নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেপান্তর মন

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed .

তেপান্তর মন

বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।

তেপান্তর মন › বিস্তারিত পোস্টঃ

মজার কিছু ইংরেজি এনাগ্রাম

১১ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৪

প্রথমে জেনে নেয়া যাক এনাগ্রাম কি? কোন শব্দের বা লাইনের বর্ণগুলোকে নতুন করে সাজিয়ে নতুন অর্থপুর্ন শব্দ বা লাইন তৈরি করা হলে এই ২টি লাইন বা শব্দকে একে অন্যের এনাগ্রাম বলে।



সবচেয়ে মজার কিছু ইংরেজি এনাগ্রামঃ

১. Mother in Law এর লেটারগুলোকে রি-এরেঞ্জ করলে হয় Woman Hitler. :D

২. "Eleven Plus Two" কে রি-এরেঞ্জ করলে হয় "Twelve Plus One" :)

৩. "Election Results"র লেটারগুলোকে নতুন করে সাজালে হয় Lets Recount Lies. :P

৪. "The Eyes" থেকে পাওয়া যায় "They See".

৫. George Bush এর এনাগ্রামটা খুবই বিখ্যাত ছিল। এটাকে সাজালে পাওয়া যায় "He Bugs Gore"

৬. Dormitory কে সাজালে পাওয়া যায় "Dirty Room".

৭. The classroom কে সাজালে পাওয়া যায় School master.

৮. Astronomers থেকে ২টা এনাগ্রাম হয়, ২টাই খুব সুন্দর; Moon starers ও No more stars.

৯. Listen ও Silent একে অন্যের এনাগ্রাম।

১০. Clint Eastwood এর এনাগ্রামই তার পরিচয় বলে দেয়। তার নামের এনাগ্রাম Old West Action.

১১. A telescope এর এনাগ্রাম এর ব্যাবহার বলে দেয় - " To see place".

১২. Madam Curie এর এনাগ্রাম বলে দেয় তিনি কিসের জন্য বিখ্যাত। Madam Curie = Radium came.

১৩. Tom Cruise কে সাজালে একটা বিখ্যাত পিকাপ লাইন পাওয়া যায়। সেটা হোল So I'm Cuter.

১৪. Statue of Liberty এর এনাগ্রাম বলে দেয় এটা তৈরির উদ্দেশ্য। এটার এনাগ্রাম হচ্ছে Built to Stay Free.

১৫. Mummy কে একটু বদলে দিলেই হয় My Mum. :)

১৬. বর্ণগুলো উল্টে পাল্টে দিলেই বোঝা যায় A Gentleman ই হচ্ছে Elegant Man.

১৭. Martin Scorsese এর এনাগ্রাম তার মুভিকেই ডেস্ক্রাইব করে। এনাগ্রাম করলে পাওয়া যায় Screen is a storm.

১৮. Adolf Hitler এর এনাগ্রামই বলে দেয় সে কি ছিল। Adolf Hitler = Do real filth.

১৯. Dictionary = Indicatory

২০. The Earthquakes = That Queer Shake

২১. The Detectives = Detect Thieves



আজ এ পর্যন্তই। সময় পেলে এই লিস্ট আরও বড় করবো ইনশাল্লাহ। :)

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

গুড !!!

+++++

১১ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৫

তেপান্তর মন বলেছেন: ধন্যবাদ :)

২| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪২

শেখ মফিজ বলেছেন: ভাল লাগলো ।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২০

তেপান্তর মন বলেছেন: ধন্যবাদ, সাথে থাকুন, আরও আসছে :D

৩| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৭

রুবাইয়েত সাদমান বলেছেন: ইন্টারেস্টিং!

প্রিয়তে

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২০

তেপান্তর মন বলেছেন: ১০১ টা ধন্যবাদ :)

৪| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৯

বোকামানুষ বলেছেন: দারুন তো :)

ভাল লাগলো

৫| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১২

রাফীদ চৌধুরী বলেছেন: মজার তো!! :)

৬| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২২

প্রবাসী ভাবুক বলেছেন: দারুণ মজার!

৭| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৯

সুমন কর বলেছেন: নাইস শেয়ার। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.