নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।
একজন ভালো রাজনীতিবীদ হতে হলে এই গুনগুলো আপনার মধ্যে থাকতেই হবে, তাহলেই কেবল আপনি আমাদের দেশের জন্য একজন আদর্শ রাজনীতিবীদ হয়ে উঠবেন। নিচের মাত্র ৬ মিনিটের এই ভিডিওটিতে একজন যোগ্য রাজনীতিবীদ হওয়ার সমস্ত গুনাবলী খুব সুন্দর ভাবে ফুঁটিয়ে তুলা হয়েছে, তো আর দেরি নয় চলুন ভিডিওটি এক নজড়ে দেখে ফেলি।
আশা করি ক্লিপটি থেকে অনেক যোগ্যতা অর্জন করেছেন।
নিচের ক্লিপটিতে বাংলাদেশের চাকরির বাজারের বাস্তব চিত্র দারুণ ভাবে তুলে ধারা হয়েছে, ইট'স সো ফাকিন রিয়েল!! ভালো না লাগলে পয়সা ফেরৎ ।
নায়ক মান্নার অভিনয়গুলো লক্ষ্য করছেন? অভিনয় তো নয় যেন এক জীবন্ত চিত্র, এক সময় এই নায়কের অনেক ভক্ত ছিলাম। আমি অবশ্য মান্নার মারামারি দেখতেই আগ্রহী ছিলাম বেশি তাই সংলাপ নিয়ে এতটা মাথা ঘামাতাম না, কিন্তু এখন বুঝি মান্নার মুভি মানেই সমাজের বাস্তব চিত্রের প্রতিফলন, তার অভিনয় দক্ষতার কারণেই তিনি সব শ্রেণীর মানুষের কাছে সমান জনপ্রিয় ছিলেন।
আর বর্তমানে সে সব নায়কেরা রয়েছেন এরা নায়ক তো নয় যেন হাফ-লেডিস, অভিনয় তো নয় যেন অভিনয়; আই মিন, দেখেই বুঝা যায় এরা অভিনয় করছে। বর্তমানে যে সকল বাংলা মুভি তৈরী হয় এগুলো মুভি নয় যেন পিকনিক; মানে, কোথাও একটু ঘুরতে গেলো, একটু মৌজ মাস্তি করলো, দুই-চারটা শর্টস নিলো আর মুভি তৈরী হয়ে গেলো।
মিস ইউ মান্না, যারা যারা মান্নার ভক্ত ছিলেন তারা লাইক মারেন।
২৮ শে জুলাই, ২০২৪ রাত ৯:৪১
জ্যাক স্মিথ বলেছেন: কিন্তু এভাবে আর কতকাল? এ থেকে মুক্তির উপায় কি?
২| ২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০৩
কামাল১৮ বলেছেন: আমি তার কোন ছবিই দেখি নাই।এই গুলি সস্তা কথাবার্তা যা দিয়ে সমাজের কোন পরিবর্তন আনা সম্ভব না।পরিবর্তনের জন্য চাই মানুষকে ঐক্যবদ্ধ করা অন্যায়ের বিরোদ্ধে।চটকদার কথা বলে হিরো হওয়া তাতে মানুষের কোন উপকারে আসে না।
২৮ শে জুলাই, ২০২৪ রাত ৯:৪৫
জ্যাক স্মিথ বলেছেন: বংলা ছবিতে এ টাইপেরই কথা বার্তা হয়, উপরের ক্লিপটি আমার কাছে বেশ ফানি মনে হয়েছে এবং বাস্তবও বটে।
অন্যায়ের বিরোদ্ধে। চটকদার কথা বলে হিরো হওয়া তাতে মানুষের কোন উপকারে আসে না। - খুব দারুণ একটি কথা বলেছেন, অবসর টাইমে মানুষ এসব নিয়ে আলাপ করে বিনোদোন পায়, কিন্তু সত্যিকারের সমাধানের পথ কেউ বাতলে দিতে পারে না।
৩| ২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: মান্নার বেশিরভাগ সিনেমাই রাজনীতি সচেতন এবং বাস্তবতা ঘনিষ্ঠ। ভালো লাগত তার অভিনয়।
২৮ শে জুলাই, ২০২৪ রাত ৯:৪৬
জ্যাক স্মিথ বলেছেন: ডিপজলের সাথে মান্নার ডায়ালগগুলো সেই লেভেলের।
৪| ২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩০
সোনাগাজী বলেছেন:
আমাদের ব্লগে রাজনীতিতে মাষ্টার্স করা ১ জন ব্লগার আছেন, ব্লগার না'হল তরকারী; হয়তো, আরো আছেন।
২৮ শে জুলাই, ২০২৪ রাত ৯:৫০
জ্যাক স্মিথ বলেছেন: আমার কাছে মাঝে মাঝে রাজনীতি নিয়ে আলাপ করা একদম সময় নষ্ট বলে মনে হয়, তবুও মাঝে মাঝে একটু হৈ চৈ করি সবাই করে তাই।
আমেরিকান রাজনীতি নিয়ে কিছু লেখেন, বাইডেন সরে যাওয়ার পর তো ডেমোক্র্যাটরা নতুন করে উজ্জিবিত হওয়া শুরু করছে।
তবে বাইডেন সঠিক সিন্ধান্ত নিয়েছে এটা বলতে হবে, এটা আরও আগেই করা উচিত ছিলো।
৫| ২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১ম ভিডিওর অর্ধেক আর ২য় ভিডিওটা সম্পূর্ণ দেখলাম। হাউএভার, মান্না আমার প্রিয় অভিনেতা নন, যদিও তার প্রথম ছবি 'পাগলী' দেখে তাকে খুব ভালো লেগেছিল। রাজ্জাক এরেনার পর সবচাইতে ভালো নায়ক হওয়ার সম্ভাবনা ছিল অমিত হাসান ও ফেরদৌসের, কিন্তু ভালো পরিচালকের অভাবে তারা ভালো ও কালজয়ী অভিনেতা হতে পারেন নি, তার জায়গায় যাকে নিয়ে মানুষ বেশি মাতামাতি করে, তাকে মনে হয়েছে মৌসুমীর উপর ভর করে উৎরে যাওয়া নায়ক। যাহোক, এগুলো আলোচ্য বিষয় না।
আপনার প্রথম ছবিটাই রাজনীতিকগণের কূটবুদ্ধির উৎকৃষ্ট উদাহরণ। সারা বিশ্বের রাজনীতিকগণই জনগণকে নিয়ে খেলেন, আশ্বাস দেন, কিন্তু নির্বাচিত হবার পর সেবক ও রক্ষকের বদলের বেশিরভাগই হয়ে ওঠেন ভক্ষক - যেন জনগণই তাদেরকে স্বৈরাচার রক্তখেকো হবার জন্য ম্যান্ডেট দিয়েছে।
আপনি যখন জনগণের ভোটে নির্বাচিত হচ্ছেন, তখন আপনি একান্তই জনগণের সেবক। আপনার ঐ পদের জন্য অনেকগুলো চার্টার অব ডিউটিজ আছে, যেগুলো পালন করা আপনার জন্য অবশ্য কর্তব্য। যমুনা ব্রিজ, পদ্মা ব্রিজ, মেট্রোরেল বানিয়ে জনগণের উদ্দেশ্যে অহংকার করে বলার অধিকার আপনার থাকে না যে, এটা আপনি করেছেন, এটা জনগণ বলবে, কারণ, জনগণ আপনাকে সেই ম্যান্ডেট দিয়েছে এবং টাকাও জনগণই দিয়েছে। আপনি কোনোক্রমেই বলতে পারেন না, মেট্রোরেলে কি আমি চড়বো? এতে আপনার চরম ঔদ্ধত্য প্রকাশ পাবে। একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে যখন জনগণকে আপনি শত্রু হিসাবে দাঁড় করাচ্ছেন বা ভাবছেন, আপনার নৈতিক পতনের ইন ফ্যাক্ট তখনই শুরু। একজন নির্বাচিত প্রতিনিধি কোনোভাবেই জনগণের উদ্দেশ্যে ক্ষোভ ঝারতে পারেন না, জনগণকে গালি দিতে বা অপবাদ দিতে পারেন না, জনগণ তাকে সেই ম্যান্ডেট দেয় নি।
আপনি নির্বাচিত হবার পর অবশ্যই আপনাকে দেশের জন্য কাজ করতে হবে। আপনি কিছুই না করে বসে থাকতে পারেন না কোনোভাবেই, কারণ, দেশের জন্য কাজ করবেন আপনি, সেজন্যই আপনাকে নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট দেয়া হয়েছে।
একজন দায়িত্বশীল নির্বাচিত জনপ্রতিনিধি সব সময় জনগণের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, বিনয়ী থাকেন, প্রতিশ্রুতিবদ্ধ থাকেন। তাকে ডিপ্লোমেসি বুঝতে হয়, ডিপ্লোমেসির ভাষা ব্যবহার শিখতে হয়।
আমরা অনেকেই মনে করি অমুক বা তমুকের কোনো বিকল্প নেই। এটা হলো জ্ঞানহীন উর্বর মস্তিস্কপ্রসূত ভাবনা। একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ আপনাকে ক্ষমতাশীল করে। একটা স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থায় বন্দুকের গুলি ও আপনার চারপাশের ক্ষমতাধর ব্যক্তিগণ আপনাকে 'পাপেট ক্ষমতাধর' করে রাখে, আর আপামর জনগণ তখন ভ্রমভাবে তাকে 'বিকল্পহীন' ভাবতে শুরু করেন। ঐ পরিস্থিতিতে যদু, মধু, রাম, শ্যাম - সবাই সবচাইতে ক্ষমতাবান ব্যক্তি এবং 'বিকল্পহীন' হয়ে ওঠেন।
বাংলাদেশের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেল। কী পরিমাণ ক্ষতি হয়ে গেল এটা এখন আমরা বুঝবো না, কারণ, বাংলাদেশের টিভি মিডিয়ায় সরেজমিন ঘটনাপ্রবাহের সঠিক প্রতিফলন নেই। সোশ্যাল মিডিয়া সংকুচিত হয়ে যাওয়ায় সেগুলো খুব দেখা যাচ্ছে না। তবে, আমরা যারা ঘটনাপ্রবাহের সাক্ষী, তারা টের পাচ্ছি কী হয়ে গেল, এবং ঘটানা-উত্তর বাংলাদেশে এখন কী হচ্ছে।
এ স্বাধীন সুন্দর সোনার বাংলাকে সত্যিই আমরা ভালোবাসি। কিন্তু এমন নির্মম নৃশংসতা আমাদের দেখতে হবে, তা ভাবি নি।
দল মত, ধর্ম ভেদ নির্বিশেষে আমাদের একতাবদ্ধ হয়ে এই আগুন খেলা থামাতে হবে, আমরা যদি দেশকে বাঁচাতে চাই।
আপনি বিশ্বরাজনীতি ও দেশীয় রাজনীতি নিয়ে অনেক লেখেন। কোনো কোনোটা ভালো হয়, যদিও মন্তব্য করা হয় না।
২৮ শে জুলাই, ২০২৪ রাত ১০:১০
জ্যাক স্মিথ বলেছেন: অসাধারণ, এক কথায় অসাধারণ এক মন্তব্যর মাধ্যমে গুরুত্বপুর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন।
হ্যাঁ সেরকমই তো হওয়ার কথা, আমরা সবাই সেটাই চাই কিন্তু তা তো হচ্ছে না।
বন্দুকের নলই হচ্ছে ক্ষমতার একমাত্র উৎস এই নীতির উপর নির্ভর করেই মূলত এই সরকার টিকে রয়েছে।
শেখ হাসিনা মাঝে মাঝে বলেন, এটা আমি করেছি, ওটা আমি করেছি, যা আমার কাছে খুবই দৃষ্টিকটূ মনে হয়। তিনি বড়জোর বলতে পারেন এটা আমরা করেছি বা বাংলাদেশ আওয়ামীলগ করেছে, অথবা আমাদের সরকার করেছে কিন্ত তিনি তা না বলে সারাসরি 'আমি করেছি' এটা মোটেও ভালো দেখায় না।
প্রথম ক্লিপটিতে বলা হয়েছে, ভালো রাজনীতিবীদ হতে হলে বুদ্ধিহীন কিছু চ্যালা থাকতে হয়, আমার ধারণা শেখ হাসিনাও এমন বুদ্ধিহীন কিছু চ্যালার দ্বারা পরিবেষ্টিত যে কারণে আজকাল উনার কথাবর্তার মধ্যে বুদ্ধিহীনতা প্রবল ভাবে লক্ষ্য করা যাচ্ছে। আপনি যাদের দ্বারা পরিবেষ্টিত থাকবেন ঠিক তাদের মতোই তো আচার আচরণ করার কথা, তাই নয় কি?
আবার বয়সের কারণেও এমন হতে পারে, বাইডেনের মত আর কি।
কষ্ট সাধ্য মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আর ছোট করতে চাই না।
ভালো থাকবেন।
৬| ২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪
ডার্ক ম্যান বলেছেন: আমিও রাজনীতিবিদ হতে চাই কিন্তু কোনো তরিকা খুঁজে পাচ্ছি না
২৮ শে জুলাই, ২০২৪ রাত ১০:১৩
জ্যাক স্মিথ বলেছেন: তরিকা তো প্রথম ক্লিপটিতে বলাই আছে- বুদ্ধিহীন কিছু চ্যালা থাকতে হবে আর উল্টা পাল্টা কথা জোড় গলায় বলতে পারলেই রাজনীতির লাইন তাদের জন্য ভালো।
৭| ২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি মান্নার একটা ফিল্ম দেখছিলাম। কি নাম মনে নেই।
২৮ শে জুলাই, ২০২৪ রাত ১০:২৯
জ্যাক স্মিথ বলেছেন: মান্নার ছবিগুলো সব মারাদাঙ্গা টাইপের, রাজনীতি, দূর্ণীতি, আন্দোলন এসব নিয়ে তার ডায়ালগুলো ছিলো সেই লেভেলের। বর্তমানের কোন নায়কই মান্নার ধারে কাছে যেতে পারবে না।
মান্নার মৃত্যুতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলো, বাংলাদশে কোন একজন ব্যক্তির মৃত্যুতে এত মানুষ জড়ো হয়নি কখনো।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেক কিছু জানলাম ও শুনলাম।