নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

নেশা

২৭ শে জুন, ২০২২ রাত ৩:৩৭

অবশেষে একউন্ট করেই ফেললাম। আমার জীবনে কোন কিছু প্ল্যান করে হয়নি কখোনো, যা প্ল্যান করবো সবসময় হবে তার উল্টোটা। আজকেও প্ল্যান ছিল ১২ টার মধ্যেই ঘুমোতে যাওয়া এবং যতটা সম্ভব সকালে উঠা। অথচ ৩:৩০ বাজে আর এখন আমি ব্লগে লিখছি ১ ঘন্টা আগেও এটা ছিল অকল্পনীয় এক বিষয় আমার কাছে। পড়া যেমন একধরনের নেশা এবং লেখালেখি করা আরও বড় নেশা। এই দুনিয়ায় সবকিছুই নেশা, কে কখন কোন নেশায় আটকে যায় বলা মুশকিল। চেষ্টা করি কোন ধরণের নেশায় যেন পেয়ে না বসে আমাকে। অপর দিকে কিছু বিষয়ে যাতে আমার নেশা হয়ে যায় সে চেষ্টা করি কিন্তু ফল হয় তার উল্টো, উক্ত বিষয় আমার বেশিক্ষণ ভালো লাগে না ৩০ মিনিটেই ঘুম চলে আসে, না না অজুহাত মাথায় খেলা করে, আজ না কাল বলে। মূল কথা হচ্ছে- দরকারি কাজে অজুহাতের শেষ নেই আর অপ্রোয়োজনীয় কাজে সারারাত জেগে থাকতে সমস্যা নেই।

এই ব্লগে এটা আমার প্রথম পোস্ট, সে হিসেবে প্রথম পোস্টটা অনেক সুন্দর এবং মানসম্মত হওয়া উচিৎ ছিল কিন্তু আগেই বলেছি ১ ঘন্টা আগেও জানতাম না যে আমি ব্লগ লিখতে যাচ্ছি, আমার সবকিছুই পরিকল্পনার বাইরে হয়। তাই একাউন্ট যেহেতু করেছি ঘুমানোর আগে লিখে যাই কিছু একটা। ঘুম থেকে উঠে যখন এই লেখা আবার পড়বো তখন ১০০ টা বানান ভুল পবো এবং আগোছালো লেখা মনে হবে, হা হা। আশা করি বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একসময় ফেসবুকে টুকটাক লেখালেখির সুবাদে এই অভিজ্ঞতা আমার হয়েছে অনেক আগেই, যদিও এখন আমি ফেসবুকের নেশা থেকে পুরোপুরি মুক্ত।

যা হোক, গত কয়েক বছর ধরেই সামহয়্যারইন ব্লগ মাঝে মাঝেই ভিজিট করি, যেদিন ভিজিট করি সেদিন আমার সারা রাত কেটে যায় মানুষের লেখা পড়তে পড়তে, কত কত লেখা, কত কত জ্ঞান, কত কত অজনা বিষয়, এতকিছু কি আমি পড়ে শেষ করতে পাড়ি? অনেকদিন ধরেই একাউন্ট করবো করবো করেও করা হয়ে উঠেনি কিন্তু আজ হুট করেই একজনের একটা পোস্ট দেখে আবেগকে আর সংবরণ করতে পারলাম না একাউন্ট করে কমেন্ট করতে বাধ্য হলাম আর এখন আবার একটা পোস্টও লিখছি। এভাবেই কার জীবনে কখন কি ঘটে যায় বলা মুশকিল।

শেষ কথা হচ্ছে- আমি চাইনা লেখালেখির মত ভয়ঙ্কর নেশা আমাকে পেয়ে বসুক, নাম্বার টু - লেখালেখি কারার মত যথেষ্ট বুদ্ধিমত্বা এবং যোগ্যতা কোনটাই আমার নেই, নাম্বার থ্রী- লেখালেখি সবার জন্য না।
গুড বাই, ভাল থাকবেন সবাই।





মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২২ ভোর ৪:২৭

সোনাগাজী বলেছেন:



ব্লগে স্বাগ্তম।

আগে কোথায় ব্লগিং করেছেন?

২৭ শে জুন, ২০২২ সকাল ১১:১৫

জ্যাক স্মিথ বলেছেন: টেকটিউনস, প্রজন্মফোরাম এবং আমার নিজেরই দুটি ওয়েবাসাইট ছিল কিন্তু এগুলা এখন আর নেই।
আপনাকেও আমার নীড়ে স্বাগতম।

২| ২৭ শে জুন, ২০২২ ভোর ৪:৩২

সোনাগাজী বলেছেন:



ব্লগার রূপকের পোষ্টে আপনার কমেন্ট দেখলাম। আপনি ঢাকায় থাকলে, ওকে ২/১ টিউশনি যোগাড় করে দেবের চেষ্টা করবেন; আমি ঢাকার বাহিরে।

২৭ শে জুন, ২০২২ সকাল ১১:০৮

জ্যাক স্মিথ বলেছেন: জ্বী চেষ্টা করবো।
আপনাকে স্বাগতম আমার নীড়ে।

৩| ২৭ শে জুন, ২০২২ সকাল ৯:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগে আপনাকে স্বাগতম।

২৭ শে জুন, ২০২২ সকাল ১১:০৫

জ্যাক স্মিথ বলেছেন: আপনাকেও স্বাগতম আমার পেজে।

৪| ২৭ শে জুন, ২০২২ সকাল ১১:১৪

নতুন নকিব বলেছেন:



ব্লগে স্বাগত। এখানে আপনার পথচলা সুন্দর হোক। আশা করি, দীর্ঘ দিনের অব্যক্ত অনেক কথা, অনেক স্মৃতি, শিক্ষনীয় অনেক কিছু আপনার নিকট থেকে জানতে পারবেন সম্মানিত পাঠক ও ব্লগারগণ। প্রিয় ব্লগার রূপক বিধৌত সাধুর ব্লগে আপনার আন্তরিক মন্তব্য দেখে অনুমেয়, আপনি হৃদ্যতা রাখেন মানুষের প্রতি। আপনার এই পোস্টেও সেই মন্তব্যটি যুক্ত করেছেন। আপনার এই হৃদ্যতার জয় হোক। রূপক বিধৌত সাধু ভাইয়ের মানসম্মত একটা কর্মসংস্থান যাতে হয়ে যায়, সেই প্রচেষ্টাও সাধ্যানুযায়ী করবেন বলে আশাবাদী।

সুন্দর আগামীর প্রত্যাশায়।

২৭ শে জুন, ২০২২ সকাল ১১:৫৩

জ্যাক স্মিথ বলেছেন: আপনার সুন্দর মন্তব্য আমার এই পোস্টটিকে অলংকৃত করবে। আসলে আমরা একে অন্যের কাছ থেকে অনেক কিছুই জানতে পারি শিখতে পারি। রূপক বিধৌত সাধুর ব্যাপারটা সত্যিই অনেক পীড়াদায়ক, আশা করি সামহয়্যারইন ব্লগ কমিউনিটির সুবাদে তার সমস্যার সমাধান হয়ে যাবে। সহ ব্লগারের এমন দূর্দশা গ্রস্থ জীবন নিশ্চই কারো কাম্য নয়, চেষ্টা থাকবে কিছু একটা করার।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

৫| ২৮ শে জুন, ২০২২ রাত ১:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: ওই লেখাটা লেখার সময় পুরনো কথা মনে পড়ে কষ্ট লাগছিল আবার লেখায় মন্তব্য পড়ে মনে হচ্ছিল আমার আপনজন আছে। আপনার সাথে ব্যক্তিগত যোগাযোগ নেই অথচ যেভাবে সমব্যথী হয়েছেন, আমি আলোড়িত।

আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করি।

২৮ শে জুন, ২০২২ সকাল ১০:৪৭

জ্যাক স্মিথ বলেছেন: আপনার সমস্যা অতি শিঘ্রই দূর হয়ে যাবে বল আশা রাখি। আলো ফুটবেই; শুধু একটু চেষ্টা করতে হবে আর কি।
আমার নীড়ে আপনাকে স্বাগতম।

৬| ২৯ শে জুন, ২০২২ দুপুর ১২:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি পুরোনো ব্লগার। সামুতে স্বাগত জানাই। শুভ ব্লগিং।

২৯ শে জুন, ২০২২ দুপুর ১২:৫০

জ্যাক স্মিথ বলেছেন: পুরোনো ব্লগার না বলে পুরোনো পাঠক বলতে পারেন।
আপনাকেও স্বাগতম আমার পজে।
শুভ কামনা অবিরত।

৭| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৫:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: দোয়া করি লেখার নেশা আপনাকে জাইত্তা ধরুক
আমরা পড়তে পারবাম

শুভকামনা
শুভ ব্লগিং

লিখতে থাকুন পাশেই আছি ইংশাআল্লাহ

২৯ শে জুন, ২০২২ রাত ১০:০৫

জ্যাক স্মিথ বলেছেন: কিন্তু লেখালেখির নেশা পেয়ে বসলে তো সামুর সার্ভারে জট লেগে যাবে। :D
আমি বরং পড়তে থাকি, আপনারা লিখেন।
নিরন্তর শুভকামনা।

৮| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগে স্বাগতম। আপনার প্রোপিকে জন আব্রাহামের ছবিটা ভাল লাগছে। লিখুন নিয়মিত।

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১৫

জ্যাক স্মিথ বলেছেন: জনকে আমার ভাল লাগে।
স্বাগমত আপনাকে।

৯| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমার এক ফ্রেন্ড আতাউর একবার চিঠির সাথে জনের ভিউকার্ড পাঠিয়েছিল। জিন্সের সাথে সেন্টু গেঞ্জী পড়া সেই ছবিটা আজও চোখে ভাসে। সেই থেকে জনকে আমারও এক প্রকার ভাললাগে। প্রথম দিকে ওর মুভিগুলোও ভাললাগতো। ভাল থাকুন।

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৩০

জ্যাক স্মিথ বলেছেন: অনেকদিন পর ভিউকার্ড শব্দ শুনলাম :D শব্দটা এখন হারাতে বসেছে।
আপনার স্মৃতিচারণ ভাল লেগেছে।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৭

অঙ্গনা বলেছেন: আপনের ব্লগে আসবার ইতিহাস ও দেখি আমার মতন
অনেকদিন দেখে পড়ে তারপর নিজের আইডি।
লেখালিখির নেশা না পাক মন্তব্য নেশা আপনার ব্যাপক
পরপর কয়েকটা ধামাকা পোষ্ট দেন তো, প্রথম পাতায় এসে দম নিবেন।

একটা মুভি ডাউনলোডে দিছেন দেখলাম রিভিউ দেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৯

জ্যাক স্মিথ বলেছেন: আপনাকে অনেকগুলো লাল গোলাপের শুভেচ্ছা।
জ্বী, ঠিক ধরেছেন, মন্তব্যের নেশা আমার ব্যপক।
নাহ, থামাকা পোস্ট দেয়া যাবে না তাহলে আবার লেখালেখির নেশায় ধরে যাবে যে।
হুমম, মুভিটি ডাউনলোড চলছে, ৮৭% হয়ে গেছে অলরেডি, এই মুভিটি আমার দেখা হবে হয়তো আরও এক মাস পরে কারণ কিউ তে আরও অনেক মুভি আছে, আমি যখন যেখানে যা পাই তা-ই শুধু ডাউনলোড, বুকমার্ক করি কিন্তু সব দেখা, বা পড়ে শেষ করা হয়ে উঠে না।

১১| ২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:০৫

খায়রুল আহসান বলেছেন: আপনার ব্লগপাতায় এসে প্রথম পোস্টটা পড়ে গেলাম। ছোট, ছিমছাম পোস্ট, লেখা সাবলীল গতিতে এগিয়েছে। আপনি মন্তব্য/প্রতিমন্তব্যও ভালো করেন। প্রথম পোস্টে সুস্বাগতম জানিয়ে আপনার জন্য অনেক শুভকামনা রেখে গেলাম।

২৮ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:২৪

জ্যাক স্মিথ বলেছেন: আমার নীড়ে আপনার পদধূলি পেয়ে আমি সত্যিই অনেক গর্বিত জনাব খায়রুল আহসান।
আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং শুভকামনা থাকবে সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.