নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলার পথে কত সীমাহীন প্রতিকুলতা ভালো খারাপ আনন্দ বেদনা আর সত্যি মিথ্যা এ সব কিছু মিলিয়ে সামনে এগিয়ে চলা।

হাসান জাবির

আর একটু কাল বেঁচেই থাকি .........বেঁচে থাকার আনন্দে ।

হাসান জাবির › বিস্তারিত পোস্টঃ

ব্লগের প্রথম পোস্ট কি লিখব কিছুই তো মনে আসছে না !!! সবচেয়ে বেশী চিন্তা বাংলা বানান নিয়ে যদি ভুল হয় ! প্রেস্টিজ ইস্যু । কত প্রশ্ন মনে ??? ;););):P

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

ব্লগে যখন একটা নতুন নিক বানাইলাম সত্যি কথা কিন্তু কি লিখমু সেইটাইতু খুজে পাচ্ছিনা আসলে খুইজা পাচ্ছিনা বললে ভুল হইব । ঐযে বলে না হুট কইরা হঠাৎ কিছু পাইয়া গেলে কিছুক্ষণ মস্তিষ্ক কাজ করে না আমার অবস্থা এখন এরকম। তারপরেও ভালো ই লাগতাছে কিছু একটা লেখতে পারতাছি । এবার মনে হয় একটু লাইনে আইছে আস্তে আস্তে মনে আইতাছে সামনের বার মনে হয় কিছু লেখতে পাইরাম কিন্তু একটাই সমস্যা বাংলা টাইপ করতে অনেক কষ্ট আর জামেলার একটা বাটনে টিপ দিলে ভাল কইরা খেয়াল না করলে কি উল্টা পাল্টা বানান হইয়া যায়... বিরাট সমস্যা । বাংলা বানান নিয়া বড়ই টেনশন বানান ভুল হইলে প্রেস্টিজ ইস্যু ;);) এখানে মানে ব্লগে কত শিক্ষিত মানুষ আছে আর স্পেশাল হল যাদের কথা না বললেই নয় যাদের কথা ভাবলে দেখলে হৃদয়ে মন কিযে চায় বল যারে দেখি লাগে ভাল ;):D আয় হায় বানান ভুল !! ওনাদের কথা চিন্তা কইরা আমি আরও চিন্তিত । মাঝে মাঝে এমন কিছু ভুল হয় যা ক্ষমার অযোগ্য একদম মনে আসে না মনে হয় ভুলটাই সঠিক আর সঠিকটাই ভুল ।কোনটা সঠিক যাচাই বাচাই করব আরে কপাল তখন প্রয়োজনের সময় কোথায় জানা যাবে তাউও খুঁজে পাই না সত্যি কথা বিরক্তিও লাগে বিদেশ বিভুয়ে সারাদিন ব্যাস্ততা নানা হ টেনশন নিজের চিন্তা , সামাজিকতা সংসারের চিন্তা তার উপর পড়ালেখা শেষ করছি তো অনেকদিন হইয়া গেছে। এখন তো আমার বাংলা ভাষার কথা চোখ দিয়া শুনি আর পেপার পত্রিকা কান দিয়া পড়ি। যাও কতদূর বাংলা বানান সঠিক ভাবে লেখতে পারতাম তাও গেছি ভুইল্লা আহারে বিদেশ !! থাকি এমন এক বিটলা জাতির দেশে তারা মাসাআল্লাহা নিজের ভাষা ছাড়া কিচ্ছু জানে না। আমি বলি এক, তারা বলে আরেক বোবার শত্রু নাই আল্লাহর রহমতে কথা বলতে পারি কিন্তু হাতের ইশারা ইঙ্গিতে চলতে হইছে প্রথম তিন মাস এখন পেটের তাগিদে তাদের ভাষায় এ কথা বলি ।আর দেশে ফোন দিলে স্বাদের বাংলা ভাষায় পিতলা আলাপ করি । আর ব্লগে শুধু বাংলা ভাষায় লিখি আর ভাবি যে যাই বলুক বা মন্তব্য করুক তারপরেও তো আমার মাতৃ ভাষা আ মরি বাংলা ভাষা , আমার বর্ণ মালা

আ খ হ ণ ড় য়

অ ক ও

ই ঈ জ ল ত



বি দ্র -- চেষ্টা করি নিজের মাতৃভাষার সন্মান যেন আমাকে দিয়ে নষ্ট না হয়। আমরা যারা দেশের বাহিরে থাকি যত ভাল পজিশনে বা খারাপ অবস্থায় থাকি দেহ টা থাকে প্রবাসে , মন টা পড়ে থাকে আমার বাংলাদেশে ...। বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেন আর ভাল লেখতে পারি । সবাইকে ধন্যবাদ । হ্যাপি ব্লগিং



মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.