নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।
আওয়ামীলীগ আপাতত কোমায় চলে গিয়েছে আগামী ২০ বছরে দলটি ঘুরে দাঁড়াতে পারবে কি না সন্দেহ, তাহলে বাকি থাকলো বিএনপি এবং জামাত। বাংলাদেশের মানুষ প্রচুর ধর্মভীরু হলেও রাজনীতিতে তারা আওয়ামীলীগ এবং বিএনপির উপরেই ভরসা রেখে আসছে তাই আগমী নির্বাচনে বিএনপি'ই সরকার গঠন করতে যাচ্ছে সে জন্য তাদের অগ্রিম শুভেচ্ছা জানানো যেতেই পারে।
অন্তর্বর্তী সরকার নিয়ে আমি অবশ্য খুব একটা মাথা ঘামাচ্ছি না, মাত্র ৬ মাস ১ বছর সময়ে এরা কি'ই বা করতে পারবে, অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটাই চাওয়া তারা যেন একটা অবাধ এবং সুষ্ঠূ নির্বাচনের ব্যবস্থা করে দেয় আর তা যদি হয় তাহলে নিশ্চিত ভাবেই বিএনপি ক্ষমতায় আসছে এবং জামাত বিরোধী দল হতে যাচ্ছে। পরবর্তী টার্মে জামাত হয়তো সরকার গঠন করবে তখন বিএনপি হবে বিরোধী দল, বিএনপি এবং জামাতের হাতেই মূলত বাংলাদেশের ভবিষ্যত নিহীত রয়েছে। এই হচ্ছে আমার রাজনীতির সহজ সমীকরণ।
এখন দেখার বিষয় নতুন কোন চমক আসে কি না এবং বাংলার জনগণ তাদের কিভাবে গ্রহণ করে।
আমার ধারণা বিএনপি এবার ক্ষমতায় আসলে আগের মত দূর্ণীতি কারার সাহস পাবে না, আর জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তারা বিএনপির চেয়ে অনেক কম দূর্ণীতি করবে, কারণ জামাতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ থাকলেও জামাত নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই বললেই চলে। তাই দূর্ণীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে জামাতের বিকল্প কিছু নেই।
নূর হোসেন অবশ্য দাবী করেছে আরেকটি দানব সরকারকে ক্ষমতায় বসানোর জন্য শিক্ষার্থীরা জীবন দেয় নি, সে হয়তো বিএনপির দিকেই ইঙ্গিত করেছে, কিন্তু কথা হচ্ছে দেশের জনগন কোন সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে বা না আনবে তা কি নূর হোসেনরা সিলেক্ট করে দিবে? যদি তাই হয় তাহলে শেখ হাসিনা আর নূর হোসেনদের মধ্যে পার্থক্য থাকলো কি?
ধন্যবাদ।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৫
জ্যাক স্মিথ বলেছেন: নুর হোসেনরা ১৫ দফার দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে, দেখা যাক কি হয়।
জনতার ভোট এবার বিএনপির বাক্সেই পড়বে।
প্রথম মন্তব্যে শুভেচ্ছা আপনাকে।
২| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৩
নতুন বলেছেন: জনগনের ভোটে নিবাচিত সরকারে শক্তিশালী বিরোধী দল থাকলে সরকার দানব হতে পারবেনা।
দেশের মানুষ যদি বিএনপি বা জামাতকে ভোট দেয় তবে কিছুই করার নাই। সেটা সকলের ব্যার্থতা যে সাধারন মানুষের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ঠিক মতন পৈছায়নাই। বরং ওয়াজবাজেরাই ব্রেনওয়াস করেছে ঠিক মতন।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫৩
জ্যাক স্মিথ বলেছেন: মুক্তিযুদ্ধের কথা বলে এখন আর লাভ নেই, মুক্তিযুদ্ধের স্মৃতি সব পুড়িয়ে দেয়া হয়েছে তাছাড়া নতুন ইতিহাসও লেখা হচ্ছে, ৫ই আগস্ট হতে যাচ্ছে বিজয় দিবস আর জুলাই হতে যাচ্ছে স্বাধীনতা যুদ্ধের মাস আর কিছুদিন পর ৭১ এর নাম গন্ধও খুঁজে পাওয়া যাবে না।
ওয়াজিরাই বাংলার মাঠ দখল করতে যাচ্ছে।
৩| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৭
সোনাগাজী বলেছেন:
বিএনপি বলতে কোন দল নেই, দলটা হলো, বিএনপি-জামাত-শিবির
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:০০
জ্যাক স্মিথ বলেছেন: বিএনপি-জামাত-শিবির, হেফজত, হিজবুত তাহরি এরাই হতে যাচ্ছে এই বাংলার ভবিষ্যৎ।
আপনি তো আবার বিএনপি পছন্দ করেন না, তাহলে আপনি কি এবার জামাতকে ভোট দিবেন? নাকি হেফাজত কে?
এদিকে আবার হেফাজতের মামুনুল হক প্রধানমন্ত্রী হবার ইচ্ছে প্রকাশ করেছেন।
৪| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫০
শ্রাবণধারা বলেছেন: "দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে জামাতের বিকল্প কিছু নেই" এই কথাটা পড়ে হাসতে হাসতেই শেষ অবস্থা ।
কবরের অন্ধকারে দূর্নীতি বলেতো আর কিছু নেই?
জোকস এপার্ট, তামাশা করার সময় এটা নয় আর অন্তর্বতীকালীন সরকারের সময়টা ৬ মাস নয়, ৫-৬ বছর হবে বলে আমার ধারনা। কিন্তু এই সময়টায় মৌলবাদীদের সামলিয়ে ড. ইউনূস টিকে থাকতে পারেন কি না এটা নিয়ে কিছু সন্দেহ আছে।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:০৬
জ্যাক স্মিথ বলেছেন: কঠিন!! কঠিন এক সময় পার করতে হবে বাংলাদেশকে।
এটা মোটেও হাসির কথা নয়, বাংলাদেশের রাজনীতিতে জামাত কি রোল প্লে করতে যাচ্ছে।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৫-৬ বছর হলে বিএনপি তা মেনে নিবে না, তারা ক্ষমতায় আসার জন্য উন্মুখ হয়ে বসে আছে।
এদিকে আবার হেফাজতের মামুনুল হক প্রধানমন্ত্রী হবার ইচ্ছে প্রকাশ করেছেন।
৫| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি বরাবরই বিএনপি বিরোধী।
কিন্তু, জেনারেল জিয়াকে আমি পছন্দ করি। ভালো লাগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে, মঈন সাহেবকে, নজরুল ইসলাম খান সাহেবকে। উনার যোগ্য ও ভদ্র মানুষ।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:০৯
জ্যাক স্মিথ বলেছেন: কিন্তু দেশের জনগণ এবার বিএনপিকেই ক্ষমতায় বাসবে বলে আমার বিশ্বাস। বিএনপি এবার ক্ষমতায় আসলে আগের মত দূর্ণীতি কারার সাহস পাবে না।
৬| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫২
কামাল১৮ বলেছেন: নির্বাচন হলেতো ক্ষমতা দখল করবে।আমেরিকা যখন চাইবে তখন নির্বাচন হবে।তারা বহু টাকা খরচ করে হাসিনার পতন ঘটিয়েছে।আগে পাকাপোক্ত ঘাটি হোক তার পর নির্বাচন।ঘাটি হবে সেন্টমার্টিনে নাহয় পাহাড়ে।পরিকল্পনা করাই আছে।
প্রক্সি যুদ্ধ সুরু হতে পারে।চীন ভারত ও আমেরিকার মাঝে।আমরা হবো দাবাড় বড়ে।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:১১
জ্যাক স্মিথ বলেছেন: বাংলার জনগণ আমেরিকাকে তাড়িয়ে দিবে।
৭| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মেজর আক্তারুজ্জামান, গয়েশ্বর রায় চৌধুরীও ভালো লোক। বলতে ভুলে গেছি।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:১৩
জ্যাক স্মিথ বলেছেন: বিএনপিতে অবশ্যই অনেক ভালো ভালো নেতা রয়েছে, বিগত ১৫ বছরে দলটি যে নির্যাতনের শিকার হয়েছে তাতে ক্ষমতা এখন তাদেরই প্রাপ্য।
৮| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বি এন পি অবশ্যই যোগ্য। আওয়ামী লীগকে টেক্কা দিতে পারে একমাত্র ওরাই।
কিন্তু, তরুণ নেতাদের এগিয়ে আসতে হবে।
১৫ বছরে অনেক পিছিয়ে গিয়েছে।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ২:২৪
জ্যাক স্মিথ বলেছেন: একদম ফ্রেশারদের নিয়ে গঠিত একটি দল আসলে ভালো হতো।
৯| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:৩৫
কামাল১৮ বলেছেন: নির্বাচন হলে আর্মি যাকে চাইবে তারাই নির্চিত হবেন।এটা দেখতে দেখতে বুড় হয়ে গেলাম।আর্মি কিন্তু জামাত বিএনপি ও আমেরিকার সমর্থক।ভারত পন্থিরা বিতাড়িত।বাংলাদেশ পন্থী কোন আর্মি নাই।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ২:২৫
জ্যাক স্মিথ বলেছেন: এবার হয়তো আমরা নতুন কিছু দেখতে যাচ্ছি।
১০| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:৪৭
ইফতেখার ভূইয়া বলেছেন: আমার ধারনা নির্বাচন সহসাই হচ্ছে না। তারপরেও বলবো, দেখা যাক।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ২:৩৪
জ্যাক স্মিথ বলেছেন: সমস্যা হচ্ছে টিভিতে, অনলাইনে বসে বসে ভালো ভালো কথার ফুলঝুড়ি ফুটানো অনেক সহজ! কিন্তু বাস্তব রাজনীতির মাঠে হাল ধরা অনেক কঠিন।
আমি শিউর ড. ইউনুস খলনায়ক হতে যাচ্ছেন, সহজ সরল এই লোকটি যে কোন আগুনে ঝাঁপ দিচ্ছেন তা হয়তো তিনি নিজেও জানেন না।
কোন না কোন গোষ্ঠী দ্বারা সে ব্যাপক সমালোচনার স্বীকার হবেন, গালাগালিও খাবেন। যে বা যারাই এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকবেন তারা সবাই এক সময় ব্যাপক সমালোচনার পাত্র হবেন। ৯৯% খলনায়ক হওয়ার সম্ভবনা ১% নায়ক হওয়ার সম্ভবনা।
১১| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:৫৫
কামাল১৮ বলেছেন: বিশ্ব রাজনীতি বুঝুন।বাংলাদেশ বিশ্বের বাইরে না।হাসিনার পরাজয়ের মূল কারণ,আমেরিকাকে ঘাটি করতে না দেয়া।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ২:৪১
জ্যাক স্মিথ বলেছেন: বাতাসে আসলে অনেক কিছু প্রচোলিত আছে, কিন্তু আমার মনে হয় এই আন্দোলনটা জনগণের ন্যাচারাল ক্ষোভ।
সেন্টমার্টিন তত্ব অনেকদিন ধরেই বাতাসে ভাসতেছে কিন্তু এর সত্যতা কতটুকু তা কে জানে?
১২| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ২:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অন্যদের কোথায় কান দিবেন না, প্লিজ।
আমেরিকা এখন নিজেদেরকে নিয়ে ব্যস্ত।
আমেরিকা ভারতকে বাংলাদেশের দায়িত্ব দিয়েছে।
বেলুন তত্ত্ব সম্পর্কে একটু খোজ নিন।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ২:৪৫
জ্যাক স্মিথ বলেছেন: র নিয়েও আমাদের দেশে অনেক গুজব রয়েছে, আসলে র এর ক্ষমতা বংলাদেশের একজন চেয়ারম্যানের সমতুল্যও না, র হচ্ছে একটা কাগুজে বাঘ। বাংলাদেশে এত বড় একটি ঘটনা ঘটে গেলো এ বিষয়ে তাদের বিন্দুমাত্র কোন ধারণা ছিলো না।
১৩| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রথমত,
আপনি ধরে নিতে পারেন দুই বছরের আগে বাংলাদেশে কোন নির্বাচন হচ্ছে না।
দ্বিতীয়ত,
নির্বাচনে বিএনপি বিভিন্ন মহলের আনুকুল্লো পাবে।
তবে কোনোভাবেই তারা ১৬০ টার বেশি সিট পাবেন না।
আপনার সাথে ৫০ টাকা বাজি!
০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৩
জ্যাক স্মিথ বলেছেন: দুই বছর দেখতে দেখতেই কেটে যাবে।
যদি সহীহ নির্বচন হয় তাহলে বিএনপি ২০০+ সিট পাবে যদি।
যদিও কত সিট পেলো তা মুখ্য বিষয় নয়, মূল বিষয় হচ্ছে বিএনপি সরকার গঠিন করতে যাচ্ছে।
আপনার সাথে ৫ মিলিয়ন ডলারের বাজি।
১৪| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নির্বাচনের পর সংবিধান সংশোধন নিয়ে জটিলতা তৈরি হবে ।
কারণ কোন দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যেটা বলে সেটা পাবে না ।
ফলে সংবিধান সংশোধন করাটা কঠিন হয়ে যাবে।
০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৭
জ্যাক স্মিথ বলেছেন: কঠিন! অনেক কঠিন এক সময় পার করতে হবে বাংলাদেশকে। টিভিতে, অনলাইনে বসে বসে ভালো ভালো কথার ফুলঝুড়ি ফুটানো অনেক সহজ! কিন্তু বাস্তব রাজনীতির মাঠে হাল ধরা অনেক কঠিন।
রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ধ্বসে পড়েছে, আক্ষরিক অর্থেই দেশেএখন গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে।
১৫| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৩২
রাােসল বলেছেন: আওয়ামী লীগ ও বিএনপি মধ্যে কোন পার্থক্য নেই ।
০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৯
জ্যাক স্মিথ বলেছেন: আমার ধারণা বিএনপি এবার ক্ষমতায় আসলে আগের মত দূর্ণীতি কারার সাহস পাবে না।
১৬| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৬
অপলক বলেছেন: ৬০ থেকে ৮০ দশকের যে আইডোলজির ওপর রাজনৈতিক দল জন্ম নিয়েছিল, ২০২৪ সালে দাড়িয়ে সেই ব্যাকডেটেড ইমোশন নিয়ে লাফালাফি করা নিজের অযোগ্যতার প্রমান। নতুনদের নতুন চিন্তাভাবনার সাথে সকলের কল্যানের কথা মাথায় রেখে নিজেকে মানিয়ে নিয়ে নতুন দেশ গড়া এখন সময়ের দাবি।
তারেক যে পরিমান নারীকে বেডে নিয়ে গেছে, একক ভাবে এরশাদ বা কাদের সাহেবও সে পরিমান বেডে নেয়নি। ক্ষমতায় আসলে কার বউ/মেয়েকে কখন যে তারেক তুলে নিয়ে যাবে ঠিক নাই। অন্যদিকে টুপি বাহিনী ক্ষমতায় বসলে, রগ কাটা, গলা কাটা আর হিল্লা বিয়ে যে, কি পরিমান বাড়বে তা বলে শেষ করা যাবে না।
এখনও সময় আছে। ইমোশন নিয়ে খেলা না করে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার। নিজে অপরাধ না করলে কোন রাজনৈতীক ছায়া দরকার হয় না। প্রতিশোধ না নিয়ে, এবারের মত সকলকে মাফ করে নতুন দেশ গড়ার জন্যে বিজ্ঞ মহান মানুষ হয়ে যান। নিজে অপরাধ করবেন না, অন্যকেও করতে দেবেন না।
প্রায় ১২ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। বর্তমানে দেশের ১১ লক্ষ কোটি টাকা ঋণ আছে। এই ঋণ থাকা কালীন দেশের উন্নতি স্লোথের মত হাটবে। যোগ্য নেতৃত্বকে সাংসদ বানাবেন তো জিতবেন।
০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৭
জ্যাক স্মিথ বলেছেন: ইমোশন নিয়ে খেলা না করে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার। - আপনি ইমোশনের দেখছেন কি? আবেগের জোয়ার বয়ে দিবো এই বাংলার আকাশে বাতাসে, আবেগই হচ্ছে এই জাতির চলার পথের একমাত্র হাতিয়ার। সুস্থ চিন্তা করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা আবেগের তাড়নায় চলি।
নতুনদের নতুন চিন্তাভাবনার সাথে সকলের কল্যানের কথা মাথায় রেখে নিজেকে মানিয়ে নিয়ে নতুন দেশ গড়া এখন সময়ের দাবি। - আমিও তাই মনে করি, বিষেশ করে একদম ফ্রেশারদের নিয়ে গঠিত একটি দল আসলে ভালো হতো।
১৭| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪২
রায়হান চৌঃ বলেছেন: আওয়ামী লীগ, ছাত্রলীগ কোমায় চলে গিয়েছে। এখন আর নিজামী সাহেবের দাঁড়ির ফাঁক দিয়ে আসা ১০ ট্রাক এর ও দরকার আছে বলে মনে হয় না। বাহ্.... কি মজা, কি মজা, ফাঁকা মাঠে গোল......... আসলেই কি তাই ?
০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৬
জ্যাক স্মিথ বলেছেন: বিএনপি-জামাত ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছে, এই পোস্টে ইনিয়ে বিনিয়ে আমি সেটাই বলার চেষ্টা করেছি।
সহীহ নির্বাচন হলে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না।
১৮| ০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাধারণ মানুষের ভয় ভেঙে গেছে। আগামীর শাসকগণ যদি ০৫ আগস্ট ২০২৪ থেকে শিক্ষা না নেয়, তাদের ভাগ্যেও একই পরিণতি ঘটবে, যা শেখ হাসিনাকে বরণ করতে হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ৩-৬ বছরের কথা প্রস্তাব করেছে ছাত্রআন্দোলন। আমার মতে এটা বেশ দীর্ঘ সময় হয়ে যায়। এখানে স্পষ্ট ২টা জটিল সমস্যার উদ্ভব হবে - (১) সংবিধানের কোন ধারায় এটা ফেলা যাবে, বা কীভাবে এটা সংবিধান সম্মত করা যাবে, তা ক্লিয়ার না। ১/১১-র ঘটনা অবশ্য একটা উদাহরণ হতে পারে। (২) এত দীর্ঘ সময় শাসন কার্যে থাকলে এ সরকারকেও 'অনির্বাচিত' সরকারের দুনাম বহন করতে হবে।
আগামী নির্বাচনটা সর্বদলের অংশগ্রহণে করা না গেলে, অর্থাৎ, আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসতে পারে, সেটা থেকেই মূলত সমস্যা শুরু হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বেশি হলে একটা ভালো দিক উঠে আসতে পারে - আওয়ামী লীগ হয়ত ধীরে ধীরে ফুটহোল্ড তৈরি করতে পারবে, নির্বাচনে অংশ নিয়ে ভালো সিটও হয়ত পাবে।
বিএনপি'র মতো একটা বড়ো দল নির্বাচন থেকে দূরে ছিল বিগত ১৫ বছর, যার পরিণতি হলো স্বৈরশাসন ও তার পতন। আওয়ামী লীগও যদি নির্বাচন থেকে দূরে থাকে, বাংলাদেশের ভাগ্যে একই পরিণাম নেমে আসতে পারে।
রাজনীতির মাঠে সমান সমান দল না থাকলে একটা দল এমনিতেই সন্ত্রাসী ও স্বৈরচারী হয়ে উঠতে পারে।
বাংলাদেশের সুন্দর ভবিষ্যত চাই, আর কোনো চাওয়া নাই।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৪
জ্যাক স্মিথ বলেছেন: আওয়ামীলীগ নির্বাচনে আসলেও তাদের ভারাডুবি হবে, মানুষের আস্থা অর্জন করতে দলটির সময় লাগবে।
যা ঘটে গেলো তাতে বাংলাদেশে আর কখনো কোন দল স্বৈরচারী হয়ে উঠার সাহস দেখাবে না।
বাংলাদেশের সুন্দর ভবিষ্যত চাই, আর কোনো চাওয়া নাই।
১৯| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৪
কাঁউটাল বলেছেন:
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৭
জ্যাক স্মিথ বলেছেন: দেখে তো মনে হচ্ছে গরুর রান।
২০| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: বিএনপি তাদের আশানুরূপ ভোট পাবে না তাদের ১৫ বছরের ব্যর্থ আন্দোলনের জন্য। তারা ১৫ বছর ধরে বলে আসছে ঈদের পরে তারা আন্দোলন শুরু করবে। এই সব অলস আর ভীরু লোক দিয়ে দেশের কোন কাজ হবে না। জামাতের কিছু বান্ধা ভোট আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সময় পায় সেই ক্ষেত্রে ছাত্ররা দল তৈরি করতে পারে। সেই ক্ষেত্রে ছাত্ররা অনেক ভোট পেতে পারে। তবে এটা হবে কি না সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। হাসিনার পতন যেমন আকস্মিক ছিল একইভাবে নতুন দলের আবির্ভাব হতেও পারে। ছাত্রদের মধ্যে অভিজ্ঞতার অভাব তাদের বয়সের কারণে। ফলে তারা প্রতারিত হতে পারে। তাদের মধ্যে একতা ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ। আওয়ামীলীগ চেষ্টা করবে নুরুর মত কাউকে ছাত্রদের মধ্যে ঢুকিয়ে দিয়ে ছাত্রদের ঐক্য নষ্ট করতে। এখন যেমন আওয়ামীলীগ (মুলত আওয়ামীলীগ করছে, অন্যরা হয়তো ঘর পোড়ার মধ্যে আলু পড়া করছে) হিন্দুদের উপর আক্রমণ করছে, ডাকাতি করছে যেন প্রমাণিত হয় যে আওয়ামীলীগের আসলে বিকল্প নাই।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৭
জ্যাক স্মিথ বলেছেন: বিএনপিকে আসলে দমন করে রাখা হয়েছিলো, ঠিক এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করবে।
ছাত্রদের রাজনৈতিক দল গঠন করা ঠিক হবে না।
আওয়ামীলীগ এতটাই পঁচে গেছে যে, তারা যদি কোন দলকে সাপোর্ট দেয় সে দলেরও ভারডুবি হবে।
জামাতের সামনে উজ্জল ভবিষ্যৎ।
২১| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৪
আদিত্য ০১ বলেছেন: রাজনীতির মাঠে এই অবোধ সমন্বয়কদের ২টা প্ল্যান নিয়ে সম্ভবত আগাচ্ছে,
১ম প্ল্যানঃ অন্তর্বর্তীকালীন সরকারে ২ জন সমন্বয়ক ও কিছু সমন্বয়কপন্থি আছে, বিএনপি পন্থী কম (আপাত বিএনপি পন্থি মনে হলেও এরা সুবিধাবাদী), দেখা যাবে এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘায়িত করছে বা করার চেষ্টা করছে প্রায় ২ থেকে ৩ বছর বা ৫ বছর, ৬ মাস পরই বিএনপি-জামাত নির্বাচনের জন্য আন্দোলনে নামছে, কিন্তু দিচ্ছে না, ঈদও আসে না বিএনপির আন্দোলন সফলও হয় না। তখন এরাই সব দল মিলে আন্দোলনে নামতে চাইবে ঠিক যেভাবে এইবার নামছিলো, তখন স্বৈরাশাসকের তকমা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে দিবে, আবার ওইদিকে আন্দোলন সফল করতে আওয়ামীলীগকে পাশে চাইবে, কারন মাঠের আন্দোলন আওয়ামীলীগই সফল করে ১৯৪৭ থেকে ১৯৭১ ও ১৯৯০ ও ২০০৬/০৭ এর আন্দোলন সবই আন্দোলন।
২য় প্ল্যানঃ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই এমনও হতে পারে সমন্বয়করা দল গঠন করবে, নির্বাচনে জয়ী হয়েও যেতে পারে, তখন তাদের বিরুদ্ধে বিএনপি-জামাত সহ সব ডান বাম মিলে আন্দোলনে নামবে, কিন্তু ঈদও আসে না আন্দোলন সফলও হয় না, আওয়ামীলীগকে পাশে চাইবে
এমনটা হওয়ার সম্ভাবনা আছে
আবার এমনও হতে পারে, ১ বছর পর নির্বাচনে বিএনপি জয়ী, সেই বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১৫
জ্যাক স্মিথ বলেছেন: হাঃ হাঃ জটিল বিশ্লেষণ, কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে এই দেশে কখনোই রাজনৈতিক অস্থিরতা দূর হবে না।
বিরোধী দলীয় আন্দোলনে আওয়ামীলীগের তুলনা নেই, এটা প্রমাণিত।
২২| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৫
কাছের-মানুষ বলেছেন: আওয়ামী লীগের জন্য একটি খুশির সংবাদ আছে। শেখ হাসিনার পুত্র জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরবেন। তিনি এখন অপেক্ষা করছেন দেশে গণতন্ত্র ফেরার জন্য। গণতন্ত্র ফিরলেই তিনি দেশে ফিরবেন! সূত্র আনন্দবাজার পত্রিকা
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৪
জ্যাক স্মিথ বলেছেন: অন্তর্বর্তীকালীন সরকার যদি শৈরাচার সরকারে রুপ নেয়, তাহলে বিএনপি-জামাত একা তাদের পতন ঘটাতে পারবে না, সেক্ষেত্রে তাদের আওয়ামীলীগের প্রয়োজন হবে, শেষে দেখা যাবে আওয়ামীলী-বিএনপি-জামাত সব একট জোট হয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে নামছে।
২৩| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩০
আদিত্য ০১ বলেছেন: ড ইউনুস মানুসটা জ্ঞানি ও সহজ সরল, এই মানুসটাকে পছন্দ করি, কিন্তু এই মানুসটা নিশ্চিত কোন বিপদে পড়তে যাচ্ছে, এরে পুতুলের মত ব্যবহার করছে, আরও করবে
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৯
জ্যাক স্মিথ বলেছেন: দেখা যাক উনি আমাদের মাহথির মোহাম্মদ হতে পারেন কি না?
উনি সহজ সরল কিন্তু বোকা না তবে রাজনীতিতে অনঅভিজ্ঞ, ধুরন্দর রাজনীতিবিদদের সাথে উনি কুলিয়ে উঠতে পারবেন কি না তা নিয়ে আমার যথেষ্ট সন্দহ রয়েছে।
২৪| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৯
কাছের-মানুষ বলেছেন: আদিত্য ০১ সাহেব, আপনি যেভাবে কথা বলছেন, তাতে মনে হচ্ছে আপনি মনে করছেন ইউনূস ফিডার খায়! মনে রাখবেন, তিনি শূন্য থেকে গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন, দেশের অন্যতম একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন, হাজার হাজার, লক্ষ লক্ষ কর্মীর প্রতিষ্ঠান তিনি সামলেছেন! তিনি সরকারের রোষানলে থেকেও টিকে আছেন!
মনে রাখবেন, তিনি যেই পর্যায়ে পৌঁছেছেন, সেই পর্যায়ে যেতে প্রখর বুদ্ধি, রাজনৈতিক সচেতনতা, উকিলি বুদ্ধি, এবং কিভাবে ল্যাং মেরে দাঁড়াতে হয়, সেগুলো জানতে হয়! আপনি ভাবছেন, তাকে ব্যবহার করবেন আর তিনি চুপ করে থাকবেন? তার নিজস্ব উপদেষ্টা নেই ভাবছেন? এদের নিজস্ব বুদ্ধিজীবী শ্রেণি আছে, এই পর্যায়ে একেবারে হাবা গোবেচারা মানুষ যেতে পারে না!
ইউনূসই একমাত্র ব্যক্তি বাংলাদেশে, যিনি পৃথিবীর যেকোনো তাবড় নেতাদের সরাসরি ফোন দিতে পারেন—চাইলে বাইডেনকে, চাইলে মোদিজিকে, চাইলে ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারেন, এবং সবাই তার ফোনটি গুরুত্ব সহকারে ধরবেন! আপনি ভাবছেন, তাকে সহজ সরল মনে করে ব্যবহার করবেন? আপনার মাথা খারাপ হয়েছে? এই ধরনের মানুষের বুদ্ধির গভীরতা কোথায়, আপনি জানেন?
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫৫
জ্যাক স্মিথ বলেছেন: ঠিক বলেছেন, সবই ঠিক আছে কিন্তু উনি রাজনীতিতে নতুন। আমাদের দেশের ধুরন্দর রাজনীতিবিদদের সাথে উনি কুলিয়ে উঠতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।
২৫| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১:৩৬
কাছের-মানুষ বলেছেন: অন্তর্বর্তীকালীন সরকার শৈরাচার সরকারে রুপ নেবে না বলেই আমার বিশ্বাস।
বড় জোড় যেটা ঘটতে পারে, এবার যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে জামাত বিরোধী দলে যাবে। তবে বাংলাদেশে জামাত জীবনেও এককভাবে জয়লাভ করতে পারবে না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ জামাতের সাথে জোট বেঁধে পরের টার্মে ফিরে আসবে নির্বাচনে। রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই!
০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২০
জ্যাক স্মিথ বলেছেন: হ্যাঁ, দেখা যাক কি ঘটে।
দেশে আতি শিগ্রই শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক সে প্রত্যাশা করছি।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: জনতার রায় ভোটের মাধ্যমে জানা যাবে। বিএনপির এখন জনপ্রিয়তা আছে। তাছাড়া গত ষোল বছর তাদের উপর অনেক পরীক্ষা গিয়েছে। শেখ হাসিনা তাদের সমূলে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। ভিপি নূর রাজনীতির ময়দানে জায়গা করে নেয়ার চেষ্টায় আছে। দেখা যাক কি হয়।