক অসাধারণ বাস্তবধর্মী সৃষ্টি।

১০/১০ না দিয়ে পারলাম না।







আসলে এটা নিয়ে কথা বলতে হলে এর আগের ২টা প্রিকুয়াল Before Sunrise (1995) আর Before Sunset (2004) এর কথা বলতেই হয় যার মধ্যে প্রথমটি কিনা এখন পর্যন্ত রটেন টম্যাটোস এ রেকর্ড ১০০% ফ্রেসনেস ধরে রেখেছে। ধারাবাহিকতা বজায় রেখেছে পরের ২টিও। পরের ২টিরই রটেন টম্যাটোস ৯৮% ফ্রেস। আমার মনে হয় প্রথম ২টি মুভি কারোরই অদেখা নয়?

মুভি ৩টির অসাধারণ মেকিং, মনকাড়া ডায়লগ আর সিনেমাটোগ্রাফি যে কোন মুভিপাগলকেই মাতাল করে দেবে।

আগের ২টি মুভি যারা দেখছেন তারা হয়তো খেয়াল করেছেন যে এই মুভির ২টির মূল উপজীব্যর মাঝে একটা বিষয় খুব সুন্দর দেখানো হয়েছে সেটা হোল বয়সের সাথে সাথে মানুষের চিন্তা-চেতনা, মাচিওরিটি, ফিলোসফি, মূল্যবোধ এসব মানসিক পরিবর্তন।







যেমন প্রথম মুভি Before Sunrise এ দেখা যায় ২জন ইয়ং কাপল যাদের দুনিয়া কিনা রোমান্স এ ভরা। তারা কথা বলছে তাদের প্রেম, আগের গার্লফ্রেন্ড এর সাথে ব্রেকাপ, ভালবাসা নিয়ে তাদের চিন্তা ভাবনা, সেক্স নিয়ে চিন্তা ভাবনা এইগুলো নিয়ে।

কিন্তু পরের মুভি Before Sunset এ যখন ৯ বছর পরে তাদের দেখা হোল তখন তারা আগের চেয়ে অনেক মাচিউর্ড। তখন ওই রোম্যান্টিক জগতের ফ্যান্টাসিগুলো আর তাদের টানেনা। তখন খেয়াল করলে দেখবেন তারা কথা বলছে পৃথিবীর পরিবেশ, প্রকৃতি, দূষণ সহ বিভিন্ন সমস্যা, পলিটিক্স, তাদের নিজেদের জীবনের ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা এইগুলো নিয়ে। অবশ্য তখনও তাদের মনের পুরনো রোমান্স পুরোপুরি মরে যায়নি, just সুপ্ত অবস্থায় ছিল যারই পরিক্রমায় আমরা ২০১৩ তে এসে Before Midnight (2013) তে এসে দেখি তাদের সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছিল।







Before Midnight (2013) এ এসে তারা প্রায় ৯ বছরে বিবাহিত কাপল। এখনও তারা একে অপরকে ভালোবাসে কিন্তু আর ৪ টা পরিবারের মতই তারাও কিন্তু চিরসুখী নয়। ঝগড়া বিবাদ, সম্পর্কের টানাপড়েন তাদের মধ্যেও আছে। এর মাঝেই দেখতে পাবেন তাদের চিন্তা ভাবনার ব্যাপক পরিবর্তন ঘটেছে। এখন তারা কথা বলে তাদের মৃত্যু নিয়ে, তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে, তাদের সাংসারিক টুকিটাকি অসামঞ্জস্য নিয়ে। আড্ডায় বসলে তাদের আড্ডার বিষয় এখন হয় বর্তমান বিশ্ব, আধুনিকতা, জেনারেশন গ্যাপ, ভবিষ্যতের অনাগত পৃথিবী কেমন হবে, আমাদের এই পৃথিবীকে সুন্দর করার জন্য কি করা উচিৎ এইগুলো নিয়েই।

প্রতিটা ডিয়ালগের মধ্যেই পাওয়া যায় অতিশয় বাস্তবধর্মীতা এবং হাসির খোঁড়াক।

মোটামুটি ৩ টা মুভিই dialog based হওয়া সত্ত্বেও খুবই উপভোগ্য।

এক কথা বলা যায় এই ৩ টা মুভি একসাথে মিলে একটা ছেলে বা মেয়ের সমগ্র জগতটাকে এনে আপনার সামনে উপস্থাপন করা হয়েছে। এই যুগে একদম শিশুকাল থেকে (শিশুকালের সমস্যাগুলো জেসি এর ছেলে হ্যাঙ্ক এর মাধ্যমে দেখানো হয়েছে।) বয়োবৃদ্ধ পর্যন্ত প্রতিটা বয়সে মানুষের চিন্তা ভাবনা, লাইফের struggle, মূল্যবোধ, সামাজিক, পারিবারিক ও মানসিক সমস্যাগুলো ঠিক কি রকম হতে পারে বা হচ্ছে সেটা খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হয়েছে।

না দেখলে জীবন ১৬ আনাই বৃথা

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২২

মুদ্রা সংগ্রাহক বলেছেন: প্রতিটাই চমৎকার মুভি। কেউ যেন কারও চেয়ে পিছিয়ে নেই। আপনার কোন্ টা সবচেয়ে ভাল লেগেছে?

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

তেপান্তর মন বলেছেন: আসলে আর্ট জিনিসটার কোন তুলনা চলেনা।
তারপরেও যদি বলতেই হয় তাহলে ৩ নাম্বারটা অর্থাৎ Before Midnight টাই বেশি ভালো লেগেছে। :)

২| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৪

রাবেয়া রব্বানি বলেছেন: রিভিউ পড়ে দেখতে ইচ্ছে হলো

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

তেপান্তর মন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। দেখে কেমন লাগলো জানাতে ভুলবেন না।

৩| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১

সুমন কর বলেছেন: Before Sunriseটা আগেই দেখা হয়েছে। বাকি দুইটা পরে দেখব।

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

তেপান্তর মন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। দেখে কেমন লাগলো জানাতে ভুলবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.