নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

আফগানিস্তানকে তুলোধুনো করে বাংলাদেশের রেকর্ড জয়!!

১৭ ই জুন, ২০২৩ রাত ১০:১০


নহ্ বেশিক্ষণ গ্যাজাবো না, ব্লগে এসেছি খবর'টা দেওয়ার জন্য, আর তা হচ্ছে- বাংলাদেশ মিরপুরে এক কান্ড ঘটিয়েছে আজ। জ্বী, ঠিক ধরেছেন মিরপুরে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টে বাংলাদেশ জয়লাভ করেছে। কিন্তু, কত রানে জয় লাভ করেছে একবার একটু কল্পনা করুন তো? ১ রান? ২ রান? ১০০? ২০০? জ্বী না আরও বেশি রানে বাংলাদেশ জয়লাভ করেছে, ৩০০? ৪০০? উহু..আরও বেশি যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভণিতা না করে এবার থলের বিড়ালটা বের করে দেই; আজ বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে ৫৪৬ রানের এক বি-শা-ল জয় পেয়েছে!! ভেবেছিলাম ম্যাচটিতে হয়তো হড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু তাই বলে ৫৪৬ রানের জয়!! ভাবা যায়?? টি২০ তে যে আফগানিস্তানের কাছে বাংলাদেশ নাকানি চুঁবানি খায় সেই আফগানিস্তানকে এত বড় ব্যবধানে পরাজিত করবে তা আমি কেন কেউ'ই কল্পনা করেনি। আর তাই এত বড় এক খুশির খবর ব্লগে তুলে দেয়ার লোভ সামলাতে পারলাম না। ম্যাচের প্রতিটি দিন, প্রতিটি সেশন ছিল বাংলাদেশের একক অধিপত্য; ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোন বিভাগেই আফগানিস্তান দাঁড়াতেই পারেনি, কিন্তু তবুও ৫৪৬ রানের জয়টা যেন এখনো বিশ্বাস হচ্ছে না। এতবড় এক জয় দেখে আমি ভেবেছিলাম 'নিশ্চয়ই এটা এক বিশ্ব রেকর্ড' কিন্তু না, দেড় শত বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশের চেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড আছে আর মাত্র দুটি , ১৯২৮ সালে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারিয়েছিল এবং ঠিক তার ৬ বছর পর ১৯৩৪ সালে অস্ট্রেলিয়া ইংল্যন্ডকে ৫৬২ রানে হারিয়ে এক মধুর প্রতিশোধ নিয়েছিল এবং আজ ৮৯ বছর পর বিশ্ব ৫০০+ রানের ব্যবধানে জয় দেখলো। আশা করি বাংলাদেশের এই রেকর্ড আগামী এক শত বছর পর্যন্ত টিকে থাকবে। নিচের ছবিতে রানের হিসেবে বড় ৫ টি জয়ের পরিসংখ্যান দেয়া হলো, যেখানে বাংলাদেশে অবস্থান তৃতীয়।



বাংলাদেশের আগ্রগতি কেউ রুখতে পারবে না, জয় বাংলা।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৮২/১০, নাজমুল হোসাইন শান্ত ১৪৬, মুশফিক ৪৭ এবং মেহেদী মিরাজ ৪৮। নিজাত মাসুদ ৫ উইকেট।
আফগানিস্তান প্রথম ইনিংস: ১৪৬/১০, মাত্র ৪ জন ব্যাটার ডাবল ফিগারে পৌঁছুতে পেরেছে, সর্বোচ্চ, ৩৫ এবং ৩৬। এবাদত হোসেন ৪ উইকেট।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৪২৫/৪, নাজমুল হোসাইন শান্ত ১২৪, মুমিনুল ১২১ এবং জাকির হোসাইন ৭১। জহির খান ২ উইকেট।
আফগানিস্তান দ্বিতীয় ইনিংস: ১১৫/১০ আরও করুণ অবস্থা, মাত্র মাত্র ৩ জন ব্যাটার ডাবল ফিগারে পৌঁছুতে পেরেছে, সর্বোচ্চ, ৩০। তাসকিন ৪ এবং শরীফ ৩ উইকেট।
ফলাফল: বাংলাদেশ ৫৪৬ রানে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ: নাজমুল হোসাইন শান্ত।
ভেন্যু: মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম।

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২৩ রাত ১০:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সবিস্তারে খবরটি জানানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। অভিনন্দর ক্রিটেক টিমকে।

১৭ ই জুন, ২০২৩ রাত ১০:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: আপনাকও অভিনন্দন, মিস্টার দস্যু ভাই।

২| ১৭ ই জুন, ২০২৩ রাত ১০:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ক্রিকেট সম্পর্কে নলেজ না থাকা এবং খেলাধুলা সম্পর্কে অজ্ঞ কিছু লোক এসে বলবে আফগানিস্তান 'বি' টিম পাঠিয়েছিল। কিন্তু তারা জানেন না যে, আফগানিস্তান র‍্যাংকিঙে বাংলাদেশের অনেক নীচে। কাজেই তাদের বি টিম, এ টিম, মেইন টিম কোনো ম্যাটার করে না। তাদের লিমিটেশনের কারণে হয়ত কিছু ভালো প্লেয়ার আসতে পারে নাই, তারা এলেই যে এই হার তারা ঠেকাতে পারতো ব্যাপারটা তা না। ১ম টেস্টে বাংলাদেশকে হারিয়েছিল তারা। ওটা একটা আপসেট ছিল। যে-কোনো বড়ো দলকে অন্য কোনো ছোটো দল হারিয়ে দিতে পারে, কিন্তু সেটা রেগুলার ফেনোমেনা না। যাই হোক, বাংলাদেশের ঐ হারটা এখনো অন্তরে দগদগে ঘায়ের মতো কষ্ট দিচ্ছে :(

বাংলাদেশ অনেক ভালো খেলেছে নিঃসন্দেহে।

আগামী ওডিআই বিশ্বকাপ নিয়ে পোস্ট দেব। এখনো রেডি হয় নি পোস্ট।

১৭ ই জুন, ২০২৩ রাত ১১:১০

জ্যাক স্মিথ বলেছেন: আসলে মিরপুরে বাংলাদেেশ ভালো খেলে, বড় বড় দলকেই এখানে নাকানি-চুবানি খাওইছে।
নাজমুল হোসাইন শ্বান্ত বাংলার উদীয়মান এক স্টার।
হ্যাঁ আমিও ওডিআই বিশ্বকাপের অপেক্ষায় আছি।
আপনার ক্রিকেটিয় বিশ্লেষণ ভালো হয়েছে।

অনেক ভালো থাকুন, ধন্যবাদ।

৩| ১৭ ই জুন, ২০২৩ রাত ১০:৩৭

শেরজা তপন বলেছেন: প্রথম থেকেই খবর রাখছিলাম। দুর্দান্ত জয়!

১৭ ই জুন, ২০২৩ রাত ১১:১৩

জ্যাক স্মিথ বলেছেন: হ্যাঁ দুর্দান্ত এক জয়! তবে আমি ওডিআই বিশ্বকাপের অপেক্ষায় আছি, এবার বিশ্বকাপ আমাদের জিততেই হবে। :-P

ভালো থাকুন, ভ্রতা।

৪| ১৭ ই জুন, ২০২৩ রাত ১১:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: অভিনন্দন টিম বাংলাদেশ। ধারাবাহিকতা অব্যাহত থাকুক।

১৮ ই জুন, ২০২৩ রাত ১২:৩১

জ্যাক স্মিথ বলেছেন: আপনাকেও অভিনন্দন, কিন্তু আমাদের ধারাবাহিকতার বড়ই আভাব।

৫| ১৮ ই জুন, ২০২৩ রাত ১:০৮

কলাবাগান১ বলেছেন: বেস্ট আউট টা দেখে নিতে পারেন এখানে (তাসকিন এর বলে ৭ নং উইকেট জান্নাত এর)। ভিডিও এর ৪:১০ এর সময় এ। বেস্ট বোলিং ..অফস্ট্যাম্প এত বাহির থেকে যেভবে সুইং করে স্টাম্প ঢুকেছে, ব্যাটসম্যান বুঝতেই পারেনি
https://www.youtube.com/watch?v=bR5QC3iaxEE
Watch 4:10 Taskin's amazing bowling

১৮ ই জুন, ২০২৩ রাত ১:৩৩

জ্যাক স্মিথ বলেছেন: দেখলাম!! সত্যিই মারাত্মক এক ডেলিভারী ছিলো!! B:-) ইয়র্কারের চেয়ে এই ইনসুইং গুলো ডেডলি হয় বেশী। জান্নাত কেন কোহিলি, রোহিতও এই বল ডিফেন্স করতে পারতো কি না সন্দেহ।

ভিডিও'টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৬| ১৮ ই জুন, ২০২৩ সকাল ৯:৪৫

ধুলো মেঘ বলেছেন: রশিদ খান ও মুজিবুর রহমান খেলেনি - এরা খেললে বাংলাদেশের অন্তত ১০০ রান কম হত। আফগানিস্তান টসে জিতে ব্যাটিং উইকেটে ফিল্ডিং নিয়েছে। ফলোঅন করতে হয়নি, তাদের সুযোগ ছিল এর মধ্যে ব্যাটিং লাইনআপ গুছিয়ে নেয়ার - সেটা করতেও তারা ব্যর্থ হয়েছে।

১৮ ই জুন, ২০২৩ সকাল ১১:৫০

জ্যাক স্মিথ বলেছেন: হুমম অনেক কিছুই্ হতে পারতো এই যেমন- শাকিব, মুস্তাফিজ থাকলে আফগানিস্তান ১০০ রানও করতে পারতো না, আবার তামিম দলে থাকলো তো তারা ৭০০ রানে হারতো।

ধন্যবাদ।

৭| ১৮ ই জুন, ২০২৩ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে ক্রিকেট খেলা বন্ধ করে দেওয়া উচিৎ।

১৮ ই জুন, ২০২৩ দুপুর ১:২৫

জ্যাক স্মিথ বলেছেন: হায় হায়!! বলেন কি!! ক্রিকেট বন্ধ করতে হবে কেন? এই ক্রিকেটের জন্যই বাংলাদেশ বিদেশে পরিচিতি পেয়েছে।

৮| ১৮ ই জুন, ২০২৩ দুপুর ১:২২

কাছের-মানুষ বলেছেন: অসাধারণ এই জয়ে অভিনন্দন বাংলাদেশ দলকে। ধন্যবাদ বিস্তারিত এখানে শেয়ারের জন্য আপনাকে।

১৮ ই জুন, ২০২৩ দুপুর ১:২৭

জ্যাক স্মিথ বলেছেন: ‌আপনাকেও অভিনন্দন আমার পোস্টে।

ভালো থাকবেন, কাছের মানুষ।

৯| ১৮ ই জুন, ২০২৩ দুপুর ২:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দ বাংলাদেশ টিম।

১৮ ই জুন, ২০২৩ বিকাল ৩:০৪

জ্যাক স্মিথ বলেছেন: আপনাকেও অভিনন্দন, জনাব মাইদুল সরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.