![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত দুই একদিন ধরে একাই থাকতে হচ্ছে। করার কিছু না পেয়ে ক্যামেরা হাতে আসে পাশের কিছু ছবি তুললাম। প্রায় ৩-৪ মাস পরে ক্যামেরা হাতে নিলাম। দেখেন আপনাদের কেমন লাগে। আমি আবার একটু অন্যরকম। ফেইসবুকে এইসব ছবি দেয়ার কোনো ইচ্ছা নেই। তাই ভাবলাম ব্লগে দেই।
তবে অভিজ্ঞরা ভুলগুলো ধরিয়ে দিলে খুশি হব।
১৩ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৮
জ্যাকসন বলেছেন: ধন্যবাদ। সেরকম ভাবে সময় বা সুযোগ হয়ে উঠে না। তবে ছবি তুলতে আমার অনেক ভাল লাগে।
২| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৪
দাদা- বলেছেন: লেন্স আডজাস্টমেন্ট আরো সুক্ষ হতে হবে । সাবজেক্টকে গুরুত্ব বেশি দেওয়ার চেষ্টা করতে হবে । আর সব থেকে বড়ো কথা ছবি তোলার আগে কৌণিক দ্ৃষ্টি দিয়ে দেখে নিতে হবে....কোন এংগেল থেকে থিম টা সব থেকে বেশি ভালো লাগছে......................সেটা দেখে তবেই সাটার.......খট।
১৩ ই মে, ২০১৪ বিকাল ৪:১৮
জ্যাকসন বলেছেন: ওকে দাদা। মাথায় থাকবে।
৩| ১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
মোঃ আমিন বলেছেন: ভালো লেগেছে, চালিয়ে যান, হেপ্পি ফটোগ্রাফি.......
১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
জ্যাকসন বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৪
নতুন বলেছেন: তুলতে থাকুন... আরো ভাল হবে.. ++