নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানকে গুড়িয়ে দিলো কোহলি

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৮



চলছে এশিয়া কাপের দ্বিতীয় পর্বের খেলা, যেখানে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তান। খেলাটি শুরু হয়েছিল মূলত গতকাল যেখানে ভারত ২ উইকেটে ১৪৭ রান করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় এবং খেলার বাকি অংশ আজ রিজার্ভ ডে তে গাড়ায়।



আজকের দিনটি পাকিস্তানের জন্য দুঃস্বপ্নের এক দিনে পরিণত করেছে ভারতের দুই ব্যাটসম্যান বিরাট কোহলি এবং কে এল রাহুল। পাকিস্তানি বোলারদের নাকের পানি, চোখের পানি সব একাকার করে দিয়ে দুজনেই সেঞ্চুরি হাঁকিয়ে পুরো খেলা শেষ করে তবেই ড্রেসিং রুমে ফিরেছে, তার মানে হচ্ছ- আজ সারাদিন ২৬ ওভার বল করেও পাকিস্তানি বোলাররা একটি উইকেটও ফেলতে পারেনি। বেধড়ক পিটুনি খেয়েছে পাকিস্তানের প্রতিটি বোলার। সব মিলিয়ে ভারত রানের পাহাড় গড়েছে ৩৫৬/২, যা এ যাবত কালে ভারত পাকিস্তানের মধ্যে যত ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে সর্বোচ্চ স্কোর (ওয়ানডে অবশ্যই)।

এর আগে গতকাল খুব শক্ত একটি ভিত গড়ে দিয়ে গিয়েছিলো ভারতের উদ্বোধনি জুটি রোহিত শর্মা এবং নতুন সেনশেসন সুবমান গিল, দুজনেই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছে এবং ১২১ রানের শক্ত একটি ভিত গড়ে দিয়ে গিয়েছিলো; আর আজকে কোহলি এবং রাহুল তাণ্ডব চালিয়েছে পাকিস্তানি বোলারদের উপর। ভারতের ৪ জন ব্যাটসম্যান ভালো রান করলেও কোহলির অর্জনের কাছে সবকিছু যেন ম্লান হয়ে গিয়েছে। আজকের এই ম্যাচটি কোহলিকে নিয়ে গিয়েছে অনন্য এক উচ্চতায়। ওয়ানডে ক্রিকেটে কোহিলির আজ ১৩ হাজার রানের গৌরবময় মাইল ফলক পূর্ণ হলো যা দ্রুততম সময়ে ১৩ হাজার রানের একটি বিশ্ব রেকর্ড। ওয়ানডে ক্রিকেটে কোহলিই সবচেয়ে কম ম্যাচ খেলে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন যা শচিনের চেয়েও দ্রুততম এবং আজকের এই সেঞ্চুরির সুবাদে কোহলির সেঞ্চুরির সংখ্যা দাঁড়ালো ৪৭ যা আরেকটি দ্রুততম ৪৭ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। দুর্বার গতিতে কোহিলি শচিনের একের পর এক রেকর্ড সব ভেঙ্গে ফেলছেন, ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ভঙ্গ করতে কোহলির আর মাত্র ৩ টি সেঞ্চুরির প্রয়োজন তাহলেই লিটল মাস্টার শচিনকে পিছনে ফেলে হয়ে উঠবেন ক্রিকেটের মহাতারকা। কোহলির দ্বারা শচিনের যত রেকর্ড সব ভঙ্গ করা এখন সময়ের ব্যাপার মাত্র। আজকের এই দিনটি শুধুই কোহলির, দিল্লীর এই সেনসেশন ইতিমধ্যে অনুস্কার মন জয় করে নিয়েছেন আর এখন জয় করছেন ক্রিকেটের যাবতীয় সবকিছু, এ যেন - "আমি আসলাম দেখলাম এবং জয় করলাম সবকিছু"।

সাবাশ কোহলিB-)




নোট: এই পোস্ট যখন লিখছি তখন বৃষ্টির কারণে খেলা আবারও বন্ধ রয়েছে, পাকিস্তানের স্কোর: ৪৪/২, ১১। ভারত: ৩৫৬/২, বিরাট কোহলি ১২২ এবং কে এল রাহুল ১১১।

মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৬

শাহ আজিজ বলেছেন: খুব খুশি লাগছে শুনে । আজ অপেক্ষা করেও বৃষ্টির কারনে খেলা দেখা হয়নি , মনে হল খেলা পরিত্যক্ত হবে ।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৪

জ্যাক স্মিথ বলেছেন: খেলা আবারও শুরু হইসে, পকিস্তানের ৪ টা গেছে :D বিশাল ব্যবধানে হারবে পকিস্তান।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৩

নূর আলম হিরণ বলেছেন: বিরাট কোহলি, ইয়্যু বিউটি!

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৭

জ্যাক স্মিথ বলেছেন: কোহলির সেরা সময় কাটচ্ছে, খুব ফুরফুরা মেজাজে আছে বেচারা। কোহিলির সেঞ্চুরি দেখে অনুষ্কা খুবই খুশি, আজকে দারুণ মজা হবে। :D

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: অথচ এ খেলাটাই বাংলাদেশের জন্য কত কঠিন। বাঘ বিড়ালেরা মনে হয় শূন্য হাতে দেশে ফিরছে।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫০

জ্যাক স্মিথ বলেছেন: একদম ঠিক বলছেন, বাংলাদেশের ব্যাটিং লাইনআপের ভয়াবহ অবস্থা হয়েছে ইদানিং। এদের আউট হওয়ার ধরণ দেখলে মনে হয় যেন পাড়া মহল্লার টিম। আমি হতাশ।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: খুব সম্ভবত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এই ধরনের ব্যক্তিগত ছবি ব্যবহার করা নিতান্তই অপ্রাসঙ্গিক। ছবিটি সরিয়ে দেয়ার অনুরোধ থাকছে। ধন্যবাদ।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৯

জ্যাক স্মিথ বলেছেন: আমার মনে হয় না ছবিটি অপ্রাসঙ্গিক, কোহলির আজকের এই অবস্থান শুধু অনুষ্কার জন্য। কোহলি সেঞ্চুরি করলে অনুষ্কার চেয়ে বেশি খুশি অন্য কেউ হয় না। আজকে কোহলিকে ৪৬ টি গোলাপ উপহার দিবে অনুষ্কা কারণ আজ সে ৪৬ টি সেঞ্চুরি করেছে। তাছাড়া তারকাদের আবার ব্যক্তিগত লাইফ আছে নাকি? এরা দুজনেই তারকা।

তবে আপনি যদি ব্লগের মডারেটর হয়ে থাকেন, তাহলে ছবিটি সরিয়ে দিবো।

ধন্যবাদ।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৩

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশের খেলার সঠিক কোন প্যাটার্ণ নেই।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৫

জ্যাক স্মিথ বলেছেন: বাংলাদেশের পেস বোলিং লাইন আপ অনেক উন্নতি করেছে কিন্তু ব্যটিং লাইন আপ ঠিক ততটাই অধঃপতন হয়েছে, অথচ খেলাটাই ব্যাটাসম্যানদের খেলা। এবারের বিশ্বকাপে বাংলাদেশ প্রথম রাউন্ড থেকেই বিদায় নিবে মনে হচ্ছে।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৩

কামাল১৮ বলেছেন: ক্রিকেট এক অনিশ্চয়তার খেলা।কে যে কখন জ্বলে উঠবে কিছুই বলা যায় না।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৮

জ্যাক স্মিথ বলেছেন: হুমম, এ যেন জীবনেরই এক প্রতিচ্ছবি। আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই- ক্রিকেটে শচিন টেন্ডুলকার সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত অথচ সেই শচিনই সবচেয়ে বেশি ম্যাচ হারের সাক্ষী হয়েছে। তাহলে ফলাফল কি দাঁড়ালো? এত এত অর্জনের পরেও সবচেয়ে বেশি ম্যাচ হারার খেলোয়ার সে।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৫

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: ...তারকাদের আবার ব্যক্তিগত লাইফ আছে নাকি? ..তবে আপনি যদি ব্লগের মডারেটর হয়ে থাকেন, তাহলে ছবিটি সরিয়ে দিবো।

আপনার বক্তব্য ও দৃষ্টিভঙ্গি নিতান্তই দুঃখজনক।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: আপনি বিষয়টা বুঝতেছেন না, এটা মোটেও ব্যক্তিগত ছবি না, এটি একটি ভাইরাল ছবি, অনুষ্কার ইনস্টাগ্রাম থেকে ছবিটি ভাইরাল হয়েছিল।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪০

জ্যাক স্মিথ বলেছেন: আর এই ছবিটি এই পোস্টের সাথে খুবই প্রাসঙ্গিক, কোহলির যে কোন বড় সাফল্যের নিউজে অনুষ্কার প্রসঙ্গ আসবেই। আপনি গুগল এ 'কোহলি অনুস্কা' লিখে সার্স মারেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন।

ধন্যবাদ।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৩৭

কলাবাগান১ বলেছেন: শামীম এর জায়গায় মাহমুদ্দৌলা রিয়াদ থাকলে বাংলাদেশ অনায়াসে শ্রীলংকার সাথে জিতত

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১৩

জ্যাক স্মিথ বলেছেন: বাংলাদেশে নতুন একজনও ভালো ব্যাটাসম্যান বের হচ্ছে না, মাহমুদুল্লাহকে অন্তত বিশ্বকাপ পর্যন্ত দলে রাখা উচিৎ ছিলো।
আমার চোখে মোহাম্মদ নাঈম হচ্ছে বাংলাদেশ দলের সবচেয়ে বাজে ব্যাটসম্যান, গত ম্যাচেও সে ৪৬ টি বল খেলেছে এর মধ্যে একটি বলও সে ঠিকমত খেলতে পারে নি এবং আউটও হয়েছে যথারীতি ১০ নাম্বার ব্যাটাসম্যানদের মতই। এমন বাজে একজন ব্যাটাসম্যানকে ঠিক কি কারণে দলের ওপেনার হিসেবে জায়গা দিলো বিষয়টা ভেবে আমি কুল পাইনা।

ভালো থাকবেন।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৩১

কামাল১৮ বলেছেন: ক্রিকেট আমার প্রিয় খেলা না।আমি এই খেলা নিয়ে চিন্তা ভাবনা করি না।ফুটবল এখন কে ভালো খেলে তাও জানি না।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৫১

জ্যাক স্মিথ বলেছেন: আমিও এখন খেলা নিয়ে চিন্তা ভাবনা করি না, তবে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ ম্যাচ দেখি, তবে এক সময় ক্রিকেট আমার নেশা ছিল, অনেক অনেক স্মৃতি এসব নিয়ে চেইন পোস্ট করলে করা যায়।

শুভেচ্ছা জনবেন।

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:২১

শূন্য সারমর্ম বলেছেন:


কোহলির বায়োগ্রাফী বের হলে, আনুস্কার অবদান সম্পর্কে সবাই অবহিত হবে।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৪৬

জ্যাক স্মিথ বলেছেন: যে কোন মানুষের সাফল্যে তার পরিবারের একটা অবদান থাকে, কোহলির অনুস্কার সাথে সম্পর্কের আগের ও পরের পার্ফমেন্সের মধ্যে বেশ পার্থক্য লক্ষ করা যায়, কোহলি নিজেও স্বীকার করেছে অনুস্কা না থাকলে তার পক্ষে এতকিছু অর্জন করা সম্ভব হতো না। হ্যাঁ বায়োগ্রাফী বের হলে হয়তো আরও বিস্তারিত জানা যাবে।

শুভেচ্ছা নিরন্তর।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫

মোঃমুশফিকুর রহমান বলেছেন: কোহলির সেঞ্চুরির সংখ্যা হবে ৪৭ টি, ঠিক করে দেন

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৬

জ্যাক স্মিথ বলেছেন: জ্বী, ধন্যবাদ ঠিক করে দিয়েছি। আমি ভেবেছিলাম ৪৬ টি হলো বুঝি কিন্তু এখন দেখি ৪৭, তার মানে আর মাত্র ৩ টি সেঞ্চুরি হলেই শচিনের রেকর্ড ভেঙ্গে ফেলবে। যা হবে বিরাট কোহলির জন্য বিরাট এক অর্জন। B-)

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: ক্রিকেটে আমরা ভালো করছি না কেন? অযোগ্য অদক্ষ নীতি নির্ধারকদের জন্য?

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৬

জ্যাক স্মিথ বলেছেন: হুমম, বাংলাদেশের ক্রিকেট এখন আবার উল্টো পথে চলা শরু করছে।

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৮

মেঠোপথ২৩ বলেছেন: অনেক আগ্রহ নিয়ে এশিয়া কাপ দেখতে বসেছিলাম। চুরান্ত হতাশ হয়েছি। একটা খেলাও জমেনি। আর বাংলাদেশের পারফরমেন্সের কথা আর নাই বলি!

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৯

জ্যাক স্মিথ বলেছেন: তবে আজকের ভারত শ্রীলংকার ম্যাচটা খুব টাইট ম্যাচ হবে বলে মনে হচ্ছে, ভারত ২৭০/৮০ এর মত রান করতে পারে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৫

বাউন্ডেলে বলেছেন: দারুন খেলেছে। পাপ্পি পাওয়ার যোগ্য্য বটে !

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৩

জ্যাক স্মিথ বলেছেন: গতকাল কোহলিকে অনুস্কা ৪৭ টি পাপ্পি দিয়েছে। :D যতবার সেঞ্চুরি ততবার পাপ্পি আর এই পাপ্পির লোভে লোভে সে একের পর এক সেঞ্চুরি করে যাচ্ছে। B-)

শুভেচ্ছা।

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



পাকিস্তান আর ভারত এরা একই চিন্তা চেতনার মানুষ। পাকিস্তান ভারত ক্রিকেট খেলাকে কলংকিত করেছে।



১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৫

জ্যাক স্মিথ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, কিন্তু ভারত পাকিস্তান ক্রিকেট খেলাকে কিভাবে কলংকিত করলো?

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: কোহলি শীঘ্রই শচীনের সব রেকর্ডকে উৎরে যাবে; এটা এখন শুধু সময়ের ব্যাপার।
এ্যালান ডোনাল্ড বাংলাদেশের বোলিং কোচ হিসেবে যোগদানের পর দলের বোলিং এর মান অনেক উন্নত হয়েছে।
সেই ভারতকেই আবার বাংলাদেশ দল (minnows) হারিয়ে দিল! শাবাশ টাইগার্স!

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৬

জ্যাক স্মিথ বলেছেন: আবার নতুন এক মহাতারকার আবির্ভাব হয়েছে বলে মনে হচ্ছে, তিনি হলেন শুভমন গিল। গিল সম্ভবত কোহলিকেও ছাড়িয়ে যাবে।

হ্যাঁ বর্তমান বাংলাদেশের বোলিং পূর্বের যে কোন সময়ের তুলনায় বেশি শক্তিশালী, কিন্তু ব্যাটিং এ উন্নতি করতে পারেনি।

গতকালের বাংলাদেশের জয় নিয়ে একটি পোস্ট করেছি :)

আপনার মন্তব্যে পেয়ে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.